Spoken English Bangla (স্পোকেন ইংলিশ Part - 2)


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা spoken english (part - 2) এর বাক্য এবং শব্দের অর্থ গুলি শিখবো। দৈনন্দিন ব্যবহারের কয়েকটি বাক্য আপনাদের সামনে তুলে ধরলাম এই বাক্যগুলিকে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। Best Spoken English for beginners

Spoken English - (Part - 2)

1. Who did not Come - কে/কারা আসেনি ?
(Not - না) (come - আসা)

2. Who dose not like to eat - খেতে কে না ভালোবাসে ?
(Who - কে) (like - পছন্দ করা) (to eat - খেতে)

3. Is this your Pen - এটা কি তোমার কলম ?
(Is this - এটা কি) (your - তোমার) (Pen - কলম)

4. Do you like this Picture - ছবিটা কি তোমার পছন্দ ?
(Picture - ছবি)

5. Have you Seen the tiger - বাঘটাকে কি তুমি দেখেছ ?
(Seen - দেখেছ) (tiger - বাঘ)

6. Dose she not like me - সে কি আমাকে পছন্দ করে না ?
(she - সে) (me - আমাকে)

7. Why did you go there - তুমি সেখানে কেন গিয়েছিলে ?
(go - যাওয়া) (there - সেখানে)

8. who is he - সে কে ?
(who - কে) (he - সে/পুংলিঙ্গ)

9. Who is the Coach of the Indian team - ভারতীয় দলের প্রশিক্ষক কে ?
(Coach - প্রশিক্ষক) (Indian team - ভারতীয় দল)

10. Which is the best milk - কেনটি সবথেকে ভাল দুধ ?
(Which - কেনটি) (best - সবথেকে ভাল) (milk - দুধ)

11. Which of the boys is tallest - বালকগুলির মধ্যে সব থেকে লম্বা কে ?
(boy - বালক) (tallest - সবথেকে লম্বা)

12. What do you want - তুমি কী চাও ?
(What - কী) (you - তুমি) (want - চাওয়া)

13. Whom do you want - তুমি কাকে চাও ?
(Whom - কাকে) (you - তুমি)

14. Whose bag is this - এটা কার ব্যাগ ?
(Whose - কার) (bag - ব্যাগ) (this - এটা)

15. Always speak the truth - সর্বদা সত্য কথা বল।
(Always - সর্বদা) (speak - কথা বলা) (truth - সত্য)

16. Never tell a lie - কখনও মিথ্যা কথা বলো না।
(Never - কখনও) (tell - বলা) (lie - মিথ্যা)

17. Come here - এখানে এসো।
(Come - আসা) (here - এখানে)

18. Go there - সেখানে যাও।
(there - সেখানে) (Go - যাওয়া)

19. Look at the black-board - ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও।
(Look - তাকানো) (black-board - ব্ল্যাকবোর্ডের)

20. Please give me a book - আমাকে বইটি দিন ৷
(Please - দয়াকরে) (give - দেওয়া) (me - আমাকে) (book - বই)

21. Let us play - এসো আমরা খেলি ৷
(Let us - এসো আমরা) (play - খেলা)

22. May god bless you - ভগবান তোমাকে আশীর্বাদ করুন ৷
(god - ভগবান) (bless - আশীর্বাদ)

23. May you be happy - তুমি সুখী হও ৷
(be - হওয়া) (happy - সুখী)

24. May she recover Soon - তিনি শীঘ্রই আরোগ্য লাভ করুন ৷
(recover - আরোগ্য লাভ করা) (Soon - শীঘ্রই)

25. May you succeed in life - তুমি জীবনে সফল হও ৷
(succeed - সফল হওয়া) (life - জীবন)

Basic English speaking practice.
1. কে/কারা আসেনি ?
2. খেতে কে না ভালোবাসে ?
3. এটা কি তোমার কলম ?
4. ছবিটা কি তোমার পছন্দ ?
5. বাঘটাকে কি তুমি দেখেছ ? 
6. সে কি আমাকে পছন্দ করে না ?
7. তুমি সেখানে কেন গিয়েছিলে ?
8. সে কে ?
9. ভারতীয় দলের প্রশিক্ষক কে ?
10. কেনটি সবথেকে ভাল দুধ ?
11. বালকগুলির মধ্যে সব থেকে লম্বা কে ?
12. তুমি কী চাও ?
13. তুমি কাকে চাও ?
14. এটা কার ব্যাগ ?
15. সর্বদা সত্য কথা বল।
16. কখনও মিথ্যা কথা বলো না।
17. এখানে এসো।
18. সেখানে যাও।
19. ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও।
20. আমাকে বইটি দিন ৷
21. এসো আমরা খেলি ৷
22. ভগবান তোমাকে আশীর্বাদ করুন ৷
23. তুমি সুখী হও ৷
24. তিনি শীঘ্রই আরোগ্য লাভ করুন ৷
25. তুমি জীবনে সফল হও ৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন