Verb of English Grammar


Verb (ক্রিয়া বা কাজ)


Verb meaning in Bengali

Verb (ভার্ব) - শব্দের অর্থ হল 'ক্রিয়া বা কাজ'


Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

A verb is a word which indicates an action, an event or a state. যে word কোনো কাজ, ঘটনা বা অবস্থা নির্দেশ করে থাকে, তাকে Verb বলে।



Verb তিন প্রকার :

  1. To Be (am, is, are, was, were, shall be, will be)

  2. To Have (has, have, had)

  3. Doing / Action Verb (go, work, read, walk etc.)


1. Verb - 'To Be' (হওয়া বোঝাতে)

'To Be' - Verb এর বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কালের বিভিন্ন রুপ দেখানো হল :


Present Tense - বর্তমান কাল (বর্তমানে কোনো কিছু ' হয় ' বোঝায়)


Person (পুরুষ)

Singular (একবচন)

Plural (বহুবচন)

1st Person

I am - আমি হই।

We are - আমরা হই।

2nd Person

You are - তুমি হও।

You are - তোমরা হও।

3rd Person

He/She/Ram is - সে (স্ত্রী ও পুরুষ) রাম হয়।

They are - তাহারা হয়।

            কর্তা নিজে হয় বা আছে।


Past Tense - অতীত কাল (কোনো কাজ পূর্বে ' হয়েছিল ' বোঝায়)


Person (পুরুষ)

Singular (একবচন)

Plural (বহুবচন)

1st Person

I was - আমি ছিলাম।

We were - আমরা ছিলাম।

2nd Person

You were - তুমি ছিলে।

You were - তোমরা ছিলে।

3rd Person

He/She/Ram was - সে (স্ত্রী ও পুরুষ) রাম ছিল।

They were - তাহারা ছিল।

                        কর্তা নিজে ছিল।


Future Tense (ভবিষ্যৎ কাল) (কোন কাজ পরে 'হবে' বোঝায়)



Person (পুরুষ)


Singular (এক বচন)


Plural (বহুবচন)


1st Person-উত্তম পুরুষ

I shall be–আমি হইব।

We shall be– আমার হইবে।

2nd Person-মধ্যম পুরুষ

You will be–তুমি হইবে।

You will be– তোমার হইবে।

3rd Person-প্রথম পুরুষ

He/She/Ram will be–সে (স্ত্রী ও পুরুষ) রাম হইবে।

They will be– তাহার হইবে।

                      কর্তা নিজে হবে                         


Assertive sentence ( নিশ্চয়াত্মক বাক্য)



Positive (পজেটিভ্) [হ্যাঁ- বাচক]



Negative (নেগেটিভ্)

 [না -বাচক]

(Subject + Am / Is / Was / Were + Noun / Adj.)

(Sub + Am / Is / Was / Were + Not + Adj. / Noun)

I am a student-আমি একজন ছাত্র৷

He is not happy-সেই সুখী নয় ৷

You are a girl-আমি একজন বালিকা ৷

I am not will-আমি সুস্থ নই ৷

They were successful-তারা সফল হয়েছিল ৷

They are not biligent -তারা  পরিশ্রমই নয় ৷

Sanjib is an intelligent boy-সঞ্জীব একজন বুদ্ধিমান ছেলে ৷

Sharmila is not idle-শর্মিলা অলস নয় ৷

We are very pleased-আমরা খুব খুশি ৷

You are not fortunate -তুমি সৌভাগ্যবান নও ৷

Am, Is ও Are - এর পরিবর্তে বাংলায়  'হই' ও 'হয়' উহ্য থাকে ৷


Interrogative (প্রশ্নবোধক বাক্য)



Positive (পজেটিভ্) [হ্যাঁ- বাচক]



Negative (নেগেটিভ্)

 [না -বাচক]

( To Be Verb + Sub. + Adj. / Noun ?)

(To Be Verb + Sub. + Not + Adj. + Noun ?)

Is he ill ?- সে কি অসুস্থ ?

Are they not angry? -আমরা কি ক্রুদ্ধ নয় ?

Was he careful ? -সে কি যত্নবান ছিল ?

Was not Ram Present ? –রাম কি উপস্থিত ছিল না ?

Are you happy ? -তুমি কি আনন্দিত ?

Are they not Poor ? -তারা কি গরিব নয় ?

Is the dog mad ? -কুকুরটি কি পাগল ?

Is  not  the flower beautiful ? - ফুলটি কি সুন্দর নয় ?

Is the Wrist - watch yours ? - হাতঘড়িটি কি তোমার ? 

Was not     Subhaschandra brave ?-সুভাষচন্দ্র কি সাহসী ছিল না ?

Are we invited ? -আমরা কি আমন্ত্রিত ?

Is she not your sister ?-সে কি তোমার বোন নয় ?

প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন থাকে ৷


মনে রাখা প্রয়োজন:

  • Pronoun কোন negative sentence-এর subject (কর্তা) হ'লে Not তারপর বসে ৷
  • কিন্তু noun, subject হলে Not তার পূর্বে বসে ৷


2. Verb -To Have (থাকা বা আছে বোঝাতে)


Chart-এর সাহায্যে 'To Have' - Verb-বিভিন্ন রূপ Present, Past ও Future Tense-দেখানো —


Present Tense (বর্তমান কাল):



Person-পুরুষ।


Singular Number-এক বচন।



Plural Namber-বহু বচন।

1st Person-উত্তম পুরুষ ৷

৷ have -আমার আছে ৷

We have -আমাদের আছে ৷

2nd Person -মধ্যম পুরুষ ৷

you have-তোমার আছে

you have -তোমাদের আছি ৷

3rd Person -প্রথম পুরুষ ৷

He / she / Ram has- তার (পুং ও স্ত্রী) / রামের আছে ৷

They have -তাদের আছে ৷

কর্তার আছি,কর্তা নিজে আছে নয়


Past Tense ( অতীত কাল )



Person-পুরুষ৷


Singular Number-এক বচন।



Plural Namber-বহু বচন।

1st Person-উত্তম পুরুষ ৷

I hab -আমার ছিল ৷

We had- আমাদের ছিল ৷

2nd Person -মধ্যম পুরুষ ৷

you had -তোমার ছিল ৷

you had - তোমাদের ছিল 

3rd Person -প্রথম পুরুষ ৷

He/she / Ram hud - তার (পুং ও স্ত্রী ) / রামের ছিল ৷

They hud - তাদের ছিল ৷

কর্তার ছিল,কর্তা নিজে ছিল না ৷


Future Tense ( ভবিষ্যৎ কাল )



Person-পুরুষ


Singular Number-এক বচন



Plural Namber-বহু বচন

1st Person-উত্তম পুরুষ ৷

shall have - আমাদের থাকবে ৷

we shall have -আমাদের থাকবে ৷

2nd Person -মধ্যম পুরুষ ৷

you will have - তোমাদের থাকবে ৷

you will have – তোমাদের থাকবে ৷

3rd Person -প্রথম পুরুষ ৷

He/she / Ram will have - তার (পুং / স্ত্রী) / রামের থাকবে ৷

They will have – তাদের থাকবে

কর্তা থাকবে, কর্তা নিজে থাকবে না


Assertive sentence- (নিশ্চয়াত্মক বাক্য)



Positive - পজিটিভ্ ) হ্যাঁ - বাচক।



Negative (নেগেটিভ্ ) - না -বাচক।

Subject + has / have / had + Noun.

  (কর্তা )            ( বিশেষ্য )

Subject + has / have / had + Noun.

(কর্তা )               ( বিশেষ্য )

I have a camera - আমার একটি ক্যামেরা আছে ৷

I have no camera. or. 

 ৷ do not have a camera-আমার কোন ক্যামেরা নেই ৷

You have a wrist-watch-তোমার একটি হাত ঘড়ি আছে ৷

you have no wrist - watch. or .yon do not have a watch - তোমার হাত ঘড়ি নেই ৷

They had a gun-তাদের একটি বন্ধুক ছিল ৷

They had no gun. or . They did hot have a gun -তাদের বন্ধুক ছিল না৷

He had a cup- তার একটি টুপি ছিল ৷

He had no cap.or. He did not have a cap- তার টুপি ছিল না

Samar had a Pet dog - সমরের একটি পোষা কুকুর ছিল ৷

Samar had not a pet dog.or. Samar did not have a Pet dog -

সমরের একটি পোষা কুকুর ছিল না ৷

  No থাকলে a/an বসে না৷


Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)



Positive - পজিটিভ্ ) হ্যাঁ - বাচক।



Negative (নেগেটিভ্ ) - না -বাচক।

( Has/Have / Had + Subject + Noun.

( কর্তা )  ( বিশেষ্য )

Have / Has/ Had/+ Not / No + Noun

( কর্তা )  ( বিশেষ্য )

Have I a book? - আমার কি একটি বই আছে ?

Have I not a book? or, Do I not a book? - আমার কি একটি বই ছিল না ?

Have you a bag ? -তোমার কি একটি ব্যাগ আছে ?

Had you not a bag ? or Do you a bag ? -তোমার কি একটি ব্যাগ নেই?

Has he a dog ? -তোমার কি একটি কুকুর আছে?

Has he no dog ? - তার কি কোনো কুকুর ছিল না ?

Had they a cow ? -তাদের কি একটি গরু আছে ?

Had they net a cow ? or. Did they have no cow ? - তাদের কি একটি গোরু ছিল না?

Has sachin a bat ? -শচীনের কি একটি ব্যাট আছে ?

Has not sachin a bat ? or. Does not sachin have a bat ? - শচীনের কি একটি ব্যাট নেই ?


3. Doing / Action verb (কোনো কিছু করা বোঝয়)


অধিকংশ Verb- ই Doing verb ( 'To Be, ও ' To Have - Verb ছাড়া )

Examples of some Common Doing Verbs. (কয়েকটি পরিচিত Doing Verb-এর উদাহরণ ) :

WordMeaningWordMeaning
Do - ডুকরাDance - ডান্স্নাচা
Go - গৌযাওয়াRead- রীড্পড়া
Eat- ঈট্খাওয়াWrite - রাইট্লেখা
Play - প্লেইখেলাLaugh-
লাফ্
হাসা
Walk -
ওযাক
হাঁটাCry - ক্রাইচিৎকার করা /উচ্চৈঃস্বরে কাঁদা
sing - সিংগান করাDie- ডাইমরা
See - সীদেখাSit -সিট্বসা
Throw - থ্রোছোঁড়াStand-
স্ট্যান্ড
দাঁড়ানো
Work - ওয়ার্ককাজ করাCollect-
কালেক্ট
সংগ্রহ করা
Take - টেইক্গ্রহণ করাRun- রান্‌দৌড়ানো



Verb according to Forms :

Action Verb-কে দুই ভাগে ভাগ করা হয় —

  1. Main/Principal verb (প্রধান ক্রিয়া)
  2. Auxiliary/Helping verb (সাহায্যকারী ক্রিয়া)


(1) Principal Verb (প্রধান পিয়া)
বাক্যে যে সকল ক্রিয়াপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় সেই সকল ক্রিয়াপদ গুলিকে প্রধান ক্রিয়াপদ বলে ৷ যেমন— come, go, write, call, kill, pray, see, swim, bear ইত্যাদি । Sister will come here. I have killed a snake.


(2) Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
বাক্যে যে সকল ক্রিয়া পদের অর্থ প্রধান রুপে প্রতীয়মান হয় না কেবল মাত্র Tense বাকালকে প্রকাশ করতে ব্যবহৃত হয় সেই সকল ক্রিয়াপদ গুলি হলAuxiliary Verb. যেমন—

(i) To Be = Am, is, are, was were, shall, will, be, being, been, should, would, ইত্যাদি।

Sister will come here. I shall do it.

(ii) To Have= has, have, had, ইত্যাদি। I have killed a snake. Tusar had made a toy.


Main Verb and Helping Verb:


নীচের Sentence-গুলি পড় :


Sehwag is a fine cricketer —সেফাবাগ একজন সুন্দর ক্রিকেটর ৷

we go to School—আমরা স্কুলে যাই ৷

He is writing — সে লিখছে ৷

প্রথম Sentence. - এ 'is'- Verb টি অন্য verb-এর হযরত ছাড়া ব্যবহৃত হয়েছে ৷

দ্বিতীয় Sentence-এ 'go' - Verb টি স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে ৷

এই দুই Sentence-এর ' is ' ও 'go ' এই দুটি Verb হল Main Verb (প্রধান ক্রিয়া)

তৃতীয় Sentence-এ ' is 'এই Verb-টি 'writing ' Verb- টিকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে ৷ তাই  ' is ' verb-টি Helping Verb (সাহায্যকারী ক্রিয়া) এবং ' write 'Verb টি Main Verb.


  • কোনো Verb যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে Sentence-এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে Main Verb বা প্রধান ক্রিয়া বলে৷

  • কোন Verb যখন Main Verb কে Sentence-এর সম্পূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করতে ব্যবহৃত হয়, তখন তাকে Helping Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে।


মনে রাখা প্রয়োজন :

  • Main Verb কে Principal (প্রিন্সিপাল্) Verb- ও বলা হয় ৷

  • Helping Verb-এর অপর নাম Auxiliary ( অ্যক্সজিলিয়ারি) Verb.


  1. Priyanka writes a story–প্রিয়াঙ্কা একটি গল্প লিখে ৷

  2. Rekha Sings a Sweet Song.–রেখা একটি সুন্দর গান গায় ৷

  3. Bikash reads an English book–ইংরেজি একটি ইংরেজি বই পড়ে ৷

  4. Ayan swims in the Pond. –অয়ন পুকুরে সাঁতার কাটে ৷


উপরের বাক্যগুলিতে Priyanka, Rekha,Bikash ও Ayan কী করে প্রশ্ন করলে নিম্নলিখিত উত্তর পাওয়া যায় ৷

Priyanka – writes, Rekha – sings, Bikash – reabs, Ayan – swims.


উপরের বাক্যগুলিতে কর্তা (Priyanka, Rekha, Bilkash, ও Ayan)যে কাজ করে তাহা হল Verb বা ক্রিয়াপদ।


মনে রাখবে: 

যে সকল word দ্বারা লেখা, গানকরা, পড়া, সাঁতার কাটা, খাওয়া, যাওয়া,ঘুমানো, খেলা করা, দেখা, শোনা, চলা,বলা, ইচ্ছা করা, ইত্যাদি কাজ করা বোঝায় সেই সকল Word গুলিকে Verb বা ক্রিয়াপদ বলে ৷


A Verb is a word which denotes some work.


মনে রাখবে:   

( 1 ) Verb বা ক্রিয়াপদ ছাড়া কোন বাক্য হতে পারে         না ৷

( 2 ) বাক্য একের অধিক ক্রিয়াপদ থাকলেও একটি  মাত্র প্রধান ক্রিয়া ( Principal Verb) থাকে এবং প্রধান ক্রিয়া শেষে বসে ৷



Verb according to Forms :

Principal/Main Verb (প্রধান ক্রিয়া।) কে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন -


  1. Transitive Verb–সকর্মক ক্রিয়া।

  2. Intransitive Verb–অকর্মক ক্রিয়া।


(A)  Transitive Verb (সকর্মক ক্রিয়া)

বাক্যে যে সকল ক্রিয়াপদকে "কি" বা "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেই সকল ক্রিয়া পদকে সকর্মক ক্রিয়া বলে ৷ যেটি উত্তর সেইটিই Object বা কর্ম হয় ৷ 

I eat rice - আমি ভাত খাই I (rice হল Object বা কর্ম)

Rathin writes a letter - রাথিন একই চিঠি লিখে।

(letter হল Object বা কর্ম)


(B)  Intransitive Verb ( অকর্মক ক্রিয়া)  

বাক্যে যে সকল ক্রিয়াপদকে "কি" বা "কাহাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না ৷ সেই সকল ক্রিয়া পদকে অকর্মক ক্রিয়া  বলে ৷

He goes to school. Rekha swims in the pond. Mina sleeps on her bed.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন