Modals of English Grammar in Bengali


Modal verbs in Bengali যে verb বাক্যে principal verb বা মূল verb কে সাহায্য করে তাকে auxiliary verb বলে। Auxiliary verb গুলি দুই রকমের :
1. Principal auxiliary
'Do' - verb,  'have' -verb এবং 'be' - verb. 

2. Modal auxiliary
Shall, will, should, would, can, could, must, ought to, may, might, need, এবং dare.

All Modals Verb Basic English Grammar for Beginners

Modal auxiliary :
ক্রিয়া সম্পাদনের mode বা ধরন বোঝানোর জন্য modal auxiliary ব্যবহৃত হয়। মনের বিভিন্ন ভাব প্রকাশে যেমন সামর্থ্য, ইচ্ছা, সম্ভাব্যতা, অনুমতি, কর্তব্য, অভিপ্রায়, অনুগ্রহ ইত্যাদি বোঝাতে এই ধরনের verb গুলি সাহায্য করে।
কিভাবে আমরা Modal verbs ব্যবহার করব সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন, শ্রোতার সঙ্গে বক্তার সম্পর্ক, বক্তা যা বলছে তার গুরুত্ব ইত্যাদি। Modal verb-এর বৈশিষ্ট্য হলো -
  1. এই verb গুলি সকল moods এবং tense এ ব্যবহার করা যায় না। সেজন্য এদের defective verbs বলে।
  2. Modal verbs কখনও principal verb ছাড়া একা ব্যবহৃত হয় না যেমন - we should obey our parents.
  3. Subject এর person ও number যাই হোক না কেন, present tense এ modal verb গুলির একই form বা রূপ হয়। যেমন - I can sing. You can sing. He can sing. They can sing.
  4. Modal verbs এর infinitive বা participle forms হয় না। আমরা কখনই বলি না - to shall, to can, to may বা to must.

Modals in English Grammar with examples 

 Shall : 
i) To give information about future action (ভবিষ্যৎ কাল বোঝাতে) : 
I shall meet him in the evening. (তার সঙ্গে আমি সন্ধ্যাবেলা দেখা করব)।

ii) Asking (জিজ্ঞাসা করতে) :
Shall I prepare a glass of juice for you ? ( তোমার জন্য কি এক গ্লাস জুস তৈরি করব) ?

 Will : 
i) For future action ( ভবিষ্যতের কাজ বোঝাতে) :
They will go to Santiniketan tomorrow. ( তারা আগামী কাল শান্তিনিকেতন যাবে)।

ii) To make requests ( অনুরোধ করতে) :
Will you switch off the light ? (আলোটি কি নিভিয়ে দেবে)?
Will you lend your pen, please ? ( অনুগ্রহ করে তোমার কলমটা ধার দেবে)?

iii) To express willingness or wish in interrogative sentences. ( প্রশ্নবোধক বাক্যে ইচ্ছা বা অভিপ্রায় বোঝাতে) :
Will you have a glass of water now ? (এক গ্লাস জল এখন খাবে)

 Should : 
i) To denote duty (কর্তব্য বোঝাতে) :
We should respect our teachers. (শিক্ষকদের সম্মান করা আমাদের উচিত)।
You should look after your old parents. (বৃদ্ধ পিতা মাতাকে তোমার দেখাশোনা করা উচিত)।

ii) Giving advice (উপদেশ বা পরামর্শ দিতে) :
You should not play with fire (আগুন নিয়ে তোমাদের খেলা করা উচিত নয়)।
You should consult a specialist. (একজন বিশেষজ্ঞের সঙ্গে তোমার পরামর্শ করা উচিত)।

 Would : 
i) To express polite request (বিনীত অনুরোধ জানাতে) :
Would you please lend me some money ? ( অনুগ্রহ করে আমাকে কিছু টাকা ধার দেবে) ?
Would you please show me the way to the Railway Station ? (অনুগ্রহ করে ট্রেন স্টেসন যাওয়ার পথটা দেখিয়ে দেবেন) ?

ii) To express a wish (ইচ্ছা প্রকাশ করতে) :
I would like to buy a scooter. (আমি একটি স্কুটার কিনতে চাই)
We would like to see his house. (আমরা তার বাড়িটি দেখতে চাই)।

iii) To state past habit or practice (অতীতের কোনো অভ্যাস বোঝাতে)।
Very often Rabi's servant would give him some food and make him sit at a window. ( রবির ভৃত্য প্রায়ই তাকে কিছু খাবার দিয়ে জানলার ধারে বসিয়ে রাখত)।
After lunch he would have a short nap. ( দুপুরে খাবার পরে সে একটু ঘুমিয়ে নিত)।

 Can : 
i) For stating ability (সামর্থ্য বোঝাতে) :
Sitesh can swim well. (সীতেশ ভালো সাঁতার কাটতে পারে)।
The old woman can read without wearing spectacles. (বৃদ্ধা মহিলাটি চশমা ছাড়া পড়তে পারেনা)।

ii) Seeking and giving permission (অনুমতি নেওয়া ও দেওয়া অর্থ) :
Can I take a photograph of this building ? (এই বাড়িটির একটি ছবি কি তুলতে পারি)?
You can leave the office now. (তুমি এখন অফিস থেকে চলে যেতে পার)।

 Could : 
(Can এর past tense হিসাবে could ব্যবহার করা হয়)
i) To express ability (সামর্থ্য থাকা অর্থ)
Sudha could dance well when she was only four. ( মাত্র চার বছর বয়সে সুধা ভালো নাচত)।

ii) To take permission (অনুমতি নিতে) :
Could I use your dictionary ? (তোমার অভিধানটি কী আমি ব্যবহার করতে পারি)?

iii) To make polite request ( বিনীত অনুরোধ জানাতে) :
Could I have a word with you ? (আপনার সঙ্গে একটা কথা বলতে পারি) ?

 May : 
i) To denote possibility (সম্ভাবনা বোঝাতে) :
It may rain today. (আজ বৃষ্টি হতে পারে)।
He may come at night. (সে রাত্রে আসতে পারে)।

ii) To express a purpose (উদ্দেশ্য বোঝাতে) :
We eat that we may live. (আমরা আহার করি যাতে আমরা বাঁচতে পারি)।

iii) To give permission (অনুমতি দিতে) :
You may use my umbrella for a day. ( একদিনের জন্য তুমি আমার ছাতাটা ব্যবহার করতে পারো)।

iv) To seek permission (অনুমতি নিতে) :
May I come in, sir ? (মহাশয়, ভেতরে আসতে পারি)

v) To express a wish (ইচ্ছা প্রকাশে) :
May you succeed in life. (তুমি জীবনের সাফল্য লাভ কর)।

 Might : 
i) To express possibility (সম্ভাবনা বোঝাতে) :
The patient might recover. (রোগীটি আরোগ্য লাভ করতে পারত)।
She might pass. (সে পাশ করতে পারত)।

ii) To express a request (অনুরোধ জানাতে) :
You might tell me what he had said. (সে যা বলেছে সেটা তুমি আমাকে বলতে পারতে)।

 Must : 
i) To express obligation (কর্তব্য ব্যক্ত করতে) :
You must do your duty. (তুমি অবশ্যই তোমার কর্তব্য পালন করবে)।
We must be loyal to our country. (দেশের প্রতি অবশ্যই আমরা অনুগত থাকব)।

ii) To express certainty (নিশ্চয়তা বোঝাতে) :
Man must die. (মানুষ অবশ্যই মরবে)।

iii) Stating prohibition (নিষেধ করা অর্থে) :
You must give up idlessness. (তোমাকে অবশ্যই আলস্য ত্যাগ করতে হবে)।
They must not cross the border. (তারা অবশ্যই সীমান্ত অতিক্রম করবে না)।

 Ought : 
i) Stating a duty (কর্তব্য প্রকাশে) :
We ought to love our motherland. (মাতৃভূমিকে আমাদের ভালোবাসা উচিত)।

ii) Stating prohibition (নিষেধ করা অর্থে) :
You ought not to waste money. (তোমার অর্থ অপচয় করা উচিত নয়)।

 Used to : 
i) To state a discontinued habit (অতীতের নিয়মিত ঘটনা যা এখন ঘটে না এমন বোঝাতে) :
She used to walk in the morning. (তিনি সকালে বেড়াতেন)।
My grandmother used to read the Gita everyday. (আমার ঠাকুরমা প্রতিদিন গীতা পড়তেন)।

 Need : 
i) principal verb রূপে 'need' এর অর্থ প্রয়োজন হওয়া বা প্রয়োজন থাকা)।
যেমন, He needs my help. (আমার সাহায্য তার প্রয়োজন)। কিন্তু modal, auxiliary হিসাবে 'need' এর অর্থ প্রয়োজনীয়তা বা বাধ্যতা। 'need' কেবল present tense এ এবং interrogative ও negative sentence এ ব্যবহৃত হয়।

a) In a negative sentence বা না বোধক বাক্য -
You need not seek my permission (আমার অনুমতি নেওয়া তোমাদের প্রয়োজন নেই)।
You need not worry. Everything is all right. ( তোমার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সব ঠিক আছে)।

b) In an interrogative sentence বা প্রশ্নসূচক বাক্যে - 
Need you work so hard ? (এত কঠিন পরিশ্রম করা তোমার কি প্রয়োজন) ?
Need I go to hospital today ? (আমার কি আজ হাসপাতালে যাবার প্রয়োজন আছে) ?

 Dare : 
i) To denote venture or courage (ঝুঁকি নেওয়া বা সাহস করা অর্থে) :
I dare not ask him to teach me. (আমাকে পড়ানোর কথা তাঁকে বলতে আমার সাহস হয় না)
She dare not tell me lies. (আমাকে মিথ্যে বলার সাহস তার নেই)।

ii) To denote challenge or defiance (in affirmative sentences) (স্পর্দ্ধা বা ঔদ্ধত্য প্রকাশ করতে) :
How dare he behave in this manner. (এই ধরনের আচরণ করার কি সাহস তার)।


Thanks for visiting our website !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন