কোন কোন adverbs-এর উৎকর্ষ বা অপকর্ষের তারতম্য আছে। এই তারতম্য বোঝানোর জন্য adjective-এর মত adverb-এর তিনটি degree আছে - Positive degree, comparative degree এবং superlative degree।
Comparisons of Adverbs
i) Adjective-এর মতোই এক syllable-যুক্ত adverb-গুলির শেষে ‘er” এবং “est’ যোগ করে degree-র পরিবর্তন করা হয়। যেমন। -
Positive, Comparative and Superlative degree of Adverb
ii) যে সব adverb-এর শেষে ly' আছে তাদের comparative degree, 'more' যোগ করে এবং superlative degree, ‘most' যোগ করে গঠন করা হয়। যেমন -
ব্যতিক্রম : early.
I came early. My brother came earlier. My sister came earliest of all.
iii) কতকগুলি adverbs-এর degree পরিবর্তন কোন বাঁধাধরা নিয়মে হয় না। যেমন—
মনে রাখবে : far, little, much প্রভৃতি words, adjective এবং adverb এই দুইভাবেই ব্যবহৃত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন