Adverb of English Grammar in Bengali


Adverbs শব্দের অর্থ কী? Adverbs কাকে বলে? Adverbs কয় প্রকার ও কী কী? এবং Adverbs এর প্রকারভেদ গুলির সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো, এবং বোঝার চেষ্টা করবো। 

Adverbs meaning?
Adverbs শব্দের অর্থ হল (ক্রিয়া-বিশেষণ)

Adverbs কাকে বলে?
যে Word কোনো Verb, Adjective বা Adverb কে modify বা বিশেষিত করে, তাকে Adverb বলে।
অনেক সময় Adverb একটি Sentence কেও বিশেষিত করে থাকে। যথা -
Unfortunately, the man could not come - দুর্ভাগ্যবশত লোকটি আসতে পারল না।

নীচের sentences গুলি লক্ষ করো :
  1. Tora writes quickly.
  2. Lata is a very intelligent girl.
  3. Ranjan sings very well.
  4. Luckily he caught the train
  5. Everybody hates Shiben simply because he is a liar.
প্ৰথম বাক্যে 'quickly' এই word টি 'writes' এই verb টিকে modify বা বিশেষিত করছে। অর্থৎ verb এর কাজ কিভাবে হচ্ছে সেই সম্বন্ধে বলছে। দ্বিতীয় বাক্যে 'very' এই word টি 'intelligent' এই adjective টিকে modify করছে। তৃতীয় বাক্যে very শব্দটি 'well' এই adverb টিকে modify করছে। চতুর্থ বাক্যে 'Luckily' সমগ্র Sentence টিকে modify বা বিশেষিত করছে। পঞ্চম বাক্যে 'simply' এই adverb টি 'because' এই conjunction টিকে modify করছে।
সুতরাং দেখা গেল adverb বাক্যের অন্তর্গত verb, adjective, adverb, conjunction এবং একটি সম্পূর্ন বাক্যকে modify করে। তাহলে adverb এর সংজ্ঞা এইভাবে দেওয়া যায় যে, adverb হল এমন word যা বাক্যের অন্তর্গত noun বা pronoun ছাড়া যে কোন part of Speech কে বিশেষিত করে।

Adverbs কয় প্রকার ও কী কী?
কাজ বা ব্যবহার অনুসারে adverb কে সাধারণত : তিন ভাগে ভাগ করা হয়। যেমন -
  1. Simple adverb 
  2. Relative adverb
  3. Interrogative adverb
এবার আমরা এক এক করে সমগ্র adverbs সম্বন্ধে বিশদভাবে জানব। সর্ব প্রথম simple adverb নিয়ে আলোচনা করবো।
 
(1) Simple adverb :
Simple adverb কে গ্রামার অনুযায়ী আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন - 
  a)- Adverbs of Time
  b)- Adverbs of Place
  c)- Adverbs of Manner
  d)- Adverbs of Frequency
  e)- Adverbs of Degree or Quantity
  f)- Adverbs of Reason or Purpose
  g)- Adverbs of Affirmation and Negation

a)- Adverbs of Time
যে adverb কখন, কতক্ষণ এবং কতবার ক্রিয়ার কাজ হয় বা হয়েছে, এসব প্রশ্নের উত্তর দেয় তাকে adverb of time বলা হয়। নীচের উদাহরণ গুলি দেখ।

When (কখন)?
  • The train arrived late.
  • My father went to Imphal yesterday.
  • Rahul will meet you tomorrow.
  • We shall have a half holiday today.
  • When will you come again?
How long (কতক্ষণ)?
  • My sister is always Punctual.
  • I seldom visit my native Village.
  • His brother has been living in Shillong since 1994.
How often (কতবার)?
  • Prabir often visits Digha. 
  • The Headmaster warned the boy twice.
  • Mr. Mitra frequently visits Chennai.
Adverbs of time - এর কয়েকটি উদাহরণ দেওয়া হলঃ
(Ago-বহু পূর্ব্বে), (Daily-প্রত্যহ), (Instantly-এই মুহূর্তে), (Afterwards-পরে), (Early-বেশ আগে), (Once-একবার), (Before-পূর্বে), (Formerly-পূর্বে), (Presently-অবিলম্বে), (Again-আবার), (Immediately- তৎক্ষনাৎ)

[Adverb of time denote point of time, duration and frequency of time]

b)- Adverbs of Place
কোথায় ঘটছে বা কোথা থেকে ঘটেছে বা ঘটেছে এই সব প্রশ্নের উত্তর দেয় যে Adverb তাকে Adverb of Place বলে। নীচের উদাহরণগুলি দেখ।

Where (কোথায়)?
  • The train stops here.
  • Go there at once.
  • The Police followed the man everywhere.
  • Is the doctor in ?
  • The Servant has gone upstairs.
Wherefrom (কোথা থেকে) ?
  • This toy is made Locally.
  • The news spread worldwide.
  • The Ship came from abroad.
Adverb of place - এর আরও কয়েকটি উদাহরণঃ
(Ahead-আগে), (Away-তফাতে), (Hence-এই স্থান থেকে), (Thence-সেই স্থান থেকে), (Nearby-বেশ কাছে), (Near-কাছে), (Overhead-উপরে), (Out of doors-বাড়ির বাইরে), (inland-অন্তর্দেশে), (Universally-সর্ব্বজনীনভাবে), (Next door-পাশের বাড়ি)

এছাড়া নিম্নলিখিত preposition গুলি বাক্যে Adverb of place রূপে ব্যবহৃত হয়। যেমন-
Up (উপরে), in (ভিতরে), out (বাইরে), outside (বাইরে), above (কোন কিছুর উপরে), below (কোন কিছুর নীচে), without (ছাড়া) ইত্যাদি।

[Adverb which denote the whereabouts of verbs are called adverb of place]

c)- Adverbs of Manner
কোন কাজ কিভাবে সম্পন্ন হয় তা বোঝাতে যে adverb ব্যবহৃত হয়, তাকে adverb of manner বলা হয়। যেমন -
  • Sita speaks English fluently.
  • The girl left the place quietly.
  • The boy walks quickly.
  • The Indian soldiers fought bravely against the Pakistani soldiers.
  • The servant is badly treated by his master.
উপরে Sentence-গুলিতে fluently, quietly, quickly, bravely এবং badly- এই adverb গুলি, verb-গুলি কিভাবে সম্পন্ন হয় বা হয়েছে সেটা প্রকাশ করছে। সুতরাং এই adverb-গুলি হল adverbs of manner। সাধারণতঃ adjective-এর সঙ্গে –'ly' যোগ করে adverbs of manner গঠিত হয়। নীচে এই জাতীয় adverbs-এর কতকগুলি উদাহরণ দেওয়া হল :

AdjectiveAdverbAdjectiveAdverb
BadBadlyHappyHappily
BraveBravelyHardHardly
CleverCleverlyLoudLoudly
CorrectCorrectlyQuickQuickly
CruelCruellyRudeRudely
DeepDeeplySlowSlowly
FortunateFortunatelySuddenSuddenly
GayGailyUrgentUrgently
GreatGreatlyWrongWrongly

[Adverbs of manner say how and in what manner an action happened or happens.]

d)- Adverbs of Frequency
কোনো কাজ কত বারে (in how many times or how often) হয় তা বোঝাতে Adverb of Frequency ব্যবহৃত হয়। যথা-
  • I went to Science City once.
  • He often comes here.
  • Jonty seldom misses a catch.
  • Always speak the truth.
আরও কিছু Adverb of Frequency উদাহরণ :
(twice-দুবার), (thrice-তিনবার), (never—কখনও না), (frequently—বারবার), (again—পুনরায়), (weekly—সপ্তাহে)

e)- Adverbs of Degree or Quantity
কোন কাজ কতটা বা কি পরিমাণে হয় বা হয়েছে তা বোঝাতে adverbs of degree ব্যবহৃত হয়। যেমন-

How much (কতটা)?
  • I am not fully aware of the fact.
  • She is almost ruined.
  • This post is quite suitable for him.
  • This is urgently needed.
To what extent (কি পরিমাণে)?
  • You are partly correct.
  • They were rather late.
  • I was a little afraid when I heard the sound.
উপরেব মোটা দাগের word-গুলি যেমন fully, almost, quite, urgently, partly, rather এবং a little-এসব adverbs of degree। এই adverb-গুলি verb-এর degree বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে। 

Adverb of degree-র কয়েকটি উদাহরণ নীচে দেওয়া হল :
Completely (সম্পূর্ণভাবে), Greatly (অত্যন্ত)
Deeply (গভীরভাবে), Poorly (দীনভাবে)
Enough (যথেষ্ট, প্রচুর), Strongly (বলিষ্ঠভাবে)
Entirely (পুরোপুরিভাবে), Somewhat (কতকটা)
Much (বেশী পরিমাণে), Wholly (পুরোপুরিভাবে)

[Adverbs of degree denotes 'how much' and 'to what extent' a work is done.]

f)- Adverbs of Reason or Purpose
কোন কাজের উদ্দেশ্য বা কারণ বোঝাতে যে adverb ব্যবহৃত হয় তাকে adverb of purpose or reason বলে। এই জাতীয় adverbগুলি কখনও কখনও ক্রিয়াকে সুস্পষ্টভাবে modify বা বিশেষিত করে। আবার কখনও এই adverbগুলি দুইটি বাক্যাংশকে যুক্ত করে।
  • Rini is absent because she is ill.
  • We read that we may succeed in the examination.
  • He works hard so that he may earn much.
  • She is poor, so she has given up her studies.
উপরের প্রথম বাক্যটিতে ‘because’ এই word-টি অনুপস্থিতির কারণ বোঝাতে যে বাক্যাংশটি ব্যবহৃত হয়েছে, তার পূর্ব্বে বসে দু'টি বাক্যাংশকে যুক্ত করেছে। সুতরাং ‘because' হল adverb of reason | দ্বিতীয় ও তৃতীয় বাক্যে ‘that’ ও ‘so that’ কাজের উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং দু'টি বাক্যাংশকে যুক্ত করেছে। সুতরাং ‘that' ও ‘so that' হল adverbs of purpose । চতুর্থ বাক্যে 'so এই wordটির দ্বারা কাজের ফলাফল বোঝানো হয়েছে। এটি হল adverb of result.

[Adverbs of reason or purpose state the reason, purpose or result of an action.]

g)- Adverbs of Affirmation and Negation
The Adverbs which express positive or negative answers are called Adverbs of Affirmation or Negation. 
যে সকল ক্রিয়া বিশেষণ ইতিবাচক বা নেতিবাচক উত্তর প্রকাশ করে তাদের Adverbs of Affirmation or Negation বলা হয়।

যে Adverb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার হাঁ  বা না বোধক অবস্থা বা কাজ সম্পন্ন সম্পর্কিত সন্দেহ বা নিশ্চয়তা অবস্থা নির্দেশ করে। তাকে Adverbs of Affirmation or Negation বলা হয়। যেমনঃ yes, no, not, never, truly, surely, certainly, indeed, by, no, means, not at all, yes-no probably ইত্যাদি৷ এগুলি হল Adverb of Affirmation and Negation.  

নীচের উদাহরণ গুলি লক্ষ করো।
  • She did not come after all. 
  • Surely he is right. 
  • Yes, I will come in time. 
  • Probably, it may rain today. 
  • She is certainly alive.
  • I do not know her.
উপরের বাক্যে not, surely, certainly, probably, এর ব্যবহার adverb রূপে করা হয়েছে। come, right, alive ইত্যাদি, এদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।

মনে রেখো :
Yes এবং No এর Affirmation and Negation sentence এ substitute হিসাবে ব্যবহার হয়। যেমন-

প্রশ্ন: Have you learnt the lesson.
উত্তর: Yes, (এখানে yes এর অর্থ হয়, you learnt the lesson.)

(2) Relative adverbs :
Relative adverbs দুইটি বাক্যকে যুক্ত করে এবং পূর্ব্ববর্ত্তী word-এর সঙ্গে তার সম্পর্ক বুঝিয়ে দেয়। When, where এবং why-এই relative adverbগুলি বাক্যে ব্যবহৃত preposition এবং ‘which এই relative pronoun-এর পরিবর্তে ব্যবহৃত হয়। উদাহরণের সাহায্যে বিষয়টি ভালভাবে বুঝে নাও I could not remember the day when she died. এখানে ‘when' ব্যবহৃত হয়েছে 'in' এই preposition এবং 'which' এই relative pronoun-এর পরিবর্ত্তে। The day in which she died' এর পরিবর্ত্তে ‘The day when she died' ব্যবহৃত হয়েছে। ‘when’-এই adverb-টি ‘day'-র সঙ্গে সম্পর্কযুক্ত।
আবার ‘This is the house in which he lived'-এর পরিবর্ত্তে আমরা লিখি— 'This is the house where he lived'. 'Where'-এই adverb-টি, 'house'-এই noun এর সঙ্গে সম্পর্কযুক্ত।
‘Why’-এই relative adverb-টি 'for which'-এর পরিবর্ত্তে বসে। যেমন — The reason why he came here is not known. এখানে 'for which' এর পরিবর্ত্তে 'why'-এই relative pronounটি ব্যবহার করা হয়েছে। এখানে 'why' adverbটি 'reason' এর সঙ্গে সম্পর্কযুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন