100 daily use english sentences (Bangla to English)


100 English sentences প্রিয় বন্ধুরা আপনাদের জন্য 100 টি ইংরেজি বাক্য তুলে ধরলাম এই বাক্যগুলি কে মনে রাখবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন, সর্বদা ব্যবহারের জন্য যে বাক্যগুলি আপনাদের প্রয়োজন। এই বাক্য গুলিকে শিখে আপনারা খুব সহজে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন।

Spoken English Part - 16

100 English sentences for Beginners

1. Give her some papers.
তাকে কিছু কাগজ দাও।

2. This table is long.
এই টেবিলটি লম্বা।

3. That chair is high.
ওই চেয়ারটি উঁচু।

4. These books are old.
এইগুলি পুরানো বই।

5. Those pens are valuable.
ওই পেন গুলি মূল্যবান।

6. This cat and that dog are dangerous.
এই বিড়াল টি ও ওই কুকুরটি মারাত্মক।

7. Each boy got an orange in the class.
এই শ্রেণীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু      পেয়েছিল।

8. Every girl got an apple.
প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।

9. Either road goes to the school.
একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।

10. Neither story is true.
কোন গল্প সত্যি নয়।

11. What book do you read ?
কোন বই তুমি পড় ?

12. Which boy did this work ?
কোন বালক এই কাজ করেছিল।

13. Whose book is this ?
এটা কার বই ?

14. This is my pen.
এই হয় আমার কলম।

15. That is your umbrella.
ওই হয় তোমার ছাতা।

16. These are their pencils.
এইগুলি তাদের পেনসিল।

17. Those are their books.
ওই গুলি তাদের বই।

18. This is his car.
এইটি তার গাড়ি

19. Lila is too weak.
লীলা খুবই দুর্বল।

20. The sum is wholly wrong.
অংকটি সম্পূর্ণ ভুল।

21. Rahul walks slowly.
রাহুল ধীরে ধীরে হাঁটে।

22. They will come soon.
তারা শীঘ্রই আসবে।

23. Soma sings sweetly.
সোমা সুমধুর গান গায়।

24. She runs very quickly.
সে খুব জোরে দৌড়ায়।

25. Sima speaks quite slowly.
সীমা বেশ আস্তে আস্তে কথা বলে।

26. They walk too fast.
তাহারা অতীব দ্রুত বেগে হাঁটে।

27. I went to Kolkata yesterday.
আমি গতকাল কলকাতা গিয়েছিলাম।

28. Bina will come here tomorrow.
বীনা আগামীকাল এখানে আসবে।

29. Tumpa will go there.
টুম্পা সেখানে যাবে।

30. When will he come here ?
সে কখন এখানে আসবে ?

31. He has gone out.
তিনি বাইরে গেছেন।

32. Barun has given only hundred rupees.
বরুণ কেবলমাত্র একশত টাকা দিয়েছে।

33. How much does a kilo of hilsa cost ?
এক কিলো ইলিশের দাম কত ?

34. Roma has stolen surely the ring.
রোমা অবশ্যই আংটিটি চুরি করেছে।

35. Hiren babu is an honest man indeed.
হীরেন বাবু প্রকৃতপক্ষে একজন সৎ লোক।

36. Still now ashok is absent in the examination hall.
এখনো পর্যন্ত অশোক পরীক্ষা হলে অনুপস্থিত।

37. Why has he not come here in the meeting
কেন তিনি জনসভায় আসেনি ?

38. Alpana crossed the river bravely.
আলপনা সাহসিকতার সহিত নদীটি পেরিয়েছিল।

39. They came soon.
তারা তাড়াতাড়ি এসেছিল।

40. I saw her once.
আমি তাকে একবার দেখেছিলাম।

41. Come here.
এখানে এসো।

42. Now do it.
এখন এটা করো।

43. Roma came last.
রমা শেষে এসেছিল।

44. Rohan lives in Howrah.
রোহান হাওড়ায় বাস করে।

45. Ramen came after Ravi.
রমেন এসেছিল রবির পরে।

46. Robin came to Nadia from Malda.
রবিন মালদা থেকে নদিয়ায় এলো।

47. She sat near Rekha.
সে রেখার পাশে বসেছিল।

48. Look at her.
তার দিকে তাকাও।

49. You stood beside us.
তুমি আমাদের পাশে দাঁড়িয়ে ছিলে।

50. Niva sat near me.
নীভা আমার পাশে বসেছিল।

How to speak English fluently ?

51. The house is by the side of the road.
বাড়িটি হলো রাস্তার পাশে।

52. The bird was killed by the man.
পাখিটি নিহত হয়েছিল লোকটির দ্বারা।

53. There is a Zoological garden in Kolkata.
কলকাতায় একটি চিড়িয়াখানা আছে।

54. The boys are swimming in the pond.
বালকেরা পুকুরে সাঁতার কাটছে।

55. I went to Delhi in the year 2008.
আমি দিল্লি গিয়েছিলাম ২০০৮ সালে।

56. I shall go to Chennai in December 2009.
আমি ডিসেম্বর ২০০৯ তে চেন্নাই যাবো।

57. Shyamal went to Bangalore in summer.
শ্যামল গ্রীষ্মকালে ব্যাঙ্গালোর গিয়েছিল।

58. He will come here in the evening.
সে এখানে সন্ধ্যায় আসবে।

59. Gandhiji was born on 2nd October. 
গান্ধীজী ২ রা অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন।

60. Ramen will go on Monday.
রমেন সোমবার যাবে।

61. The book is on the table.
বইটি টেবিলের উপরে।

62. A snake is going on the road.
সাপটি রাস্তার উপর দিয়ে যাচ্ছে।

63. Praveen lives at Nagpur.
প্রবীণ নাগপুরে বাস করে।

64. Rekha rises at dawn.
রেখা ভোরবেলা জেগে ওঠে।

65. He likes to stay at Malda.
সে মালদায় থাকতে পছন্দ করে।

66. Sunita has passed the madhyamik parikha at the age of fourteen.
সুনিতা ১৪ বছর বয়সে মাধ্যমিক পাশ করেছে।

67. The chair is made of wood.
চেয়ারটি কাঠ দ্বারা তৈরি হয়েছে।

68. Sunita knows nothing of the story.
সুনিতা গল্পটির সম্বন্ধে কিছুই জানেনা।

69. Nilesh teaches every thing of the matter.
নিলেশ শিক্ষা দেয় বিষয়বস্তুর সবকিছু।

70. Rathin died of cancer.
রথিন ক্যান্সারে মারা গিয়েছিল।

71. The snake entered into the hole.
সাপটি গর্তের ভিতর প্রবেশ করেছিল।

72. The players are going into the field.
খেলোয়াড়রা মাঠে যাচ্ছেন।

73. Sugar has changed into sweets.
চিনি মিষ্টিতে পরিবর্তিত হয়েছে।

74. The coconut fell from the tree.
নারকেল টি গাছ থেকে পড়লো।

75. Hari has been suffering from malaria.
হরি বহুদিন ধরে ম্যালেরিয়ায় ভুগছে।

76. The mango has fallen from the tree.
গাছটি থেকে আমটি পড়েছে।

77. I went to Digha with my mother.
আমি মায়ের সঙ্গে দীঘা গিয়েছিলাম।

78. Punam goes to school with her bag.
পুনম তার ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যায়।

79. I killed a mad dog with my stick.
আমি লাঠির দ্বারা পাগল কুকুরকে মেরেছিলাম।

80. A dog is sleeping under the table.
কুকুর টি টেবিলের নীচে ঘুমোচ্ছে।

81. There is a car inside the building.
বাড়িটির ভিতরে একটি গাড়ি।

82. The dog is running after the cat. 
কুকুরটি বিড়ালটির পিছনে দৌড়াচ্ছে।

83. The clouds are flying above the sky.
মেঘগুলি আকাশের উপরে উড়ছে।

84. There is a ball among the boys.
ছেলেদের মধ্যে একটি বল আছে।

85. The post office is between the bank and library.
ব্যাংক ও লাইব্রেরীর মাঝখানে পোস্ট অফিস।

86. Sila and Bela are two sisters.
শিলা ও বেলা দুই বোন।

87. I have a kite and a ball.
আমার একটি ঘুড়ি ও বল আছে।

88. Vimal is a tall man but Shyamal is a          short man.
বিমল লম্বা কিন্তু শ্যামল বেঁটে।

89. Hiren is poor but honest.
হীরেন গরীব কিন্তু সৎ।

90. Puja reads slowly but runs quickly.
পূজা ধীরে ধীরে পড়ে কিন্তু তাড়াতাড়ি দৌড়ায়।

91. Jamir or Jakir will come here.
জামির অথবা জাকির এখানে আসবে।

92. Mina will come or I shall go.
মিনা আসবে অথবা আমি যাব।

93. Do or die.
কর অথবা মর।

94. Monu or sonu will go there.
মনু অথবা সনু ওখানে যাবে।

95. Asim is lame, yet he will come here.
অসীম খোঁড়া তথাপি সে এখানে আসবে।

96. Lina is thin yet her hair is long and            strong.
লীনা রোগা তথাপি তার চুল লম্বা ও শক্ত।

97. Sampa is a teacher yet she is very simple.
শম্পা একজন শিক্ষিকা তথাপি তিনি খুব সরল।

98. Either Rabin or Rahim will come to            Kolkata.
হয় রবিন অথবা রহিম কলকাতা তে আসবেন।

99. Either go home or read the lesson.
হয় বাড়ি যাওয়া অথবা পড়ো।

100. Neither Rathin nor Rabin will go to Delhi.
দিল্লি রথিন যাবেনা রবিনও যাবে না।

101. Now it is neither summer nor winter.
      এখন গ্রীষ্ম নয় শীত ও নয়।

102. Lata is neither short nor tall but she is            very beautiful.
      লতা বেঁটে নয় লম্বাও নয় কিন্তু সে খুব সুন্দরী।

103. Neither you nor I go.
      তুমিও যাবে না আমিও যাব না।

104. The girl is absent because she is ill.
      বালিকাটি অনুপস্থিত কারণ সে অসুস্থ।

105. Tumpa cannot jump because she is lame.
      টুম্পা লাফাতে পারে না কারণ সে খোঁড়া।

106. Barun is strong because he eats complan
      বরুণ শক্ত কারণ সে কমপ্লান খায়।

107. Hello ! Look at me.
      ওহে ! আমার দিকে তাকাও।

108. Hush ! The teacher is coming.
      চুপ ! শিক্ষক মহাশয় আসছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন