30 Rules of pronunciation in Bengali
1. যদি কোন word বা শব্দের শেষে 'b' থাকে তাহলে 'b' এর উচ্চারণ অনেক সময় হয়না। যেমন: comb(কম্) - চিরণী, lamb(ল্যাম্) - ভেড়া।
2. (C) - এর পরে a,o,u অথবা যে কোনো Consonant letter থাকে তাহলে 'c' এর উচ্চারণ 'ক' হবে। যেমন: cap, cock, cup, cool.
C - এর পরে e, i বা y থাকে তাহলে 'c' এর উচ্চারণ 'স' হবে। যেমন: center, city, cinema.
3. (G) - এর পরে a,o,u অথবা যে কোনো Consonant letter থাকে তাহলে 'g' এর উচ্চারণ 'গ' হবে। এবং কোনো শব্দের শেষে g থাকে তাহলে g এর উচ্চারণ 'গ' হবে। যেমন: gas, goal, gulf, big, fig.
(G) - এর পরে e, i বা y থাকে তাহলে 'g' এর উচ্চারণ 'জ' বা 'গ' হবে। যেমন: gentleman, girl, large.
4. (H) এর পরে on,ou বা ei থাকে তাহলে 'h' এর উচ্চারণ 'অ' বা 'এ' হবে। যেমন: honest(অনেস্ট) - সৎ, heir(এয়ার্) - উত্তরাধিকারী।
5. যদি কোন শব্দে K ঠিক তার পরে 'n' থাকে তাহলে k - এর উচ্চারণ হয় না। যেমন : know (নো) - জানা, knife (নাইফ) - ছুরি।
6. (S) - word এর শেষে 's' অথবা se থাকলে S - এর উচ্চারণ 'জ' ও ঝ এর মাঝামাঝি উচ্চারণ হয়। যেমন: boys, toys, rise, noise. etc...
7. (X) - শুরুতে বসা x এর উচ্চারণ 'জ' এর মতো হয়। যেমন: xylem, xylograph...
8. (GU+Vowel) অর্থাৎ gu এর পরে যদি কোন Vowel থাকে, তাহলে 'gu' এর উচ্চারণ 'গ' হয়। যেমন: guard, guess, guest.
9. (H) দিয়ে শুরু হওয়া কিছু শব্দে 'h' এর উচ্চারণ হয় না। যেমন: heir, honest, hour.
10. (i বা ei) এর পরে gh থাকে অথবা gh এর পরে t থাকে তাহলে অনেক সময় gh এর উচ্চারণ হয় না। যেমন: bought(বোট), sigh(সাই), neigh(নেই।
11. ঠিক এই রকম au বা ou এর পরে gh থাকে তাহলে অনেক সময় gh এর উচ্চারণ হয় না। যেমন: though (দো), although (আল্দো).
12. কিছু কিছু শব্দে gh এর উচ্চারণ 'ফ' হয়। যেমন: cough, though, lough, enough, rough, loughter.
13. কোনো শব্দে d এর পরে g হয় তাহলে 'd' এর উচ্চারণ অনেক সময় হয় না। যেমন: badge, budge, bridge.
14. শব্দে t এর পরে ch হয় তাহলে এই t এর উচ্চারণ হয় না। যেমন: twitch, sketch, kitchen.
15. শব্দের শেষে stle অথবা - sten হয় তাহলে এতে t এর উচ্চারণ হয় না। যেমন: bristle, hustle, bustle.
16. শব্দের শুরুতে অথবা শেষে gn হয় তাহলে এতে g এর উচ্চারণ হয় না। যেমন: benign, malign, resign.
17. শব্দের শেষে gm হয় তাহলে g এর উচ্চারণ হয় না। যেমন: paradigm, phlegm.
18. শব্দের শেষে scle হয় তবে এতে c এর উচ্চারণ হয় না। যেমন: corpuscle, muscle.
19. যদি কোন শব্দের শেষে mn থাকে তাহলে n এর উচ্চারণ হয় না। যেমন: autumn, column.
20. শব্দের শুরুতে pn অথবা ps থাকে তাহলে এখানে p এর উচ্চারণ হয় না। যেমন: pneumonia, Psalm.
21. শব্দের শুরুতে rh হয় তাহলে h এর উচ্চারণ হয় না। যেমন: rhyme, rhythm, rhetoric.
22. শব্দের শুরুতে wh হয় অথবা wh এর পরে a, i, e, y থাকে তাহলে এতে h এর উচ্চারণ হয় না। যেমন: what, wheat, wheel, when.
23. Who দিয়ে শুরু শব্দতে w এর উচ্চারণ হয় না। যেমন: who, whole, whom, whose.
24. Wr দিয়ে শুরু শব্দতে w এর উচ্চারণ হয় না। যেমন: wrap, wring, wrist, wrong.
নীচে দেওয়া শব্দ গুলিতে w এর উচ্চারণ হয় না। যেমন: answer, sword, two.
25. kn দিয়ে শুরু শব্দ গুলিতে k এর উচ্চারণ হয় না। যেমন: knack, knee, knit, knob.
26. শব্দের শেষে lm/lk/lf/ld এই গুলি থাকে তাহলে অনেক সময় l এর উচ্চারণ হয় না। যেমন: calf, half, yolk, folk.
27. শব্দের শেষে mb থাকে তাহলে এতে b এর উচ্চারণ হয় না। যেমন: bomb, comb, tomb, womb.
28. শব্দের শেষে gue থাকে তাহলে gue এর উচ্চারণ 'গ' হয়। যেমন: catalogue, epilogue, dialogue, tongue.
29. শব্দের শেষে geon/gion থাকে তাহলে এদের উচ্চরণ 'জন' হয়। যেমন: burgeon, dungeon, religion.
30. শব্দের শেষে gious/geous থাকে তাহলে এদের উচ্চরণ 'জস' হয়। যেমন: courageous.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন