Alphabet - বর্ণমাালা


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমারা English Grammar এর Alphabet, Letters, Vowels, Consonants and Semi Vowels সম্পর্কে ভালো ভাবে  শিখবো এবং বোঝার চেষ্টা করবো।     

আমরা প্রত্যেকেই কথা বলে বা লিখে একে অপরের কাছে মনের ভাব প্রকাশ করি। এজন্য ভাষার প্রয়োজন
হয়। এই ভাষা বিভিন্ন ধরনের হয়।
বাংলা, ইংরেজি, হিন্দি প্রত্যেক ভাষারই ভাব প্রকাশের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি শিখতে পারলে ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায়।

বাংলা ভাষার নিয়মগুলি শেখার জন্য যেমন বাংলা ব্যাকরণ ও হিন্দি ভাষার জন্য হিন্দি ব্যাকরণ প্রয়োজন হয়, তেমনি ইংরেজি ভাষার নিয়মগুলি শেখার জন্য যে বই প্রয়োজন হয়, তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।
অর্থাৎ, যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা, লেখা ও পড়া যায়, তাকে ইংরেজি ব্যাকরণ বা English Grammar বলে। 
          
(English language - অর্থাৎ ইংরেজি ভাষা) এই ভাষা অন্যান্য ভাষার মতো, এটিও একটি ভাষা। বাংলা ভাষায় যেমন আমরা বর্ণমালা শিখেছি ঠিক সেইরকম, ইংরেজি ভাষাকে শিখতে আমাদের প্রয়োজন হবে  alphabet অর্থাৎ বর্ণমাালা।

Alphabet - বর্ণমালা :-
ইংরেজি alphabet বা বর্ণমালায় মোট 26 টি বর্ণ বা অক্ষর থাকে। সেই 26 টি বর্ন বা অক্ষরকে একত্রে মিলিয়ে বলা হয় alphabet বা বর্ণমালা। Alphabet সাধারণত দুই ধরনের ছাপা বা লেখা আমরা দেখতে পাই। যেমন: 
1.Capital letter - বড়ো হাতের অক্ষর                       
2. Small letter -ছোট হাতের অক্ষর

এই দুটি অক্ষর ছাড়া আরও একটি অক্ষর আমরা দেখতে পাই, সেটিকে বাংলায় আমরা বলে থাকি -         
(3)ছাঁটা হাতের অক্ষর -hand writing অর্থাৎ এই লেখা টি, হাতের লেখার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। 


1. Capital letter -


  CAPITAL LETTERS

A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z


2. Small letter -

 

         SMALL LETTER -

a

b

c

d

e

f

g

h

i

j

k

l

m

n

o

p

q

r

s

t

u

v

w

x

y

z


ছাঁটা হাতের অক্ষর টি এখানে আর লিখলাম না, কারণ এই capital letter এবং small letter টি বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। 


Letter - বর্ণ বা অক্ষর :-

এটি হলো একটি লিখিত বা ছাপানো সংকেত যা কোথায় ব্যবহৃত ধ্বনিকে বোঝায়। ইংরেজিতে মোট 26 টি বর্ণ বা অক্ষর থাকে। এই 26 টি বর্ণ বা অক্ষরকে বলা হয় letter. যেমন:                                                                   

A একটি  letter,  

B একটি letter,               

C একটি letter,


Vowel, Consonant & Semi vowel :-

বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ আছে, ইংরেজি ভাষাতে ও ঠিক সেইরকম letter দুই ধরনের। এছাড়াও কিছু কিছু grammar বইয়ে  letter কে তিন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন:-

1. Vowels - স্বরবর্ণ

2. Consonants - ব্যঞ্জনবর্ণ 

3. Semi vowel - অর্ধ স্বরবর্ণ


Vowels ( ভাওয়েলস) - স্বরবর্ণ :-

Vowels বাংলা স্বর বর্ণের মত অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। এইগুলি সংখ্যায় 5 টি। যথাঃ-   

a,   e,    i,   o,   u.


Consonants (কনসোনেন্ট) - ব্যঞ্জনবর্ণ :-

বাংলা ভাষায় যেমন ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হয় না। ইংরেজীতে ঠিক সেইরকম consonant গুলি vowel ছাড়া উচ্চারিত হয় না। Consonants মোট 21 টি যথাঃ- b,  c,  d,  f,  g,  h,  j,  k,  l, m,  n,  p,  q,  r, s,  t,  v,  w,  x,  y,  z.


Semi vowel (সেমি ভাওয়েল) - অর্ধ স্বরবর্ণ :-

WওY এই দুটি letter কে semi vowel বলা হয়। 

1.কোন শব্দের মাঝে বা শেষে থাকলে এদের vowel হিসাবে ব্যবহার করা হয়। 2. এছাড়া কোন শব্দের প্রথমে থাকলে এদের consonant রূপে ব্যবহার করা হয়। তাই এদের অর্ধ স্বরবর্ণ, বা অর্ধ ব্যঞ্জনবর্ণ, বলে। যেমন :


1. শব্দের মাঝে বা শেষে (Vowel) রূপে ব্যবহার।   

 

W

Cow(কাউ)-গরু 

Two(টু)-দুই 

New (নিউ)-নতুন


Y

Try (ট্রাই) চেষ্টা করা 

Boy (বয়)-বালক 

Dry (ড্রাই)-শুকনো


2. শব্দের প্রথমে (Consonant) রূপে ব্যবহার।

 

W

Word (ওয়ার্ড)-শব্দ 

Work (ওয়ার্ক)-কাজ 

Want (ওয়ান্ট)-চাওয়া


Y

Year(ইয়ার)-বৎসর 

Yolk(ইয়ক)-ডিমের কুসুম 

Your (ইয়োর)-তোমার


Thanks for Visiting our Post !


1 টি মন্তব্য: