comparisons of adverbs in bengali


কোন কোন adverbs-এর উৎকর্ষ বা অপকর্ষের তারতম্য আছে। এই তারতম্য বোঝানোর জন্য adjective-এর মত adverb-এর তিনটি degree আছে - Positive degree, comparative degree এবং superlative degree। 

Comparisons of Adverbs
i) Adjective-এর মতোই এক syllable-যুক্ত adverb-গুলির শেষে ‘er” এবং “est’ যোগ করে degree-র পরিবর্তন করা হয়। যেমন। - 


Positive, Comparative and Superlative degree of Adverb

PositiveComparativeSuperlative
Fast (দ্রুত)
fasterfastest.
Late (দেরীতে)
laterlatest, last.
Quick (তাড়াতাড়ি)quickerquickest.
Near (নিকটে)nearernearest, next.
Slow (ধীরে)slowerslowerst.

ii) যে সব adverb-এর শেষে ly' আছে তাদের comparative degree, 'more' যোগ করে এবং superlative degree, ‘most' যোগ করে গঠন করা হয়। যেমন -

PositiveComparativeSuperlative
Beautifully (সুন্দরভাবে)more beautifullymost beautifully.
Clearly (পরিষ্কার ভাবে)more clearlymost clearly.
Easily (সহজেই)more easilymost easily.
Loudly (উচ্চৈঃস্বরে)more loudlymost loudly.
Skilfully (দক্ষতার সঙ্গে)more skilfully

most skilfully.
Wisely (বিচক্ষণতার সঙ্গে)more wiselymost wisely.

ব্যতিক্রম : early.
I came early. My brother came earlier. My sister came earliest of all.
iii) কতকগুলি adverbs-এর degree পরিবর্তন কোন বাঁধাধরা নিয়মে হয় না। যেমন—

PositiveComparativeSuperlative
Badly (মন্দভাবে)worseworst.
Far (দূরে)further/ fartherfurthest/ farthest
Little (অল্প করে)lessleast
Much (অনেকটা)
moremost
Well (ভাল ভাবে)betterbest

মনে রাখবে : far, little, much প্রভৃতি words, adjective এবং adverb এই দুইভাবেই ব্যবহৃত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন