প্রিয় বন্ধুরা এর আগে আমরা syllable সম্পর্কে শিখেছি, আজ আমার word অর্থাৎ শব্দ এর বিষয়ে জানবো এবং মনে রাখার চেষ্টা করবো।
Word কাকে বলে ?
If one letter or more than one letter makes a sense, it is called a word. / The word is a group of letter which gives a complete meaning it is called a word.
কোন শব্দে যদি এক বা একাধিক অক্ষর বা বর্ন একত্রিত হয়ে সম্পুর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে তাকে word বা শব্দ বলা হয়।
Examples -
(I = আমি) - I এই একমত্র অক্ষরটির নিজস্ব অর্থ প্রকাশ হচ্ছে।
(By = দ্বারা) - এই দুটি letter এর সমন্বয়ে একটি অর্থ প্রকাশ হয়েছে।
(Dog = কুকুর) - এই তিনটি letter এর সমন্বয়ে একটি অর্থের সৃষ্টি করছে।
মনে রেখো :
কতগুলি letter বা বর্ণ কেবল পাশাপাশি বসলেই word বা শব্দ বলা যায় না। সেইগুলির নির্দিষ্ট কোনো অর্থ বা sense থাকা অবশ্যক। যেমনঃ
CAT - বিড়াল
BOY - বালক
STAND - দাঁড়ানো
এই word বা শব্দগুলির নির্দিষ্ট অর্থ বা Sense রয়েছে।
TAC
YBA
TDNSA
এই letter গুলিকে একত্রিত করা হয়েছে, কিন্তু এই letter গুলির কোনো অর্থ প্রকাশ হচ্ছেনা তাই এদের কোনোরকমে Word বা শব্দ বলা যাবে না।
একটি letter বা বর্ন দ্বারা গঠিত Word বা শব্দ।
A (এই বা আ) - একটি।
I (আই) - আমি।
O (ওউ বা অউ) - আনন্দ, শোক, যন্ত্রনা, দুঃখিত প্রকাশক অব্যয়৷
দুইটি letter দ্বারা গঠিত Word বা শব্দ।
An (অ্যান্) - একটি। Am(অ্যাম্) - হই।
At (অ্যাট্) - তে, এতে। Do (ডু) - করা।
Is (ইজ্) - হওয়া। If (ইফ্) - যদি।
Go (গো) - যাওয়া। It (ইট্ ) - এর, ইহা।
Or (অর্) - বা, অথবা। Up (আপ্) - উপরে।
In ( ইন্) - মধ্যে, ভিতরে। He (হী) - সে।
Me (মী) - আমাকে। So (সো) -তাই,সুতরাং।
Us (আস্) - আমাদেরকে We (উই) - আমরা।
দুই এর বেশি letter দ্বারা গঠিত Word বা শব্দ।
Boy (বয়) - বালক। Lot (লট্) - অনেক।
Give (গিভ্) - দেওয়া। Pen (পেন্) - কলম।
Sing (সিং) - গান করা। East (ইস্ট) - পূর্ব।
Lamb (ল্যাম্) - ভেড়া। west (ওয়েস্ট) -পশ্চিম।
Big (বিগ্) - বড়ো। Ant (অ্যান্ট্) - পিঁপড়ে।
Long (লং) - লম্বা। Quick (কুইক্) - দ্রুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন