Infinitive Verb in Bengali


Infinitive meaning in Bengali
Infinitive শব্দের অর্থ হল (Infinitive-/noun/অসীম বা অসমাপিকা ক্রিয়াবিশেষ।)

Infinitive Verb কাকে বলে? Infinitive Verb এর ব্যবহার গুলি কী কী?

Infinitive নিয়ে তোমরা এর আগে জেনেছো।
Noun ও Verb-এর বৈশিষ্ট্য নিয়ে Infinitive গঠিত। সুতরাং Infinitive কে Verb- Noun বলা হয়ে থাকে। সাধারণত কোনো উদ্দেশ্য বোঝাতে 'Infinitive' ব্যবহৃত হয়। যেমন to Sing (গান করা উদ্দেশ্য), to catch (ধরা উদ্দেশ্য), to help (সাহায্য করা উদ্দেশ্য)৷
[Infinitive is a verb form that usually follows 'to']
Forms of infinitive:  সাধারণ infinitive যেমন— to go, to work, ছাড়াও infinitive এর progressive, perfect এবং passive form আছে ৷ যেমন— to be sitting, to have come, to be done.

Infinitive - এর ব্যবহার :

(i)  Infinitive , verb-এর Subject হতে পারে যেমন— To forgive is divine. (ক্ষমা করা স্বর্গীয় কাজ)


(ii)  Infinitive, verb-এর object হতে পারে ৷ যেমন—

The boy expected to pass. (বালকটি পাশ করার আশা করেছিল)


(iii)  Infinitive, Verb-এর Complement ( পরিপূরক) হতে পারে ৷ যেমন— The master ordered the servant to go. (মালিক চকরটিকে চলে যেতে আদেশ করল)


(iv)  কিছু কিছু Preposition-এর object ও হতে পারে 

Infinitive । যেমন— The Patient was about to die. (রোগীটি প্রায় মরতে চলেছিল)


(v) না বোধক বাক্য (Negative), 'not' শব্দ সাধারণত Infinitive-এর পূর্বে বসে ৷ যেমন— He preferred not to Sit at the front. (সে সামনে বসতে পছন্দ করল

 না)


(vi)  Infinitive কে Continuous Tense - এ ব্যবহার করা যায় ৷ যেমন— The sportsman is lucky to be winning. ( জিততে চলেছে বলে খেলোয়াড়টি ভাগ্যবান ৷)


(vii) Infinitive, perfect tense - এর মতো ব্যবহৃত হয়ে থাকে ৷ যেমন— She would like to have seen the picture. (তার সিনেমাটি দেখা পছন্দ হতে পারে ৷)


নীচের Sentence গুলি লক্ষ্য করলে Infinitive - এর ব্যবহার বুঝতে পারবে :


A government has to borrow money when its expenditure exceeds its income. (আয়ের থেকে ব্যয় বেশি হলে সরকারকে টাকা ধার করতে হয় ৷)

I desired to meet him. (আমি তার সঙ্গে দেখা করার আশা করেছিলাম ৷)

She desired to divide the oranges. (কমলাগুলি তিনি ভাগ করতে মনস্থ করেছিলেন ৷) 

She wants to learn German. (তিনি জার্মান ভাষা শিখতে চান ৷)

I intend to play cricket. (আমি ক্রিকেট খেলতে ইচ্ছা করি ৷)


উপরের প্রত্যেক sentence - এ Infinitive -কে উদ্দেশ্য বোঝাতে প্রয়োগ করা হয়েছে ৷


কোথায় কোথায় Infinitive (= to + verb ) উহ্য থাকে :

(i)  সাধারণত modal auxiliary verb যেমন— will, shall, can, do, must, may,-এর পরে Infinitive উহ্য থাকে ৷ যেমন— I can do it. (আমি এটা করতে চাই)
He will go home.(সে বাড়ি যাবে।)

(ii)  feel, hear, say, watch প্রভৃতি verb-এর পরে Infinitive সাধারণত উহ্য (understood) থাকে —
she heard him say this. (সে তাকে একথা বলতে শুনেছিল ৷)
কিন্তু 'hear' বা 'see' - কে Passive এব্যবহার করলে Infinitive হয় ৷)
The boy was seen to enter there. (বলকটিকে ঘরে ঢুকতে দেওয়া গিয়েছিল।)

(iii)  'but' ও 'except' শব্দের পরে ' to' উই্য থাকে, যখন form - টি এরকম হয়ে থাকে - do + anything / nothing / everything. যেমন— 
She does nothing but lament. (তিনি অনুশোচনা ছাড়া আর কিছু করেন না ৷)
My dog does everything but speak. (কথা বলা ছাড়া আমার কুকুর সব করে ৷)

(iv)  'Help' শব্দের পরে Infinitive  বসতেও পারে আবার নাও পারে —
She helped us do it. (তিনি এটা করতে আমাদের সাহায্য করেছিলেন ৷)
যদি দুটো Infinitive - কে 'and' দিয়ে যোগ করা হয়, তাহলে দ্বিতীয় Infinitive - এর ক্ষেত্রে 'to' সাধারণত দরকার হয় না ৷
She intends to stay in her room and write letters.( তিনি তার ঘরে থেকে চিঠি লিখতে চান ৷)
(এক্ষেত্রে to write হল না ৷)

(v)  'Rather', 'Sooner than'-এর পরে সাধারণত  'to' ব্যবহৃত হয় না ৷
He would die rather than yield. (সে মৃত্যুবরণ করবে, বশ্যতা স্বীকার করবে না ৷)

(vi) 'Let', 'make', 'watch', 'notice', verb-এর পরে 
 ' to ' ব্যবহৃত হয় না ৷
Don't let it worry you. (এটিকে নিয়ে দুশ্চিন্তা করবে না ৷)

(vii)  Verb 'be' এর পরে Infinitive এর Predicative ব্যবহার হয় ৷
The house is tolet. (বাড়িটি ভাড়া দেওয়া হবে ৷)
She is to blame. (তাকে দোষ দিতে হবে ৷)
অনেক সময় Passive Infinitive ব্যবহার করা হয় ৷
Rina was nowhere to be found. (রিনা কে কোথাও পাওয়া যায়নি ৷)

(ix)  'Let', 'make',watch', notice verb থাকলে passive করতে to infinitive হয় ৷
They were made to go. (তাদের যেতে বাধ্য করা হয়েছিল ৷)
She was noticed to stop a taxi. (তাকে ট্যাক্সি থামাতে দেখা গিয়েছিল ৷)
I have done nothing except send for the doctor. (ডাক্তারকে ডেকে আনা ছাড়া আমি আর কিছু 
করিনি ৷)

(X)  শুধুমাত্র 'to' ব্যবহার করা যায় পুরো infinitive ব্যবহার না করে ৷
Are you and Tuhin going there ? = We hope to. (= to go there) আবার কখনও কখনও to সহ infinitive কেও বাদ্ দেওয়া যায় ৷
Come when you want ( = … when you want to Come.)

(xi)  প্রশ্ন (question) এবং প্রস্তাব ( suggestion) যখন why (noty) দিয়ে করা হয় তখন ' to ' কে উহ্য রাখা যায় – Why pay more ? Why not take a holiday ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন