Rules of Pronunciation in Bengali প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমার উচ্চারণের নিয়ম গুলি শিখবো এটি হলো দ্বিতীয় ভাগ, এর আগে আমরা প্রথম ভাগ শিখেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন।
English pronunciation Rules in Bangla
ইংরেজি উচ্চারনের নিয়ম গুলি নিচে দেওয়া হলো।
1. কোনো শব্দে p, t, k, f, gh অথবা th দিয়ে শেষ হয় এবং তার পরে যদি s থাকে তাহলে s এর উচ্চারণ 'স' হবে। যেমন: stops, cats, books, maths, laughs.
2. যদি কোনো শব্দের শেষে b,d,g,v,e,l,m,n,ng,th অথবা any vowel sound থাকে ঠিক তার পরে s থাকে তাহলে s এর উচ্চারণ 'জ' এর মতো হবে। যেমন: dogs, loves, hills, comes, burns, stings, breathes, goes.
3. কোনো শব্দের শেষে s, z, sh, ch, zh, dh, অথবা j এর sound পাওয়া যায়, ঠিক তার পরে es হয় তাহলে es এর উচ্চারণ 'ইজ' হবে। যেমন: buses, wishes, branches, sabotages, judged.
4. যদি কোনো শব্দ r দিয়ে শেষ হয়, ঠিক তার আগে যদি কোন vowel থাকে, তাহলে r এর উচ্চারণ হয় না। যেমন: for, car, four, teacher.
5. কোনো শব্দে r এর প্রথমে vowel এবং পরে consonant দিয়ে শব্দ শেষ হয় তাহলে r এর উচ্চারণ হয় না। যেমন: fort, court, sport, part.
6. কোনো শব্দের মাঝে r থাকে এবং শব্দ শেষ হয় r দিয়ে, তাহলে শব্দের শেষের r এর উচ্চারণ হয় না। যেমন: forever, surrender.
7. যদি কোনো শব্দের শেষে tion থাকে ঠিক তার আগে যেকোনো letter হয় কিন্তু s বাদ দিয়ে তাহলে tion এর উচ্চারণ 'শাঁন' হবে। যেমন: competition, election, Position, attention, action.
৪. যদি কোনো শব্দের মাঝে বা মধ্যে tion থাক তাহলেও tion এর উচ্চারণ 'শাঁন' হবে ৷ যেমন : National, Nationality.
9. যদি কোন শব্দের শেষ tion থাকে এবং ঠিক তার আগ 's' হয় তাহলে tion এর উচ্চারণ 'চাঁন' হবে। যেমন : Question, digestion.
10. যদি কোনো শব্দের শেষে Sion থাকে ঠিক তার আগে Vowel অর্থাৎ a e i o u এই গুলি অথবা r থাকে তাহলে sion এর উচ্চারন 'যাঁন' বা জাঁন এর মাঝামাঝি হবে। যেমন: television, confusion, decision.
11. যদি কোনো শব্দের শেষে sion থাকে ঠিক তার আগে যে কোনো Letter হয় কিন্তু Vowel এবং r বাদ দিযে, তাহলে sion এর উচ্চারণ 'শাঁন' হবে ৷ যেমন : mission, Permission, admission, tension.
12. যদি কোনো শব্দের শেষে cian থাকে তাহলে cian এর উচ্চারণ 'শাঁন' হবে ৷ যেমন : Electrician, Politician, Beautician.
13. যদি কোনো শব্দের শেষে tian থাকে ঠিক তার আগে যে কোনো Letter হয় কিন্তু s বাদ দিয়ে, তাহলে tian এর উচ্চারণ 'শাঁন' হবে, যেমন: martian, dalmatian, egyptian .
14. যদি কোনো শব্দের শেষে tian থাকে ঠিক তার আগে S হয় তাহলে tian এর উচ্চারণ 'চাঁন' হবে। যেমন: christian .
15. যদি কোনো শব্দে o + consonant + silent 'e' থাকে তাহলে o এর উচ্চারণ 'অউ' বা 'ওউ' হবে। যেমন: Phone, smoke .
16. যদি কোনো শব্দের শেষে ow থাকে তাহলে O এর উচ্চারণ 'অউ' বা 'ওউ' হবে। যেমন: Snow, Know.
17. যদি কোনো শব্দে oa থাকে তাহলে 'O' এর উচ্চারণ 'অউ' বা 'ওউ' হবে। যেমন: Boat, Soap.
18. যদি কোনো শব্দে consonant+O+consonant থাকে তাহলে 'O' এর উচ্চারণ 'অউ' বা 'ওউ' হবে। যেমন: Hold, Both .
19. যদি কোনো শব্দ consonant +O দিয়ে শেষ হয় তাহলে o এর উচ্চারণ 'অউ' বা 'ওউ' হবে। যেমন: No, So, Bro.
20. যদি কোনো শব্দ O দিযে শুরু হয় তাহলে O এর উচ্চারণ 'অ' হবে। যেমন: on, Off.
21. যদি কোনো শব্দের মাঝে বা মধ্যে O থাকে তাহলে O এর উচ্চারণ 'অ' হবে। যেমন: Top, Hot . etc...
Thanks for Visiting our Post !
Nice post sir
উত্তরমুছুন