Sentences of spoken english in bengali


Basic spoken english sentences প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য কয়েকটি বাক্য তৎসঙ্গে কিছু কিছু শব্দের অর্থ গুলি নিচে দেওয়া হল, যেগুলি আপনাদের সর্বদাই কাজে লাগবে এবং English এ দ্রুত কথা বলতে সাহায্য করবে।

Spoken English (Part - 4)

1. The crowd is peaceful - জনতা হয় শান্তিপূর্ণ।
(crowd - জনতা) (peaceful - শান্তিপূর্ণ)

2. A flock of birds - এক ঝাঁক পাখি।
(flock - ঝাঁক) (bird - পাখি)

3. A group of girls - একদল মেয়ে।
(A group - একদল) (girl - মেয়ে)

4. A pair of shoes - এক জোড়া জুতো।
(A pair - এক জোড়া) (shoes - জুতো)

5. Sugar is sweet - চিনি মিষ্টি।
(Sugar - চিনি) (sweet - মিষ্টি)

6. We drink milk - আমরা দুধ পান করি।
(drink - পান করা) (milk - দুধ)

7. Gold is precious - সোনা মূল্যবান।
(Gold - সোনা) (precious - মূল্যবান)

8. Sorrow is common to all - দুঃখ সবাইয়ের অবধারিত।
(Sorrow - দুঃখ) (common to all - সবাইয়ের অবধারিত)

9. Neatness is happiness - পরিচ্ছন্নতাই সুখ।
(Neatness - পরিচ্ছন্নতা) (happiness - সুখ)

10. Idleness is a vice - আলস্য পাপ।
(Idleness - আলস্য) (vice - পাপ)

11. Theft is crime - চুরি অপরাধ।
(Theft - চোর) (crime - অপরাধ)

12. He is the man of character - তিনি চরিত্রবান মানুষ।
(man - মানুষ) (character - চরিত্র)

13. Mercy is a noble virtue - ক্ষমা উন্নত গুন।
(Mercy - ক্ষমা) (noble virtue - উন্নত গুন)

14. Sima goes to school every day - সীমা প্রতিদিন বিদ্যালয়ে যায়।
(school - বিদ্যালয়) (every day - প্রতিদিন)

15. You are a very good boy - তুমি খুব ভালো ছেলে।
(very - খুব) (good - ভালো) (boy - ছেলে)

16. She sings very well - সে খুব ভালো গান গায়।
(sing - গান গাওয়া) (well - ভালো)

17. They gave me a toy - তাহারা আমাকে একটি খেলনা দিয়েছিল।
(They - তাহারা) (gave - দিয়েছিল) (toy - খেলনা)

18. This book is mine - এই বইটি আমার।
(This - এই) (mine - আমার)

19. The dress is hers - পোষাকটি তার।
(The dress - পোষাকটি) (hers - তার)

20. The house is yours - ঘরটি তোমার।
(The house - ঘরটি) (yours - তোমার)

21. That pen is his - ওই কলমটি তাহার।
(That - ওই) (pen - কলম)

22. That garden is theirs - ওই বাগানটি তাদের।
(garden - বাগান) (theirs - তাদের)

23. This house is ours - এই বাড়িটি আমাদের।
(house - বাড়ি) (ours - আমাদের)

24. That is a highest tree - ওইটি সবচেয়ে উঁচু গাছ।
(highest - সবচেয়ে উঁচু) (tree - গাছ)

25. These are good buses - এইগুলো ভালো বাস গাড়ি।
(These - এইগুলো) (bus - বাস গাড়ি)

26. Those are highest trees - ওই গুলি সবচেয়ে উঁচু গাছ।
(Those - ওই গুলি)

English speaking Practice
1. জনতা হয় শান্তিপূর্ণ।
2. এক ঝাঁক পাখি।
3. একদল মেয়ে।
4. এক জোড়া জুতো।
5. চিনি মিষ্টি।
6. আমরা দুধ পান করি।
7. সোনা মূল্যবান।
8. দুঃখ সবাইয়ের অবধারিত।
9. পরিচ্ছন্নতাই সুখ।
10. আলস্য পাপ।
11. চুরি অপরাধ।
12. তিনি চরিত্রবান মানুষ।
13. ক্ষমা উন্নত গুন।
14. সীমা প্রতিদিন বিদ্যালয়ে যায়।
15. তুমি খুব ভালো ছেলে।
16. সে খুব ভালো গান গায়।
17. তাহারা আমাকে একটি খেলনা দিয়েছিল।
18. এই বইটি আমার।
19. পোষাকটি তার।
20. ঘরটি তোমার।
21. ওই কলমটি তাহার।
22. ওই বাগানটি তাদের।
23. এই বাড়িটি আমাদের।
24. ওইটি সবচেয়ে উঁচু গাছ।
25. এইগুলো ভালো বাস গাড়ি।
26. ওই গুলি সবচেয়ে উঁচু গাছ।

Thanks for visiting our website !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন