তিনি এখানে প্রত্যেহ আসতেন
2. Lila was singing a song
লীলা একটি গান গাইতে ছিল
3. He was writing a letter
সে একটি চিঠি লিখিতেছিল
4. The baby was sleeping
শিশুটি ঘুমাইতে ছিল
5. I was running
আমি দৌড়াইতে ছিলাম
6. I was seeing
আমি দেখিতে ছিলাম
7. You were seeing
তুমি দেখিতেছিলে
8. He was seeing
সে দেখিতে ছিল
9. We were seeing
আমরা দেখেতে ছিলাম
10. you were seeing
তোমরা দেখিতেছিলে
11. They were seeing
তাহারা দেখিতেছিল
12. Samir had come before I reached home
আমি বাড়ি পৌঁছাইবার পূর্বে সমীর এসেছিল
13. The play began after we had reached the field
আমরা মাঠে পৌঁছাইবার পর খেলা শুরু হইয়া ছিল
14. The patient had died before the doctor came
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল
15. I had seen
আমি দেখিয়াছিলাম
16. You had seen
তুমি দেখেয়াছিলে
17. He had seen
সে দেখিয়াছিল
18. We had seen
আমরা দেখিয়াছিলাম
19. You had seen
তোমরা দেখিয়াছিলে
20. They had seen
তাহারা দেখিয়াছিল
21. I had been writing before he came
সে আসিবার পূর্বে আমি লিখিতেছিলাম
22. Rabin had been suffering from fever for fifteen days
রবিন 15 দিন ধরিয়া জ্বরে ভুগিতেছিল
23. Rina had been sleeping before Bina came
বীনা আসিবার পূর্বে রীনা ঘুমাইতেছিল
24. she had been dancing before I come
আমি আসিবার পূর্বে সে নাচিতে ছিল
25. I had been seeing
আমি দেখিতেছিলাম
26. You had been seeing
তুমি দেখিতেছিলে
27. He had been seeing
সে দেখিতেছিল
28. We had been seeing
আমরা দেখিতেছিলাম
29. You had been seeing
তোমরা দেখিতেছিলে
30. They had been seeing
তাহারা দেখিতেছিল
31. I shall go home
আমি বাড়ি যাব
32. You will eat rice
তুমি ভাত খাবে
33. I will not play
আমি আর খেলবই না
34. I will do my duty
আমি আমার কর্তব্য করবই
35. He shall go home
সে অবশ্যই বাড়ি যাবে
36. I shall see a bird
আমি একটি পাখি দেখব
37. You will see a bird
তুমি একটি পাখি দেখবে
38. He will see a bird
সে একটি পাখি দেখবে
39. We shall see birds
আমরা পাখিদের দেখব
40. You will see birds
তোমরা পাখিদের দেখবে
41. They will see birds
তাহারা পাখিদের দেখবে
42. I shall be playing then
আমি তখন খেলতে থাকব
43. Lekha will be dancing
লেখা নাচিতে থাকিবে
44. The train will be running
ট্রেন চলিতে থাকিবে
45. I shall be seeing a bird
আমি পাখি দেখিতে থাকিব
46. You will be seeing a bird
তুমি পাখি দেখতে থাকবে
47. He will be seeing a bird
সে পাখি দেখতে থাকবে
48. We shall be seeing birds
আমরা পাখিদের দেখিতে থাকিব
49. You will be seeing birds
তোমরা পাখিদের দেখতে থাকবে
50. They will be seeing birds
তাহারা পাখিদের দেখতে থাকবে
51. I shall have reached the school before the rain will come
বৃষ্টি আসিবার পূর্বে আমি বিদ্যালয়ে পৌছাইয়া যাইব
52. Rima will have reached the station before the train will come
ট্রেন আসিবার পূর্বে রিমা স্টেশনে পৌঁছাইয়া যাইবে
Thanks for visiting our website !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন