Conjunction - সংযোজক অব্যয় পদ কাকে বলে?
যে সকল Word দুই বা ততোধিক Word বা Sentence কে যুক্ত করে সেই সকল word কে Conjunction বা সংযোজন অব্যয় পদ বলে।
Some Conjunctions কিছু সংযোজক অব্যয় :
and—এবং, ও
but—কিন্তু
that - যে
than—থেকে, চেয়ে
because—কারণ
though—যদিও
not only—শুধুই নয়
therefore—অতএব, সুতরাং
till—যে পর্যন্ত না
yet—তথাপি, তবুও
so—সুতরাং
or - অথবা
but also—কিন্তু এও
till - যে পর্যন্ত না
if - যদি
as - যেমন
as soon as - যত শীঘ্র
as long as - যতক্ষণ পর্যন্ত
either.....or - দুটির মধ্যে একটি
neither.....nor-দুটির মধ্যে কোনোটাই নয়
Joining of Words (শব্দের সংযুক্তি) :
- Ram and Rahim are two friends—রাম ও রহিম দুই বন্ধু।
- We have bats and balls- আমাদের ব্যাট ও বল আছে।
- I like bread and butter -আমি রুটি ও মাখন পছন্দ করি।
- The man is poor but honest-লোকটি দরিদ্র কিন্তু সৎ।
- Switzerland is a small but beautiful country-সুইজারল্যান্ড একটি ছোটো কিন্তু সুন্দর রাষ্ট্র।
- Either he or his brother will come – সে অথবা তার ভাই আসবে।
- Neither Lara nor Nasser Hossain could play well-লারা বা নাসের হোসেন কেউই ভাল খেলতে পারলেন না।
Joining of Sentences (বাক্যের সংযুক্তি) :
- Work hard and you will succeed—কঠোর পরিশ্রম কর এবং সফল হবে।
- Do or die - করো অথবা মর।
- The fox tried to reach the grapes but failed — খেঁকশিয়াল আঙুর ফলগুলির নাগাল পেতে চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল।
- Samar is fat yet active - সমর মোটা কিন্তু সক্রিয়।
- Jaysurya could not play because he was injured – জয়সূর্য খেলতে পারলেন না কারণ তিনি আহত ছিলেন।
- He is fat yet fit—সে মোটা তথাপি সুস্থ।
Use of Some Conjunction :
And এবং
- Sila and Bela are two sisters. — শীলা ও বেলা দুই বোন।
- I have a kite and a ball. আমার একটি ঘুড়ি ও বল আছে।
But কিন্তু
- Bimal is a tall man but Shyamal is a short man. বিমল লম্বা কিন্তু শ্যামল বেঁটে।
- Haren is poor but honest. - হরেন গরীব কিন্তু সৎ।
- Puja reads slowly but runs quickly. পূজা ধীরে ধীরে পড়ে কিন্তু তাড়াতাড়ি দৌড়ায়।
OR অথবা
- Jamir or Jakir will come here. — জমির অথবা জাকির এখানে আসবে।
- Mina will come or I shall go. মীনা আসবে অথবা আমি যাব।
- Monirul or Amirul will come here. - মনিরুল অথবা আমিরুল এখানে আসবে।
- Do or die - কর অথবা মর।
Yet – তথাপি
- Asim is lame, yet he will come here. — অসীম খোঁড়া তথাপি সে এখানে আসবে।
- Lina is thin yet her hair is long and strong. - লীনা রোগা তথাপি তার চুল লম্বা ও শক্ত।
- Sampa is a teacher yet she is very simple. - শম্পা একজন শিক্ষিকা তথাপি তিনি খুব সরল।
- Suman is very poor, yet he is honest. - সুমন খুব দরিদ্র তথাপি সে সৎ
Either Or - দুটির মধ্যে একটি
- Either Rabin or Rahim will come to Kakdwip. - হয় রবীন অথবা রহিম কাকদ্বীপে আসবেন।
- Either go home or read the lesson. - হয় বাড়ি যাও অথবা পড়।
Neither - Nor দুটির মধ্যে কোনোটাই নয়
- Neither Rathin nor Rabin will go to Delhi. - দিল্লি রথিন যাবে না রবীনও যাবে না।
- Now it is neither summer nor winter. -এখন গ্রীষ্ম নয় শীত ও নয়।
- Lata is neither short nor tall but she is very beautiful. - লতা বেঁটে নয় লম্বা ও নয় কিন্তু সে খুব সুন্দরী।
- Neither you nor I go. - তুমিও যাবে না আমিও যাব না।
Because – কারণ
- The girl is absent because she is ill. — বালিকাটি অনুপস্থিত কারণ সে অসুস্থ।
- Tumpa cannot jump because she is lame. — টুম্পা লাফাতে পারে না কারণ সে খোঁড়া।
- Barun is strong because he eats complan. বরুন শক্ত কারণ সে কমপ্লান খায় ।
Unless যতক্ষণ পর্যন্ত না
- Unless he comes, I shall not go. - যতক্ষণ না সে আসছে, আমি বেরবো না
As যেমন
- I do not believe him as he is a liar. - সে মিথ্যাবাদী তাই তাকে বিশ্বাস করি না -
So সুতরাং
- Here is no bus-service, so Arup will not come. - অরূপ আসবে না কারণ এখানে বাস চলছে না
Therefore অতএব
- The old women are weak therefore they cannot come. - বৃদ্ধা স্ত্রীলোকেরা দুর্বল অতএব তাহারা আসতে পারবেন না
Until যতক্ষণ না পর্যন্ত
- Rina will wait until I come. - আমি না আসা পর্যন্ত রীনা অপেক্ষা করবে
Than থেকে/চেয়ে
- Shyamali is taller than Santashi. - সন্তোষীর চেয়ে শ্যামলী বেশি লম্বা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন