Spelling - বানান (English Grammar)


কোন কিছুর নাম লিখতে অথবা বাংলা বর্ণ গুলিকে ইংরেজিতে টাইপিং করতে হলে Consonant ও Vowel এর সাহায্যে লিখতে হয়। প্রথমে বাংলা শব্দটিকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্নে ভাঙতে হয়। বাংলা বর্ন গুলিকে ইংরেজি বর্ণে কিভাবে লিখতে হয়, নিচে দেওয়া বাংলা থেকে ইংরেজি বর্ণ গুলিকে লক্ষ্য করুণ।

Spelling in Bangla

বাংলা থেকে ইংরেজি বর্ণ গুলি (স্বরবর্ণ)
(অ = a) (আ = a, aa) (ই = i, ee) (ঈ = i, ee)
(উ = u, oo) (ঊ = u, oo) (ঋ = r) (এ = e)
(ঐ = oi, ai) (ও = o) (ঔ = ou)

বাংলা থেকে ইংরেজি বর্ণ গুলি (ব্যঞ্জনবর্ন)
(ক = k) (খ = kh) (গ = g) (ঘ = gh) (ঙ = n) 
(চ = ch) (ছ = chh,ch)(জ = j) (ঝ = jh) 
(ঞ = n) (ট = t) ( ঠ = th) (ড = d) (ঢ = dh)
(ণ = n) (ত = t) (থ = th) (দ = d) (ধ = dh) 
(ন = n) (প = p) (ফ = ph) (ব = b) (ভ = bh, v)
(ম = m) (য = j,y) (র = r) (ল = l) (শ =sh) 
(ষ = sh) (স = s) (হ = h) (ড় = r,rh) (ঢ় = r,rh) 
(য় = y,a) (ৎ = t) (ং = ng) ( ঃ = a) (ঁ = n)

বাংলা থেকে ইংরেজি বর্ণ গুলি (যুক্তবর্ণ)
[ক্ষ = (ক+ষ) = ksh] [স্ব = sw] [ দ্ব = dw] 
[স্ম = sm] [ন্ড = nd ] [স্ত = st]

Spelling of Proper Names (নামবাচক বিশেষ্যের বানান)
কোনো কিছুর নাম লিখতে হলে consonant ও Vowel এর সাহায্যে লিখতে হয়। প্রথমে বাংলা শব্দটিকে নিম্নলিখিত ভাবে স্বরবর্ন ও ব্যঞ্জনবর্নে ভাঙতে হয় হয়। যেমন-

NAME OF PERSONS (ব্যক্তির নাম)
সুমিত = স+উ+ম+ই+ত / Sumit = S+U+M+I+T
সৌরভ = স+ঔ+র+অ+ভ = (সৌরভ)
Sourav=S+OU+R+A+V = (Sourav)
তেনদুলকর = ত+এ+ন+ড+উ+ল+ক+অ+র
Tendulkar = T+E+N+D+U+L+K+A+R
কল্পনা = ক+অ+ল+প+অ+ন+আ
kalpana = K+A+L+P+A+N+A
ক্ষুদিরাম = ক্ষ+উ+দ+ই+র+আ+ম
Kshudiram = KSH+U+D+I+R+A+M
বুদ্ধদেব = ব+উ+দ+ধ+অ+ড+এ+ব
Buddhadev = B+U+D+DH +A+D+E+V
তেন্ডুলকর = ত+এ+ন+ড+উ+ল+ক+অ+র
Tendulkar = T+E+N+D+U+L+K+A+R
সত্যজিৎ = স+অ+ত+্য+অ+জ+ই+ৎ
satyajit = S+A+T+Y+A+J+I+T
রাহুল = র+আ+হ+উ+ল
Rahul = R+A+H+U+L
কাজল = ক+আ+জ+অ+ল
Kajal = K+A+J+A+L
জামাল = জ+আ+ম+আ+ ল
Jamal = J+A+M+A+L
PLACE NAMES (জায়গার নাম)
বারাসাত = ব+আ+র+আ+স+আ+ত =(বারাসাত)
Barasat = B+A+R+A+S+A+T = (Barasat)
তমলুক = ত+অ+ম+ল+উ+ক
Tamluk = T+A+M+L+U+K
বর্ধমান = ব+অ+র+ধ+অ+ম+আ+ন
Bardhaman = B+A+R+DH+A+M+A+N
বসিরহাট = ব+অ+স+ই+র+হ+আ+ট
Basirhat = B+A+S+৷+R+H+A+T
কোলকাতা = ক+ও+ল+ক+আ+ত+আ
kolkata = K+O+L+K+A+T+A
দার্জিলিং = দ+আ+র+জি+ই+ল+ই+ং
Darjeeling = D+A+R+J+EE+L+I+N+G
জলপাইগুড়ি = জ+অ+ল+প+অ+ই+গ+উ+ড়+ই
Jalpaiguri = J+A+L+P+A+I+G+U+R+I
মুম্বাই = ম+উ+ম+ব+আ+ই
Mumbai = M+U+M +B+A+I
চন্দননগর = চ+অ+ন+দ+অ+ন+ন+অ+গ+অ+র
chandannagar = CH+A+N+D+A+N+N+A+ G+A+R
জয়পুর = জ+অ+য়+প+উ+র
Jaypur = J+A+Y+P+U+R


Thanks For Visiting Our Post!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন