USE OF THE CAPITAL LETTERS - বড় অক্ষরের ব্যবহার
1. Sentence এর প্রথম word এর প্রথম Letter Capital বা বড় অক্ষরের হয়।
They are boys. —তাহারা বালক। Mira is a good girl - মীরা ভালো বালিকা।
2. Proper Noun-এর প্রথম অক্ষর Capital Letter হয়। (কিছু উদাহরণ দেওয়া হল)
(a) ব্যক্তির নামের পদবির প্রথম অক্ষর :-
Indira Gandhi. Ashutosh Mukherjee. Subhaschandra Bose. Subhas Chakraborty Basanti Mandal. Sampa Kar.
(b) স্থানের নাম, রাজ্যের নাম, দেশের নাম, মহাদেশের নাম, নদীর নাম সাগর, মহাসাগর ইত্যাদির নামের প্রথম অক্ষর :- Delhi, Mumbai, Bangalore, Kolkata. The Punjab, The Bihar, The India, The China The Japan, The Germany, The U.S.A.. The U.K. The Asia, The Amarica, The Ganges. The Nile, The Bay of Bengal, The Arabian Sea, The Indian Ocean.
(c) জাতির নামের ও রোগের নামের প্রথম অক্ষর :- The Indians, The Muslims, The Hindus, Cholera, Typhus.
(d) মাসের ও বারের নামের প্রথম অক্ষর :-
February, August, November, Monday, Thursday, Saturday.
(e) ধর্মপুস্তকের নামের প্রথম অক্ষর :-
The Ramayana, The Koran, The Bible, The Iliad.
(f) পর্বত ও হ্রদের নামের প্রথম অক্ষর ইত্যাদি।
The Himalayas, The Alps, The Andis, The Ular Lake.
3. Proper Adjective-এর প্রথম অক্ষর Capital Letter হয়। The English people. The Arabian sea. The Indian ocean.
4. কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়।
Twinkle, twinkle little star; How I wonder what you are!
5. “I” এই letterটি word হিসাবে যখন ব্যবহৃত হয় তখন Capital letter হয়। Mira is a girl but I am a boy.
6. উদ্ধৃত বাক্যের (Inverted comma)-এর মধ্যে থাকা অংশের প্রথম অক্ষর Capital Letter হয়। Mina said, "Look at the black-board.".
The teach said, "Go home".
7. পদমর্যাদা ও উপাধির ক্ষেত্রে Capital letter হয়।
MA, M.B.B.S., S.D.O., B.D.O.
8. ঈশ্বরের নাম ও তার পরিবর্তে যে Pronoun বসে তাদের প্রথম অক্ষর Capital Letter হয়। God is good. I pray to Him. ভগবান মঙ্গলময়। আমি তাঁর কাছে প্রার্থনা করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন