(PERSON - পুরুষ) যে word এর সাহায্যে কোনো Sentence এ বক্তা, শ্রোতা এবং বক্তা বা শ্রোতা নয় এমন অন্য কাউকে বোঝায় তাকে Person বা পুরুষ বলে।
Types of Person
বাংলায় যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ, ইংরেজিতে তেমনি পুরুষ তিন প্রকার। যথা –
(i) First Person - উত্তম পুরুষ
(ii) Second Person - মধ্যম পুরুষ
(iii) Third Person - প্রথম পুরুষ
FIRST PERSON - উত্তম পুরুষ (আমি, আমরা)
বক্তা বা বক্তারা নিজেদের বোঝাতে যে সকল Pronoun ব্যবহার করে সেগুলিই First Person বা উত্তম পুরুষ।
- I read a book. - আমি একটি বই পড়ি।
- We are boys. - আমরা বালক।
- My pen is red. - আমার কলমটি লাল।
- Our house is green. – আমাদের ঘরটি সবুজ।
মেনে রাখবে :
i-এর দলভুক্ত সব Pronoun-ই First Person, উপরের প্রথম বাক্যে i, দ্বিতীয় বাক্যে We, তৃতীয় বাক্যে My ও চতুর্থ বাক্যে Our First Person. Mine - আমার, Our—আমাদের প্রভৃতিও First Person.
SECOND PERSON - মধ্যম পুরুষ (তুমি, তোমরা)
বক্তা বা বক্তারা যাকে সম্বোধন করে কিছু বলে তাহার বা তাহাদের নামের পরিবর্তে যে সকল Pronoun ব্যবহৃত হয় সেগুলিই Second Person বা মধ্যম পুরুষ।
- You eat rice. - তুমি ভাত খাও।
- You play football. - তোমরা ফুটবল খেল।
- Your toy is good. - তোমার খেলনাটি ভাল।
- Your pens are red — তোমাদের কলমগুলি লাল।
মনে রাখবে
“You”-এর দলভুক্ত সবকটি Pronoun হল Second Person. প্রথম Sentence-এতে বা বাক্যে you, দ্বিতীয় বাক্যে you, তৃতীয় বাক্যে your, চতুর্থ বাক্যে your হ'ল Second Person.
THIRD PERSON - প্রথম পুরুষ (সে, তাহারা)
আমি, আমরা, তুমি, তোমরা ভিন্ন পৃথিবীতে যত মানুষ, প্রাণী বা বস্তু আছে সবাই Third Person বা প্রথম পুরুষ।
- He is a doctor and she is a nurse. – তিনি (পুং) একজন ডাক্তার ও তিনি (স্ত্রী) একজন সেবিকা।
- The sky is blue. আকাশ নীল।
- It is a nice car. ইহা হয় একটি সুন্দর গাড়ি।
- They eat rice. - তাহারা ভাত খায়।
মনে রাখবে :
1. বক্তা নিজে ও যাকে বলে তাকে ছাড়া অপর কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে Pronoun ও Noun ব্যবহার করা হয় তাহাকে বা তাহাদিগকে Third Person বা প্রথম পুরুষ বলে।
2. Subject বা কর্তা Third Person, Singular Number ও Present Tense হলে Verb এর শেষে "s” কিংবা “es" বসে।
কতকগুলি Third Person এর উদাহরণ—
He সে (পুং)
She সে (স্ত্রী)
It - ইহা
Its - ইহার
His তাহার (পুং)
Her তাহার/তাহাকে (স্ত্রী)
Him তাহাকে (পুং)
They তাহারা
Them তাহাদিগকে
Their তাহাদের
Theirs তাহাদের
This এই
That ওই
Those ওইগুলি
These এইগুলি
→ বিঃ দ্রঃ (i) সকল বা যাবতীয় Noun হ'ল Third Person.
(ii) i ও you, Pronoun হইতে জাত সকল Pronoun ছাড়া যাবতীয় Noun, Pronoun হল Third Person.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন