sentences and phrases in Bengali


englishbysksaddam.blogspot.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম! Spoken english for beginners প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমরা স্পোকেন ইংলিশ পার্ট - 6 এ এমন কয়েকটি বাক্য শিখব যেগুলি সর্বদা ব্যবহার হয়ে থাকে, তৎসঙ্গে কিছু কিছু শব্দের অর্থ গুলি ও নিচে দেওয়া হল এই শব্দ গুলিকে মনে রাখার চেষ্টা করব। 

Spoken English part - 6


1. Give her some papers - তাকে কিছু কাগজ দাও।
(Give - দেওয়া) (her - তাকে) (some - কিছু) (papers - কাগজ)

2. This table is long - এই টেবিলটি লম্বা।
(This - এইটি) (long - লম্বা)

3. That chair is high - ওই চেয়ারটি উঁচু।
(That - ওই) (high - উঁচু)

4. These books are old - এইগুলি পুরানো বই।
(These - এইগুলি) (old - পুরানো)

5. Those pens are valuable - ওই পেন গুলি মূল্যবান।
(Those - ওইগুলি) (pen - কলম) (valuable - মূল্যবান)

6. This cat and that dog are dangerous - এই বিড়াল টি ও ওই কুকুরটি মারাত্মক।
(This cat - এই বিড়াল টি) (that dog - ওই কুকুরটি) (dangerous - মারাত্মক)

7. Each boy got an orange in the class - এই শ্রেণীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু পেয়েছিল।
(Each - প্রত্যেক) (got - পেয়েছিল) (class - শ্রেণী)

8. Every girl got an apple - প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।
(Every - প্রত্যেক) (an apple - একটি আপেল)

9. Either road goes to the school - একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।
(Either - একটাই) (road - রাস্তা)

10. Neither story is true - কোন গল্প সত্যি নয়।
(Neither - কোনটাই নয়) (story - গল্প) (true - সত্যি)

11. What book do you read - কোন বই তুমি পড়?
(What book - কোন বই) (read - পড়)

12. Which boy did this work - কোন বালক এই কাজ করেছিল।
(boy - বালক) (did - করেছিল) (this work - এই কাজ )

13. Whose book is this - এটা কার বই ?
(Whose - কার) (this - এটা)

14. This is my pen - এই হয় আমার কলম।
(my - আমার) (pen - কলম)

15. That is your umbrella - ওই হয় তোমার ছাতা।
(That is - ওই হয়) (umbrella - ছাতা)

Daily use English sentences.

16. These are their pencils - এইগুলি তাদের পেনসিল।
(These - এইগুলি) (their - তাদের)

17. Those are their books - ওই গুলি তাদের বই।
(Those - ওই গুলি) (book - বই)

18. This is his car - এইটি তার গাড়ি।
(his - তার) (car - গাড়ি)

19. Lila is too weak - লীলা খুবই দুর্বল।
(too - খুবই) (weak - দুর্বল)

20. The sum is wholly wrong - অংকটি সম্পূর্ণ ভুল।
(wholly - সম্পূর্ণ) (wrong - ভুল)

21. Rahul walks slowly - রাহুল ধীরে ধীরে হাঁটে।
(walk - হাঁটে) (slowly - ধীরে ধীরে)

22. They will come soon - তারা শীঘ্রই আসবে।
(come - আসা) (soon - শীঘ্রই)

23. Soma sings sweetly - সোমা সুমধুর গান গায়।
(sing - গান গাওয়া) (sweetly - সুমধুর)

24. She runs very quickly - সে খুব জোরে দৌড়ায়।
(run - দৌড়ায়) (very - খুব) (quickly - জোরে)

25. Sima speaks quite slowly - সীমা বেশ আস্তে আস্তে কথা বলে।
(speak - কথা বলা) (slowly - আস্তে আস্তে)

English practice to speak fluently.
  1. তাকে কিছু কাগজ দাও।
  2. এই টেবিলটি লম্বা।
  3. ওই চেয়ারটি উঁচু।
  4. এইগুলি পুরানো বই।
  5. ওই পেন গুলি মূল্যবান।
  6. এই বিড়াল টি ও ওই কুকুরটি মারাত্মক।
  7. এই শ্রেণীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু পেয়েছিল।
  8. প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।
  9. একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।
  10. কোন গল্প সত্যি নয়।
  11. কোন বই তুমি পড় ?
  12. কোন বালক এই কাজ করেছিল।
  13. এটা কার বই ?
  14. এই হয় আমার কলম।
  15. ওই হয় তোমার ছাতা।
  16. এইগুলি তাদের পেনসিল।
  17. ওই গুলি তাদের বই।
  18. এইটি তার গাড়।
  19. লীলা খুবই দুর্বল।
  20. অংকটি সম্পূর্ণ ভুল।
  21. রাহুল ধীরে ধীরে হাঁটে।
  22. তারা শীঘ্রই আসবে।
  23. সোমা সুমধুর গান গায়।
  24. সে খুব জোরে দৌড়ায়।
  25. সীমা বেশ আস্তে আস্তে কথা বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন