englishbysksaddam.blogspot.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম! Spoken english for beginners প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমরা স্পোকেন ইংলিশ পার্ট - 6 এ এমন কয়েকটি বাক্য শিখব যেগুলি সর্বদা ব্যবহার হয়ে থাকে, তৎসঙ্গে কিছু কিছু শব্দের অর্থ গুলি ও নিচে দেওয়া হল এই শব্দ গুলিকে মনে রাখার চেষ্টা করব।
Spoken English part - 6
1. Give her some papers - তাকে কিছু কাগজ দাও।
(Give - দেওয়া) (her - তাকে) (some - কিছু) (papers - কাগজ)
2. This table is long - এই টেবিলটি লম্বা।
(This - এইটি) (long - লম্বা)
3. That chair is high - ওই চেয়ারটি উঁচু।
(That - ওই) (high - উঁচু)
4. These books are old - এইগুলি পুরানো বই।
(These - এইগুলি) (old - পুরানো)
5. Those pens are valuable - ওই পেন গুলি মূল্যবান।
(Those - ওইগুলি) (pen - কলম) (valuable - মূল্যবান)
6. This cat and that dog are dangerous - এই বিড়াল টি ও ওই কুকুরটি মারাত্মক।
(This cat - এই বিড়াল টি) (that dog - ওই কুকুরটি) (dangerous - মারাত্মক)
7. Each boy got an orange in the class - এই শ্রেণীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু পেয়েছিল।
(Each - প্রত্যেক) (got - পেয়েছিল) (class - শ্রেণী)
8. Every girl got an apple - প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।
(Every - প্রত্যেক) (an apple - একটি আপেল)
9. Either road goes to the school - একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।
(Either - একটাই) (road - রাস্তা)
10. Neither story is true - কোন গল্প সত্যি নয়।
(Neither - কোনটাই নয়) (story - গল্প) (true - সত্যি)
11. What book do you read - কোন বই তুমি পড়?
(What book - কোন বই) (read - পড়)
12. Which boy did this work - কোন বালক এই কাজ করেছিল।
(boy - বালক) (did - করেছিল) (this work - এই কাজ )
13. Whose book is this - এটা কার বই ?
(Whose - কার) (this - এটা)
14. This is my pen - এই হয় আমার কলম।
(my - আমার) (pen - কলম)
15. That is your umbrella - ওই হয় তোমার ছাতা।
(That is - ওই হয়) (umbrella - ছাতা)
Daily use English sentences.
16. These are their pencils - এইগুলি তাদের পেনসিল।
(These - এইগুলি) (their - তাদের)
17. Those are their books - ওই গুলি তাদের বই।
(Those - ওই গুলি) (book - বই)
18. This is his car - এইটি তার গাড়ি।
(his - তার) (car - গাড়ি)
19. Lila is too weak - লীলা খুবই দুর্বল।
(too - খুবই) (weak - দুর্বল)
20. The sum is wholly wrong - অংকটি সম্পূর্ণ ভুল।
(wholly - সম্পূর্ণ) (wrong - ভুল)
21. Rahul walks slowly - রাহুল ধীরে ধীরে হাঁটে।
(walk - হাঁটে) (slowly - ধীরে ধীরে)
22. They will come soon - তারা শীঘ্রই আসবে।
(come - আসা) (soon - শীঘ্রই)
23. Soma sings sweetly - সোমা সুমধুর গান গায়।
(sing - গান গাওয়া) (sweetly - সুমধুর)
24. She runs very quickly - সে খুব জোরে দৌড়ায়।
(run - দৌড়ায়) (very - খুব) (quickly - জোরে)
25. Sima speaks quite slowly - সীমা বেশ আস্তে আস্তে কথা বলে।
(speak - কথা বলা) (slowly - আস্তে আস্তে)
English practice to speak fluently.
- তাকে কিছু কাগজ দাও।
- এই টেবিলটি লম্বা।
- ওই চেয়ারটি উঁচু।
- এইগুলি পুরানো বই।
- ওই পেন গুলি মূল্যবান।
- এই বিড়াল টি ও ওই কুকুরটি মারাত্মক।
- এই শ্রেণীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু পেয়েছিল।
- প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।
- একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।
- কোন গল্প সত্যি নয়।
- কোন বই তুমি পড় ?
- কোন বালক এই কাজ করেছিল।
- এটা কার বই ?
- এই হয় আমার কলম।
- ওই হয় তোমার ছাতা।
- এইগুলি তাদের পেনসিল।
- ওই গুলি তাদের বই।
- এইটি তার গাড়।
- লীলা খুবই দুর্বল।
- অংকটি সম্পূর্ণ ভুল।
- রাহুল ধীরে ধীরে হাঁটে।
- তারা শীঘ্রই আসবে।
- সোমা সুমধুর গান গায়।
- সে খুব জোরে দৌড়ায়।
- সীমা বেশ আস্তে আস্তে কথা বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন