Case of a Noun in Bengali


Hello friends welcome to English by SK Saddam ! এর আগে আমরা Countable and Uncountable Noun এর সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা case of a noun সম্পর্কে আলোচনা করবো।

Noun Case in bangla

Case of a Noun - বিশেষ্যের কারক। 
Cases indicate relation in  which a noun or a pronoun stands to some other word in a sentence. বাক্যে ব্যবহৃত noun বা pronoun অন্য শব্দের সঙ্গে কিরূপ সম্পর্কে রয়েছে সেটা নির্দেশ করে case বা কারক।

Types of case - 
Case কয় প্রকার ও কি কি?
Case কে সাধারণত চারভাগে বিভক্ত করা হয়েছে। যেমন -
  1. Nominative case - কর্তৃকারক।
  2. Objective case - কর্মকারক।
  3. Possessive case - সম্বন্ধ কারক।
  4. Vocative case - সম্বোধন কারক।
বাংলা ব্যাকারণে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। 
সেই জন্য সম্বন্ধ পদ ও সম্বোধন পদ বলা হয়, কারণ ক্রিয়ার সঙ্গে এদের সম্পর্ক নেই।

Nominativ case - কর্তৃকারক। 
Noun বা pronoun বাক্যে subject রূপে ব্যবহৃত হলে তাকে nominative case বলা হয়।
Position of nominative case in a sentence. বাক্যে nominative case এর অবস্থান।

1. Nominative case এ noun বা pronoun নিয়মানুসারে verb এর পূর্বে বসে। যেমন -
|The boys|play|cricket every afternoon.
       |               |
   noun        verb
এই বাক্যে the boys হচ্ছে noun. Play শব্দটি হল verb.

2. Interrogative sentence প্রশ্নবোধক বাক্যে noun বা pronoun, subject রূপে auxiliary verb এর পরে বসে।
Has the child drunk milk?
   Has            |the child     |drunk |milk ?
    |                        |                    |
auxiliary        subject           main
verb                                         verb

3. Exclamatory sentence বিস্ময়বোধক বাক্যে সাধারণত noun. verb এর পূর্বে subject রূপে বসে।
What a job|  Rabin   |  has done !
                           |                  |
                      subject         verb
কখনও কখনও nominative case এর noun, main verb বা auxiliary verb এর পরে বসে।
How sweet|    is     | the flower !
                           |                 |
                       verb          subject

4. Imperative sentence বা আদেশ, উপদেশ, অনুরোধ মূলক, অনুজ্ঞাসূচক বাক্যে subject 'you' বসে না। যেমন - 
Obey your superiors. (you - understood)
Show me your photo. (You - understood)

5. Optative sentence - ইচ্ছা ও প্রার্থনাসূচক বাক্যে subject টি verb এর পরে বসে। যেমন -
Long live| our | President 
        |                             |
     verb                    subject

Objective case - কর্মকারক।
Object বা কর্মের কারককে objective case বলে।
Object বা কর্ম কাকে বলে ?
বাক্যে ক্রিয়াকে 'কি' বা 'কাকে' এইরূপ প্রশ্ন করলে যে noun বা pronoun তার ইঙ্গিত দেয় বা উত্তর দেয় তাকে object বলে। Objective case বা কর্ম কারক verb এর পরে বসে। যেমন -
She saw| a snake | on the way 
      |                 | 
   verb         object
নীচের sentence গুলি লক্ষ কর :
Rahul teaches English
Rahul teaches Rabin English
এখানে প্রথম বাক্যে English এই noun টি teaches এই verb এর object বা কর্ম। আর দ্বিতীয় বাক্যে rabin এবং English এই দুটি noun ই teaches - verb এর object. প্রথম বাক্যে English হলো direct object বা মুখ্য কর্ম এবং দ্বিতীয় বাক্যে rabin এই noun টি হলো indirect object বা গৌণ কর্ম।

Possessive case - সম্বন্ধ কারক।
Noun বা pronoun এর অধিকার বোঝালে তার possessive case হয়।
Possessive case 'কার' এই প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ অধিকার বা কর্তৃত্ব সম্বন্ধ নির্দেশ করে এই কারক । যেমন
Deepak's father was a teacher.
Puja's uncle lives at Gantok.

Possessive case এর গঠন সম্বন্ধে কয়েকটি নিয়ম।
1. Singular noun এবং যে সকল plural noun- 's' দিয়ে শেষ হয় না তাদের ক্ষেত্রে possessive case গঠন করতে হলে অ্যাপোস্ট্রফি এস ( 's) যুক্ত করতে হয়। যেমন - The boy's shirt, the man's bag, women's cloth, children's park. etc...

2. যে সকল noun এর plural number এর শেষে (s) থাকে তাদের শেষে কেবলমাত্র apostrophe চিহ্ন ( ' ) যোগ করে possessive case গঠন করা হয়। যেমন -
The boy's school, Teachers' day.  etc..

3. Compound word - সংযুক্ত শব্দে বা কোন যৌগিক নামের possessive case গঠনের ক্ষেত্রে শেষ শব্দের পরে অ্যাপোস্ট্রফি এস ( 's)   যুক্ত হয়। যেমন -
Her father-in-law's house.
His son-in-law's  phone.
The commander-in-chief's order.  etc..

4. দুটি nouns ঘনিষ্ঠভাবে যুক্ত হলে পরবর্তী noun এর শেষে অ্যাপোস্ট্রফি এস ( 's) দিয়ে possessive case গঠিত হয়। যেমন - 
Nithin and Jatin's farm.
Sujit and Deepak's hotel.
Rahul and Vishwajeet's bakery. etc...

5. কোন ব্যক্তি ও উন্নত শ্রেণীর প্রাণীর নামের পর অ্যাপোস্ট্রফি এস ( 's) যুক্ত করে possessive case গঠন করা হয়। যেমন-
Ratan's book,  puja's car,  the elephant's trunk,  the tigers roar. etc...

6. জড় ও অচেতন বস্তুর নামের পর সাধারণত অ্যাপোস্ট্রফি এস ( 's) বসিয়ে possessive case গঠন করা হয় না। এই noun গুলির আগে 'of' বসিয়ে possessive case গঠন করা হয়। যেম
The legs of the table, the handle of the bat,  the page of the book. etc...

7. কিন্তু অপ্রানীবাচক বস্তু বা বিষয় যখন প্রাণী রূপে কল্পনা করা হয়, বা কোন বস্তুর ক্ষেত্রে ব্যক্তির স্বভাব চরিত্র আরোপিত হলে এই বস্তুর possessive case গঠনের সময় অ্যাপোস্ট্রফি এস ( 's) যুক্ত হয়। যেমন-
The Sun's rays  - সূর্যের রশ্মি।
Nature's call - প্রাকৃতির ডাক।
Death's bell - মৃত্যুর ঘন্টা।
The wind's cry -বাতাসের কান্না।
Fortune's smile -সৌভাগ্যের হাসি।

8. যে সকল noun দ্বারা সময়, ওজন, ও দূরত্ব বোঝায়, সেই নাউন গুলির possessive case ( 's ) দিয়ে গঠন করা হয়। যেমন -
A night's stay,  a week's holiday,  one hour's journey,  one kg's weight. etc...

মনে রাখবে:
মানুষ বা উন্নত শ্রেণির প্রাণীর ক্ষেত্রে ('s) এবং (of) দুটোই ব্যবহৃত হয়। যেমন-
Man's skull এবং the skull of man এই দুই ভাবেই possessive case গঠন করা যায়।
পদের শেষে ('s) যুক্ত হয়। কিন্তু (of) পদের পূর্বে বসে।

Vocative case - সম্বোধন কারক। 
যে case বা কারকে ব্যক্তিকে সম্বোধন করা বোঝায় তাকে vocative case বলা হয়। যেমন-
Soma, do your homework now.
Come in, boys.
Children, go away now.
উপরের উদাহরণে গুলিতে soma, boys, এবং children, প্রভৃতি noun কে সম্বোধন করে কিছু বলা হচ্ছে। এরা সবাই vocative case. Vocative case কে সম্বোধনাত্মক কর্তৃকারক বা nominative of address ও বলা হয়।

Thanks for visiting our Post !

1 টি মন্তব্য: