Parts of Speech in Bangla


Parts of Speech Basic English Grammar প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা word সম্পর্কে আলোচনা করেছি, আজ আমার parts of speech সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

Parts of Speech এর অর্থ কী? Parts of Speech কাকে বলে?  Parts of Speech কয় প্রকার ও কী কী?

Parts of speech এর অর্থ হল - বাক্যাংশ।
(part = অংশ + speech = বাক্য বা কথা)

Parts of Speech কাকে বলে ?
Different kinds of words in a Sentence are called parts of Speech. বাক্যের বিভিন্ন ধরনের শব্দকে parts of Speech বা বাক্যাংশ বলা হয়।

What is Parts of Speech?

যে কোনো ভাষাতেই আমরা কথা বলি বা লিখি না কেন, অর্থযুক্ত শব্দসমস্টি যথাযত ভাবে সাজিয়ে বাক্যগঠন করে মনের ভাব সম্পুর্ন ভাবে প্রকাশ করি। বাক্যহলো নির্দিষ্ট বিন্যাসে থাকা মনের ভাব সম্পূর্ন প্রকাশ করতে পারে এমন শব্দ সমস্টি ৷ বাক্যে ব্যবহৃত words বা শব্দসমূহ যেমন যেমন কাজ করে সেই কাজ অনুযায়ী তাদের সেরূপ পদ বা parts of speech বলা হয়। Parts of speech বাক্যের এক একটি অংশ। 

Parts of speech কয় প্রকার ও কী কী ?
Parts of speech কে সাধারণত আট ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ 
  • 1. Noun (বিশেষ্য)
  • 2. Pronoun (সর্বনাম)
  • 3. Adjective (বিশেষণ)
  • 4. verb (ক্রিযা)
  • 5. Adverb (ক্রিয়া বিশেষণ) 
  • 6. Preposition (পদান্বয়ী অব্যয়)
  • 7. Conjunction (সংযোজক অব্যয়)
  • ৪. Interjection (বিস্ময়সূচক অব্যয়)

Function of parts of speech 
Noun- যে কোনো ব্যক্তি (Person), বস্তু (thing), স্থান (Place), দোষ বা গুণ (quality), সমষ্টি (Group), কাজ করা (action) - এর নাম বোঝায় ৷
  1. Rahul is a good boy (Rahul) একটি ব্যক্তির নাম তাই Rahul কে Noun হিসাবে চেনা হয়।
  2. Siliguri is a town - (Siliguri) একটি স্থানের নাম তাই Siliguri হলো একটি Noun.

Pronoun- Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়।
  1. Rahul is a good boy. He reads in class VII. He gose to school everyday. প্রথম বাক্যে Rahul এর ব্যবহার হয়েছে, এবং পরের বাক্য গুলিতে Rahul এর পরিবর্তে He এর ব্যবহার হয়েছে , এই He হলো একটি pronoun.

Adjective - Noun বা Pronoun এর দোষ, গুন, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বোঝায় ৷
  1. Mahatma Gandhi was very honest. এখানে honest শব্দটি গান্ধীজির একটি গুনকে নির্দেশ করছে। তাই honest শব্দটি হলো Adjective.

verb - Verb এর দ্বারা কিছু করা, থাকা, হওয়া, ইত্যাদি বোঝায় ৷
  1. We play football.
  2. How are you ? - এখানে play এবং are শব্দটি কর্তার কাজকে এবং কেমন আছে তা বোঝাচ্ছে। তাই play এবং are শব্দটি হলো verb.

Adverb - Adjective বা অন্য Adverb এর ভাব, অবস্থা, পরিমান, সময় ইত্যাদি বোঝায় ৷
  1. Rahul Speaks very fast.
  2. He can Walk quickly. - এখানে Fast এবং quickly শব্দটি কর্তার কথাবলা এবং চলার ভাব প্রকাশ করছে ৷ তাই fast এবং quickly শব্দটি হলো Adverb.

Preposition - যে word বাক্যে Noun বা Pronoun-এর পূর্বে বসে বাক্যের অন্য word এরসঙ্গে তার সম্বন্ধ দেখিয়ে দেয়।
  1. The Sun sets in the west.
  2. The book is on the table. - এখানে in এবং on শব্দটি west এবং table এর সঙ্গে সর্ম্পক বোঝাছে ৷ তাই in এবং on শব্দটি হলো preposition.

Conjunction - দুই বা ততোধিক Word বা Sentence কে যুক্ত করে।
  1. Kamal and Robin are two friends.
  2. He is poor but his brother is rich. এখানে and এবং but শব্দটি দিয়ে word বা sentence কে যুক্ত করছে ৷ তাই and এবং but শব্দটি হলো conjunction.

lnterjection - যে সকল word বিস্ময় বা আবেগ বোঝাতে ব্যবহৃত হয়।
  1. Hurrah! Our team has won the match.
  2. Bravo! You have done well. - এখানে Hurrah! এবং Bravo! শব্দটি বাক্যের বিস্ময় বা আবেগ বোঝাচ্ছে। তাই এই দুটি শব্দ হলো Interjcetion.

 Thanks for Visiting our Post !

1 টি মন্তব্য: