পদান্বয়ী অব্যয় পদ - Preposition in Bengali

Preposition-এর অর্থ হল Pre-পূর্বে, Position অবস্থান। অর্থাৎ যে পদ Noun বা Pronoun-এর পূর্বে বসে ওই Noun বা Pronoun কে Sentence এর সাথে যুক্ত করে ও সম্বন্ধ বুঝিয়ে দেয় সেই পদকে Preposition বা পদান্বয়ী অব্যয় পদ বলে।

"A Preposition is a word placed before a noun or Pronoun to show the relation of that noun or Pronoun to some other word or words in a sentence.''

A Proposition is a word placed before a noun or a pronoun to indicate place direction source.method etc.


পদান্বয়ী অব্যয় হল একটি শব্দ যা স্থান, দিক, উৎস, পদ্ধতি ইত্যাদি নির্দেশ করতে কোনো Noun বা Pronoun এর পূর্বে বসে। যেমন -


A. Preposition গুলি Noun-এর পূর্বে বসেছে :

  1. Swastik lives in Howrah. - স্বস্তিক হাওড়ায় বাস করে।
  2. Ramen came after Rabi. - রমেন এসেছিল রবির পরে।
  3. Animesh came to Nadia from Malda. - অনিমেষ মালদা থেকে নদীয়ায় এল।
  4. She sat near Rekha – সে রেখার পাশে বসেছিল। 

উপরের বাক্যগুলিতে in, after, to, from, near প্রভৃতি Preposition গুলি Howrah, Rabi, Nadia,

Malda, Rekha প্রভৃতি Noun -এর পূর্বে বসেছে


B. preposition গুলি pronoun- এর পূর্বে বসেছে

  1. Look at her. — তার দিকে তাকাও।
  2. You stood beside us. - তুমি আমাদের পাশে দাঁড়িয়েছিলে।
  3. Niva sat near me. - নীভা আমার পাশে বসেছিল।
  4. Rabin came after you. - রবীন তোমার পরে এসেছিল।

উপরে at, beside, near, after এই Preposition গুলি যথাক্রমে her, us, me, you Pronoun-এর পূর্বে

বসেছে।


C. নীচে কিছু Preposition-এর বিবরণ দেওয়া হল।

At — দিকে/ প্রতি

Beside পাশে

About - সম্পর্কে

Down -নীচে

After -পেছনে দিকে

Into -বাহির থেকে ভিতর

Above – উপরে

In ― মধ্যে

Before – আগে/সামনে

Inside- ভিতরে

By – দ্বারা

From থেকে

Upon উপরে/উচ্চে :

Off - হইতে

Up নীচু হইতে উপরে

On – উপরে

of – এর / সম্বন্ধে

Over-উপরে

Outside বাহির

Under নীচে

With - সহিত


কিছু Preposition-এর প্রয়োগ বাক্যের মধ্যে দেওয়া হল।


By — দ্বারা, নিকটে, মাধ্যমে

  • The house is by the side of the road.-বাড়িটি হয় রাস্তার পাশে।
  • The bird was killed by the man. পাখিটি নিহত হয়েছিল লোকটির দ্বারা।


In - মধ্যে বা ভিতরে         

   

{ বড় শহরের পূর্বে in বসে in Mumbai, in Delhi}

{কোন কিছুর মধ্যে হলে in বসে}

{ মাস ,ঋতু ও সালের পূর্বে in বসে}

{In the afternoon
{In the morning
{In the evening

  • There is a Zoological garden in Kolkata. কলকাতায় একটি চিড়িয়াখানা আছে।
  • The boys are swimming in the pond. বালকেরা পুকুরে সাঁতার কাটছে।
  • I went to Delhi in the year 2008. আমি দিল্লি গিয়েছিলাম ২০০৮ সালে।
  • I shall go to Chennai in December 2009. আমি ডিসেম্বর ২০০৯-তে চেন্নাই যাব।
  • Shyamal went to Bangalore in Summer. শ্যামল গ্রীষ্মকালে ব্যাঙ্গালোর গিয়েছিল।
  • He will come here in the evening. সে এখানে সন্ধ্যায় আসবে।


On - উপরে


{কোন নির্দিষ্ট দিনের পূর্বে}
{কোন কিছুর উপরে বোঝালে}

  • Gandhiji was born on 2nd October. গান্ধিজি ২রা অক্টোবর জন্মেছিলেন।
  • Ramen will go on Monday. রমেন সোমবার যাবে।
  • The book is on the table. বইটি টেবিলের উপরে।
  • A snake is going on the road. সাপটি রাস্তার উপর দিয়ে যাচ্ছে।


At - তে, প্রতি


{গ্রাম, ছোটোশহর, ছোটো স্থান বোঝালে at বসে}
{সময় বোঝালে at বসে}

  • Praneet lives at Bamanagar. প্রণীত বামানগরে বাস করে।
  • Lekha rises at dawn. লেখা ভোরবেলা জেগে ওঠে।
  • He likes to stay at Malda.. সে মালদায় থাকতে পছন্দ করে।
  • Sunita has passed the Madhyamik Parikha at the age of fourteen. সুনীতা চৌদ্দ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছে।


Of - সম্বন্ধে


{তৈরি হওয়ার উৎস (made of gold, made of silver) সম্বদ্ধ বোঝাতে}
{রোগ নির্দেশিত হলে,}

  • The chair is made of wood. চেয়ারটি কাঠ দ্বারা প্রস্তুত।
  • Sweta knows nothing of the story. শ্বেতা গল্পটি সম্বন্ধে কিছুই জানেনা। 
  • Nilesh teaches every thing of the matter. নীলেশ শিক্ষা দেয় বিষয়বস্তুর সবকিছু।
  • Rathin died of Cholera. রথীন কলেরায় মারা গিয়েছিল।


Into - ভিতরে যাওয়া বাহির থেকে


{বাহির হইতে ভিতরে প্রবেশ করা বোঝালে into হয়।} {অবস্থার পরিবর্তন বোঝলে into হয়}

  • The snake entered into the hole. সাপটি গর্তের ভিতর প্রবেশ করেছিল 
  • The players are going into the field. খেলোয়াড়রা মাঠে যাচ্ছেন।
  • Sugar has changed into sweets. চিনি মিষ্টিতে পরিবর্তিত হয়েছে।


From - হইতে, থেকে


{কোনো স্থান থেকে বিচ্যুত from হয়।}
{রোগ ভোগার অর্থে from হয়}

  • The Coconut fell from the tree. নারকেলটি গাছ থেকে পড়ল।
  • Hirak has been suffering from malaria. হীরক বহুদিন ধরে ম্যালেরিয়ায় ভুগছে।
  • The mango has fallen from the tree. গাছটি থেকে আমটি পড়ছে।


With – সহিত বোঝাতে


{কাহারও সঙ্গে বোঝালে with হয়}
{কোন জিনিস দ্বারা বোঝালে with হয়}

  • I went to Digha with my mother. আমি মায়ের সঙ্গে দীঘা গিয়েছিলাম।
  • Punam goes to school with her bag. পুনম তার ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যায়।
  • I killed a mad dog with my stick. আমি লাঠি দ্বারা পাগলা কুকুরকে মেরেছিলাম।


Under - নীচে

  • A dog is sleeping under the table. কুকুরটি টেবিলের নীচের ঘুমোচ্ছে।
  • A cat is under a tree. বিড়ালটি গাছের নীচে।


Inside - ভিতরে

  • There is a car inside the building. বাড়িটির ভিতরে/মধ্যে একটি গাড়ি।


After — পিছনে

  • The dog is running after the cat. কুকুরটি বিড়ালটির পিছনে দৌড়াচ্ছে।


Above - উপরে

  • The clouds are flying above the sky. আকাশের উপরে উড়ছে।


Between - মধ্যে

  • There is a ball among the boys. ছেলেদের মধ্যে একটি বল আছে।
  • The Postoffice is between the bank and. library. ব্যাঙ্ক ও লাইব্রেরির মাঝখানে পোস্ট অফিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন