Present, Past and Past Participle form of verbs


Conjugation of verbs বলতে বোঝায় verb-এর প্রধান প্রধান অংশগুলি দেখানো (to show or give the chief forms of verbs) | verbs-এর প্রধান অংশ গুলি হল—present, past এবং past participle | যে পদ্ধতিতে verbs-এর past এবং past participle- এর রূপ গঠন করা হয় সেই অনুযায়ী verb গুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন—


(i) Strong verbs (ii) Weak verbs


Strong verbs:

কেবলমাত্র ভেতরের vowel পরিবর্তন করে যে সকল verbs-এর past tense এবং past participle form গঠিত করা হয় তাদের strong verbs বলা হয়। Strong verb-কে irregular verbs ও বলা হয় কারণ কোন regular বা সুনির্দিষ্ট নিয়মে পরিবর্তণ না করে বিভিন্নভাবে vowel-এর পরিবর্তন করে তাদের past tense ও past participle-এর রূপ গঠন করা হয়।

যেমন—

Drink (পান করা)।       drank drunk

Sing (গান করা)।        Sang Sung.

Break (ভাঙ্গা)।             Broke Broken etc.


Weak verbs:

যে verb-গুলিকে  -(b) -(ed) বা –(t)  যোগ করে তাদের past tense ও past participle-এ পরিবর্তন করা হয়,তাদের weak verbs বলে। এদের regular verbs-ও বলা হয় কারণ নির্দিষ্ট নিয়মে এদের রূপগত পরিবর্তন হয়। নিচে কতকগুলি weak verbs-এর past tense ও past participle-এর রুপ দেওয়া হয় :


List of present, past and Past Participle forms

নিয়ম :

a) অধিকাংশ verb-এর শেষে (ed) রোগ করে past tense ও past participle-এর form গঠিত হয়।



Present tense



Past tense


Past participle

Add-(যোগ করা )

Added

Added

Boil-(ফোটানো)

Boiled

Boiled

Cheer-(উৎসাহিত করা)

Cheered

Cheered

Clean-(পরিষ্কার করা)

Cleaned

Cleand

Climb_(আরোহন করা)

Climbed

Climbedb

Dream-(স্বপ্ন দেখা)

Dreamed /-

Dreamt

Dreamed /-

Dreamt

Delay-(দেরি করা)

Delayed

Delayed

End-(শেষ করা)

Ended

Ended

Enjoy-(আরোহন করা)

Enjoyed

Enjoyed

Fail-(ব্যর্থ হওয়া)

Failed

Failed

Fill-(পূর্ণ করা)

Filled

Filled

Fix-(স্থির করা)

Fixed

Fixed

Flow-(প্রবাহিত করা)

Flowed

Flowed

Found-(প্রতিষ্ঠা করা)

Founded

Founded

Hang-(ফাঁসিতে ঝুলানো)

Hanged

Hanged

Help-(সাহায্য করা)

Halped

Helped

Jump-(লাফানো)

Jumped

Jumped

Join-(যোগ দেওয়া)

Joined

Joined

Jerk-(ঝাঁকি মারা)

Jerkked

Jerked

Leugh-(হাসা )

Laughed

Laughed

Light-(জালানো)

Lighted / lit

Lighted / lit

Look-(তাকানো)

Looked

Looked

Mend-(মেরামত করা)

Mended

Mended

Melt-(বলানো)

Melted

Melted

Mind-(মনোযোগ দেওয়া)

Minded

Minded

Need-(প্রয়োজন থাকা)

Needed

Needed

Pass-(উত্তীর্ণ হওয়া)

Passed

Passed

Play-(খেলা করা)

Played

Played

Punish-(শাস্তি দেওয়া)

Punished

Punished

Rain-(বৃষ্টি হওয়া)

Rained

Rained

Reach-পৌঁছানো)

Reached

Reached

Sew-(সেলাই করা)

Sewed

Sewed

Show-(দেখানো)

Showed

Showed

Sow-(বিজ পবন করা)

Sowed

Sowed

Stay-(থাকা)

Stayed

Stayed

Thank-(ধন্যবাদ দেওয়া)

Thanked

Thanked

Wait-(অপেক্ষা করা)

Waited

Waited

Walk-(হাটা)

Walked

Walked

Wish-(ইচ্ছে করা)

Wished

Wished

Work-(কাজ করা)

Worked

Worked


b) কতকগুলি verbs-এর শেষে (e) থাকি। সে সব ক্ষেত্রে past ও past participle forms গঠন করার সময় কেবলমাত্র (d) যুক্ত হয়।



Present tense



Past tense


Past participle

Agree-(রাজি হওয়া)

Agreed

Agreed

Advise-(উপদেশ দেওয়া)

Advised

Advised

Arrive-পৌঁছানো)

Arrived

Arrived

Care-(যত্ন নেওয়া)

Cared

Cared

Change-(পরিবর্তন করা)

Changed

Changed

Close-(বন্ধ করা)

Closed

Closed

Compare-(তুলনা করা)

Compared

Compared

Compete-(প্রতিযোগিতা করা)

Competed

Competed

Complete-(শেষ করা)

Completed

Completed

Dare-(সাহস করা)

Dared

Dared

Dance-(নাচা)

Danced

Danced

Die-(মরে যাওয়া)

Died

Died

Divide-(ভাগ করা)

Divied

Divied

Gaze-(একদৃষ্টিতে তাকিয়ে থাকা)

Gazed

Gazed

Hate-(ঘৃণা করা)

Hated

Hated

Hope-(আশা করা)

Hoped

Hoped

Lie-(মিথ্যে কথা বলা)

Lied

Lied

Live-(বাস করা)

Lived

Lived

Love-(ভালোবাসা)

Loved

Loved

Move-(নাড়া, অগ্রসর হওয়া)

Moved

Moved


ব্যতিক্রম:

কয়েকটি verbs-এর ভেতরের বানান পরিবর্তন করে এবং (d) বসিয়ে past ও past participle-এর forms গঠন করা হয়।



Present tense


Past tense



Past participle


Flee-(পলায়ন করা)

Fled

Fled

Have-(থাকা)

Had

Had

Hear-(শোনা)

Heard

Heard

Sell-(বিক্রয় করা)

Sold

Sold

Tell-(বলা)

Told

Told


c) Verb-এর শেষে একটি consonant এবং তার পূর্বে একটি vowel থাকলে consonant টি double বা দ্বিতীয় করে তারপর -(ed) যোগ হয়।



Present tense


Past tense


Past participle


Beg-(ভিক্ষা করা)

Begged

Begged

Drop-(ঝরে পড়া)

Dropped

Dropped

Hop-(লাফানো)

Hopped

Hopped

Nod-(মাথা নাড়া)

Nodded

Nodded

Pat-(চাপড়ে আদর করা)

Patted

Patted

Plan-(পরিকল্পনা করা)

Planned

Planned

Quarrel-(ঝগড়া করা)

Quarrelled

Quarrelled

Refer-(উল্লেখ করা)

Referred

Referred

Prefer-(পছন্দ করা)

Preferred

Preferred

Rub-(ঘষা)

Rubbed

Rubbed

Stop-(থামা)

Stopped

Stopped

Travel-(ভ্রমণ করা)

Travelled

Travelled

Wrap-(আবৃত করা)

Wrapped

Wrapped


d) Verb-এর শেষে (y) থাকলে (y)-এর পরিবর্তে (i) হবে এবং তারপর –(ed/d) যুক্ত করে past ও past participle form করা হয়।



Present tense


Past tense

Past participle

Bury-(কবর দেওয়া)

Buried

Buried

Carry-(বহন করা)

Carried

Carried

Cry-(কাঁদা)

Cried

Cried

Dry-(শুকনো)

Dried

Dried

Fry-(ভাজা)

Fried

Fried

Hurry-(তাড়াতাড়ি করা)

Hurried

Hurried

Lay-(রাখা)

Laid

Laid

Pay-(দাম দেওয়া)

Paid

Paid

Say-(বলা)

Said

Said

Try-(চেষ্টা করা)

Tried

Tried


e) কতকগুলি verbs-এর শেষে (t) বসিয়ে অথবা ভেতরের বানানের পরিবর্তন করে তারপর (t) বসিয়ে past ও past participle-এর form গঠন করা হয়।    যেমন—



Present tense


Past tense



Past participle


Band - নোয়ানো

Bent

Bent

Build - নির্মাণ করা

Built

Built

Burn - পোড়ানো

Burnt

Burnt

Buy - কেনা

Bought

Bought

Catch - ধরা

Caught

Caught

Deal - ব্যবহার করা বা আচরণ করা

Dealt

Dealt

Dream - স্বপ্ন দেখা

Dreamt

Dreamt

Feel - অনুভব করা

Felt

Felt

Keep - রাখা

Kept

Kept

Kneel - হাঁটু গেড়ে বসা

Knelt

Knelt

Learnt - শিক্ষা গ্রহণ করা

Learnt

Learnt

Leave - ত্যাগ করা

Left

Left

Lose - হারানো

Lost

Lost

Mean - অর্থ প্রকাশ করা

Meant

Meant

Seek - খোঁজা

Sought

Sought

Send - পাঠানো

Sent

Sent

Sleep - ঘুমানো

Slept

Slept

Smell - ঘ্রাণ নেওয়া

Smelt

Smelt

Spell - বানান করা

Spelt

Spelt

Spend - খরচ করা

Spent

Spent

Sweep - ঝাঁট দেওয়া

Swept

Swept

Teach - শিক্ষা দেওয়া

Taught

Taught

Think - চিন্তা করা

Thought

Thought

Weep - কাঁদা

Wept

Wept


Strong Verbs:-


এবার strong verbs বা irregular verbs-এর পরিবর্তন (past tense ও past participle form-এ) লক্ষ্য কর:


  1. Verb-এর মধ্যেকার vowel পরিবর্তন করে past tense ও past participle-এর form গঠন করা হয়।   যেমন—-



Present tense



Past tense


Past participle

Abide - মেনে চলা

Abode

Abode

Arise - ওঠা

Arose

Arisen

Awake - জাগা

Awoke

Awoke

Be (am,is,are) - হওয়া

Was,were

Been

Bear - বহন করা

Bore

Borne

Become - হওয়া

Became

Become

Begin - আরম্ভ করা

Began

Begun

Bid - আদেশ করা

Bade

Bid / bidden

Bite - কামড়ানো

Bit

Bit / bitten

Bleed - রক্ত পড়া

Bled

Bled

Blow - প্রবাহিত হওয়া

Blew

Blown

Break - ভাঙ্গা

Broke

Broken

Choose - পছন্দ করা

Chose

Chosen

Come - আশা

Came

Come

Dig - খনন করা

Dug

Dug

Do - করা

Did 

Done

Draw - টানা

Drew

Drawn

Drink - পান করা

Drank

Drunk

Eat - খাওয়া

Ate

Eaten

Fall - পড়ে যাওয়া

Fell

Fallen

Feed - খাওয়ানো

Fed

Fed

Fly - ওড়া

Flew

Flown

Forgive - ক্ষমা করা

Forgave

Forgiven

Forget - ভুলে যাওয়া

Forgot

Forgot / forgotten

Get - পাওয়া

Got

Got





Present tense



Past tense


Past participle

Give - দেওয়া

Gave

Given

Go - যাওয়া

Went

Gon

Grow - জন্মানো

Grew

Grown

Hang - ঝোলানো/ টাঙ্গানো

Hung

Hung

Hide - লুকানো

Hid

Hid

Hold - ধরা

Held

Held

Know - জানা

Knew

Known

Lie - মিথ্যা

Lay

Lain

Make - তৈরী করা

Made

Made

Meet - সাক্ষাৎ করা

Met

Met

Ring - বাজানো

Rang

Rung

Rise - ওঠা

Rose

Risen

Run - দৌড়ানো

Ran

Run

See - দেখা

Saw

Seen

Sink - ডুবে যাওয়া

Sank

Sunk

Sing - গান করা

Sang

Sung

Sit - বসা

Sat

Sat

Shine - কিরন দেওয়া

Shone

Shone

Stand - দাঁড়ানো

Stood

Stood

Steal - চুরি করা

Stole

Stolen

Strike - আঘাত করা -

Struck

Struck

Swim - সাঁতার কাটা

Swam

Swum

Take - নেওয়া

Took

Taken

Wake - জাগা

Woke

Woke / woken

Wear - পরিধান করা

Wore

Worn

Win - জয়লাভ করা

Won

Won

Write - লেখা

Wrote

Written

Withdraw - প্রত্যাহার করা

Withdrew

Withdrawn


নিচের কয়েকটি  verbs-এর conjugation বা ধাতুরূপ দেওয়া হল যাদের form,past form ও past participle-এর form একই থাকে, কোনরূপ পরিবর্তন হয় না।  যেমন—



Present tense



Past tense


Past participle

Bet - বাজি রাখা

Bet

Bet

Bid - নিলাম ডাকা

Bid

Bid

Burst - ফেটে পড়া

Burst

Burst

Cast - নিক্ষেপ করা

Cast

Cast

Cost - দাম লাগা

Cost

Cost

Cut - কেটে যাওয়া

Cut

Cut

Hit - আঘাত করা

Hit

Hit

Hurt - আঘাত করা

Hurt

Hurt

Let - অনুমতি দেওয়া

Let

Let

Put - রাখা

Put

Put

Read - পড়া

Read

Read

Set - স্থাপন করা

Set

Set

Shut - বন্ধ করা

Shut

Shut

Spread - ছড়ানো

Spread

Spread

Telecast - দূরদর্শনে প্রচার করা

Telecast

Telecast



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন