Syllable of English Grammar in Bengali

প্রিয় বন্ধুরা আজ আমার syllable সম্পর্কে জানবো এবং বোঝার চেষ্টা করবো।

Syllable এর অর্থ কি ? Syllable কাকে বলে ? Syllable কয় প্রকার ও কী কী ? Syllable বলতে কি বুঝায় ?


Syllable এর অর্থ কি ? 
Syllable - এর অর্থ হলো শব্দাংশ বা শব্দের অংশ  

ইংরেজিতে প্রতেক Word বা শব্দে এক, দুই বা দুই এর অধিক Syllable বা শব্দাংশ থাক সেই শব্দের অংশ গুলিকে বলা হয় syllable.
Syllable হলো Word বা শব্দের সেই অংশ যা একবারে উচ্চারণ করা যেতে পারে, Syllable ছাড়া কোনো ইংরেজি word বা শব্দের গঠন করা সম্ভব নয়।
Syllable দ্বারা কোনো ইংরেজি Word বা শব্দের গঠন করলে শব্দের (spelling - বানান) এর ভুলের সম্ভবনা খবই কম হয়ে থাকে।

Example-(উদাহরন) 
Bat(ব্যাট্) = এই word টি একবারে উচ্চারিত হয়েছে।

Friday(ফ্রাইডে) = fri(ফ্রাই) + day(ডেই) = এই word টি দু'বারে উচ্চারিত হয়েছে।

Important(ইম্পর্ট্যান্ট্) = Im(ইম্) + Por(পর্) + tant(ট্যান্ট্) = এই Word টি তিনবারে উচ্চারিত হচ্ছে। এখানে তাই তিনটি Syllable বা শব্দাংশ আছে।

kinds of Syllable - (শব্দাংশের প্রকার)  

Syllable বা শব্দাংশকে সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. Monosyllable(মনোসিলেবল্) - এক Syllable যুক্ত শব্দাংশ।

2. Disyllable(ডাইসিলেবল্) - দুই Syllable যুক্ত শব্দাংশ।

3. Trysyllable(ট্রাইসিলেবল্) - তিন Syllable যুক্ত শব্দাংশ।

4. Polysllable(পলিসিলেবল্) - দুই বা দুই এর অধিক Syllable যুক্ত শব্দাংশ।

Words of One Syllable 
Monosyllabic Words - (এক শব্দাংশ যুক্ত শব্দ।)
এই word বা শব্দ গুলি একবারে উচ্চারিত হয়। যেমনঃ

Tea(টী) - চা।                      Car(কার্) - মোটর।
Doll(ডল্) - পুতুল।              key(কী) - চাবি।
Cold(কোল্ড) - ঠান্ডা।          Box(বক্স) - বাক্স।
Tree(ট্রী) - গাছ।                 Leaf(লীফ্) - গাছের পাতা
Boat(বোট্) - নৌকা।           Short(শর্ট) - বেঁটে।
Sing(সিং) - গান করা৷         Long(লং) - লম্বা।
Cave(কেইভ্) - গুহ।            Start( স্টার্ট) শুরু 

Words of Tow Syllables  
Disyllabic Words - (দুই শব্দাংশ যুক্ত শব্দ।)
এই Word বা শব্দ গুলি দু'বারে উচ্চারিত হয়। যেমনঃ

Football = Foot(ফুট্) + ball(বল্) - ফুটবল।
Garden = Gar(গার্) + den(ডেন্) - বাগান।
Teacher = Tea(টী) + cher(চার্) - শিক্ষক।
Dancer = Dan(ডান্) + cer(সার্) - নর্তক বা নর্তকী৷
Paper = Pa(পে) + Per(পার্) - কাগজ।
Hunter = Hun(হান্) + ter(টার্) - শিকারি।

Words of Three Syllables 
Trysyllabic -(তিন শব্দাংশ যুক্ত শব্দ।)
এই Word বা শব্দ গুলি তিন'বারে উচ্চারিত হয়। যেমনঃ

Beautiful = Beau(বিউ) + ti(টি) + ful(ফুল্) - সুন্দর।Syllable = Sy(সি) + lla(ল্যা) + ble(বল্) - শব্দাংশ৷
Exercise = Ex(এক্স) + er(আর্) + cise(সাইজ্) - ব্যায়াম বা অনুশীলনী ৷
Dangerous = Dan(ডেন্) + ger(জার্) + ous(আস্) - বিপজ্জনক।

Words Of More Than Tow Syllables 
Polysyllabic Words -(দুই এর অধিক বা বহু শব্দাংশ যুক্ত শব্দ।)এই Word বা শব্দগুলি দুই বা দুই এর অধিক বারে উচ্চারিত হয়। যেমনঃ

Television = Te(টে) + le(লি) + vi(ভি)+ sion(জন্)-দূরদর্শন।
Wicketkeeper = Wi(উই)+ ket(কেট্)+kee(কী)+ Per(পার্) - উইকেটরক্ষক।

Thanks For Visiting Our post!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন