How to learn English ইংরেজি শিখতে অথবা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের সর্ব প্রথমে ছোট ছোট ইংরেজি বাক্যগুলিকে ভালোভাবে শিখতে হবে এবং সেই বাক্যগুলিকে সর্বদা ব্যবহার করার চেষ্টা করতে হবে। এইভাবে আমরা প্রত্যেকদিন নতুন নতুন কিছু বাক্য শিখব এবং সেই বাক্যগুলিকে সময়ে ব্যবহার করবো। কিছুদিন যাওয়ার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের স্পোকেন ইংলিশ কতটা সুন্দর হয়ে উঠেছে।
Spoken English Part - 1
🔹 I myself went to him.
আমি নিজে তার কাছে গিয়েছিলাম।
🔹 I cut my own hand.
আমি আমার নিজের হাত কেটেছিলাম।
🔹 She has hurt herself.
সে নিজেকে আঘাত করেছে।
🔹 They enjoyed themselves.
তারা নিজেরাই উপভোগ করেছিল।
🔹 I myself requested him.
আমি নিজেই তাকে অনুরোধ করেছিলাম।
🔹 The boy himself did this.
ছেলেটি নিজেই এই কাজ করেছিল।
🔹 I know the man who went there.
আমি মানুষটিকে জানি যে সেখানে গিয়েছিল।
🔹 This is the book which was lost yesterday.
এই সেই বই যাহা গতকাল হারিয়ে গিয়েছিল।
🔹 This is the place where Netaji was born.
এই সেই স্থান যেখানে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন।
🔹 It is raining.
বৃষ্টি পড়িতেছে।
🔹 They say so.
তাহারা এই কথা বলে।
🔹 Many were present there.
সেখানে অনেকেই উপস্থিত ছিল।
🔹 None of them went there.
তাঁদের কেহই সেখানে গিয়েছিল না।
🔹 Some say that she is rich.
কেউ কেউ বলেন তিনি ধনী মহিলা।
🔹 One should respect the superior.
গুরুজনকে ভক্তি করা উচিত।
🔹 Who is your father ?
তোমার বাবা কে ?
🔹 Where are you going ?
তুমি কোথায় যাচ্ছ ?
🔹 Whose house is this ?
এটি কার ঘর ?
🔹 What class do you read in ?
তুমি কোন শ্রেণীতে পড় ?
🔹 When did you go ?
তোমরা কখন গিয়েছিলে ?
🔹 How will he go there ?
কিভাবে সে সেখানে যাবে ?
🔹 Why did you come here ?
কেন তুমি এখানে এসেছিলে ?
🔹 The two girls help each other.
বালিকা দুটি উভয় উভয়কে সাহায্য করে।
🔹 The three sisters love one another.
তিন বোন সবাই সবাইকে ভালোবাসে।
🔹 Hari is a brave boy.
হরি সাহসী বালক।
🔹 Lalita is a beautiful girl.
লালিতা সুন্দরী বালিকা।
🔹 A blind man is begging.
একজন অন্ধ লোক ভিক্ষা করছে।
🔹 A small bird is flying.
একটি ছোট পাখি উড়ছে।
🔹 He is a fat man.
সে মোটা মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন