যখন আমরা বলছি Shalini is a tall, thin and beautiful girl (শালিনী লম্বা, রোগা ও সুন্দরী মেয়ে) তখন আমরা অন্য কোন মেয়ের সঙ্গে তার তুলনা করছি না। সুতরাং tall, thin এবং beautiful এই adjectiveগুলি সাধারণভাবে ব্যবহৃত হয়েছে। Adjective-গুলির রূপ বা আকারের কোন পরিবর্তন হচ্ছে না। Adjectiveটি বাক্যে সাধারণভাবে ব্যবহৃত হলে adjective-এর Positive degree হয়।
আবার যখন বলছি Nandini is taller, thinner and more beautiful than Shalini (নন্দিনী শালিনীর চেয়ে বেশী লম্বা, বেশী রোগা এবং বেশী সুন্দরী) আমরা তখন দু'টি মেয়ের মধ্যে তুলনা করছি অর্থাৎ শালিনী এবং নন্দিনীর মধ্যে তুলনা করছি। Taller, thinner এবং more beautiful এই adjective-গুলি একজনের চেয়ে অপরজনের উৎকর্ষতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখানে adjective-এর মূল রূপের পরিবর্তন হয়েছে। যখন আমরা দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে উৎকর্ষ বা অপকর্ষ দেখাই তখন adjective-এর Comparative degree হয়।
[The comparative degree of adjective is used for comparing two persons or things.]
Taller, thinner এবং more beautiful এই adjective গুলি যথাক্রমে tall, thin এবং beautiful এর comparative degree-র রূপ।
আমরা যখন বলি Kinkini is the tallest, thinnest and most beautiful girl of the three (কিঙ্কিণী তিনজনের মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে রোগা এবং সবচেয়ে সুন্দরী) তখন আমরা দুই-এর বেশী ব্যক্তির মধ্যে তুলনা করছি—অর্থাৎ শালিনী, নন্দিনী ও কিঙ্কিণীর মধ্যে তুলনা করছি। Tallest, thinnest
এবং most beautiful—এই adjective-গুলি যথাক্রমে tall, thin এবং beautiful-এর superlative degree-র রূপ।
[The superlative degree of an adjective refers to the highest degree of the quality and is used for comparing more than two persons or things.]
দুই-এর বেশী ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে adjective-এর superlative degree হয়।
মনে রাখবে :
Adjective-এর comparative degree-র পরে 'than' বসে। Superlative degree-র পূর্বে 'the' এবং পরে 'of' বসে।
FORMATION OF COMPARATIVE AND SUPERLATIVE DEGREES OF ADJECTIVES
[Adjective-এর comparative and superlative degree- র গঠন :]
Adjective-এর comparative এবং superlative degree সাধারণতঃ কিভাবে গঠন করা হয় তার নিয়মগুলি এবার জানা যাক্।
i) এক syllable বিশিষ্ট adjective-এর শেষে সাধারণতঃ-'er' যোগ করে comparative এবং— "est' যোগ করে superlative degree গঠন করা হয়। যেমন -
ii) –‘e' দিয়ে শেষ হয় যে সকল adjectives সেই adjectives এর comparative degree কেবলমাত্র 'r' এবং superlative degree কেবলমাত্র st' যোগ করে গঠিত হয়। যেমন—
iii) Adjective-এর শেষে 'y' থাকলে এবং 'y' এর পূর্বে consonant থাকলে 'er' এবং 'est' যোগ করার সময় 'y'-এর স্থানে 'i’ হয়। যেমন—
কিন্তু 'y' এর পূর্বে vowel থাকলে comparative ও superlative degree গঠনের সময় 'y' এর কোন পরিবর্তন হয় না। যেমন—
iv) Adjective-এর শেষের letter টি যদি consonant হয় তাহলে। comparative এবং superlative degree তে পরিবর্তিত করার সময়, ঐ letterটি double বা দ্বিত্ব হয়ে যায়। যেমন—
v) একাধিক syllable-যুক্ত adjective-এর পূর্বে 'more' এবং 'most' বসিয়ে যথাক্রমে ঐ সব adjectives এর comparative এবং superlative degree গঠন করা হয়। যেমন -
vi) কতকগুলি adjectives এর comparative এবং superlative degree ঐ adjective-গুলির positive degree থেকে হয় না। যেমন-
মনে রাখবে : ‘Little' এবং 'few’-এই দুটি শব্দের অর্থ একই। কিন্তু ‘little' হল adjective of quantity' এবং ‘few’ হল 'adjective of number' |
যেমন— a little honey; a little water; কিন্তু, a few girls; a few boys ;
USE OF DEGREES (Degree-র প্রয়োগ)
i) তোমরা জানলে যে positive degree-তে adjective-এর কোন তুলনা করা হয় না। কিন্তু দুই ব্যক্তি বা দুটি বস্তুর গুণ বা দোষ সমান সমান হলেও adjective-এর positive degree হতে পারে। Positive degree অনুযায়ী তুলনা করতে হলে as + adjective + as ব্যবহার করতে হয়। যেমন—
- As red as blood (রক্তের মত লাল।)
- As sour as lemon (লেবুর মত টক।)
- As strong as the lion (সিংহের মত বলবান।)
- As wise as Solomon (সলোমনের মত জ্ঞানী।)
- As swift as a deer (হরিণের মত দ্রুতগামী।)
- As busy as a bee (মৌমাছির মত ব্যস্ত।)
- As soft as feather (পালকের মত নরম।)
- As sweet as honey. (মধুর মত মিষ্টি।)
ii) কখনও কখনও আমরা ‘most' শব্দটি তুলনা করার জন্য ব্যবহার করি না। কোন একটি বিশেষ গুণ বা অবস্থা বেশী পরিমাণে আছে সেইরূপ বোঝাতে ‘most' শব্দটি ব্যবহার করি। যেমন—
- The giant saw a most wonderful sight.
- This is a most enjoyable journey.
iii) কয়েকটি বিশেষ comparative degree-র শেষে 'or' থাকে। এসব ক্ষেত্রে comparative degree-র পরে 'than'-এর পরিবর্তে 'to' বসে। যেমন—
- She is junior to me by two years. (বয়সে ছোট)
- Rathin Sen is junior to Rajib Bose. (কর্মক্ষেত্রে নবীন )
- My father is senior to your father. (কাজের ক্ষেত্রে বড়)
- Her cousin is senior to her. ( বয়সে বড়)
- This cloth is superior to that (উৎকৃষ্ট অর্থে)
- Monkeys are inferior to man (গুণে অপকৃষ্ট)
- Our headmaster came prior to the arrival of the secretary. (আগে অর্থে)
- Inform all the members prior to any discussion of this matter. (আগে অর্থে)
FORMATION OF ADJECTIVES
i) Noun থেকে Adjectives-এর গঠন :
Noun-এর শেষে 'ish', 'ly', 'ful', 'less', 'ous', 'en', 'y', 'some' ইত্যাদি যোগ করে adjective গঠন করা হয়। যেমন -
ii) Verb থেকে Adjectives-এর গঠন :
Verb-এর শেষে ‘able', 'ly', 'ive', 'ful' ইত্যাদি যোগ করে adjective গঠন করা হয়। যেমন-
ii) Adjective থেকে Adjectives-এর গঠন :
Adjective থেকে adjective গঠন করা হয়। যেমন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন