কোনো Noun -এর সঙ্গে অপর কোনো Noun -এর অধিকার (possession) বা সম্বন্ধ (relation) বোঝায় তাকে Possessive Noun বলা হয়।
নীচের sentences গুলি লক্ষ করো :
⬛ This is Ranjan's bat.
এখানে bat-টির মালিক কে প্রশ্ন করলে উত্তর আসে— Ranjan -এর। অর্থাৎ Ranjan-এর সঙ্গে bat-এর সম্বন্ধ বোঝাচ্ছে।
⬛ These are Kamal's books.
এখানে books-এর মালিক কে? Kamal তাই Kamal-এর সঙ্গে books-এর সম্বন্ধ স্পষ্ট হয়েছে।
⬛ This is a boys' school.
এখানে school-এর মালিক কে? boys – তাই boys-দের সঙ্গে school-এর সম্বন্ধ সহজেই অনুমেয়।
অতএব, কোনো Noun -এর সঙ্গে অপর কোনো Noun -এর অধিকার (possession) বা সম্বন্ধ (relation) বোঝাতে possessive forms ব্যবহার করা হয়।
যেমন ওপরের sentence-গুলো থেকে লেখা যায়—
⬛ Ranjan's bat
Ranjan মালিক এবং Singular Noun. তার অধিকারে যে জিনিসটি আছে, সেটিও Noun. অতএব form টি হবে Noun + 's + Noun.
i.e. Ranjan + 's + bat
⬛ Kamal's books
মালিক Kamal এবং Singular Noun. তার অধিকারে আছে books. সুতরাং form-টি এরকম দাঁড়ায় - Noun + 's + Noun.
i.e. Kamal + 's + books
⬛ boys' school
বালিকা boys এবং Plural Noun তাদের অধিকারে আছে school. সুতরাং formটি হবে— Noun + ' + Noun.
i.e. boys + ' + school
* মালিক Plural Number হলে s-এর মাথায় ঊর্ধ্ব কমা বসবে।
Possessive Forms Of Nouns -(বিশেষ্যর সম্বন্ধ-সূচক রূপ)
Use of ('s), ( ' ) and (of)
Uses - 1. Singular Noun-এর শেষে ('S) (ঊর্ধ্বকমা -apostrophe ) যোগ করে possessive করা হয়।
Examples -
Brother's book - ভাইয়ের বই
Uncle's umbrella - কাকার ছাতা
Mr. Ray's house - শ্রীযুক্ত রায়ের বাড়ি
Kali's mother - কালীর মা
Uses - 2. Plural Noun-এর শেষে (s) থাকলে শুধু ঊর্ধ্ব কমা (') যোগ করে possessive করা হয়।
Examples -
Girls' school-বালিকাদের বিদ্যালয়
Teachers' room - শিক্ষকদের ঘর
Ladies' hostel - মহিলাদের আবাস
Birds' wings - পাখিদের ডানা
Uses - 3. Plural Noun-এর শেষে (s) না থাকলে ('s) যোগ করে possessive করতে হয়।
Examples -
Children's park - শিশুদের উদ্যান
Women's college - মহিলাদের কলেজ
People's money - জনগণের টাকা
Men's dress - পুরুষদের পোশাক
Uses - 4. একাধিক শব্দ দ্বারা গঠিত Noun-এর শেষ word-এর সঙ্গে ('s) যোগ করে possessive করা হয়।
Examples -
Son-in-law's car - জামাইয়ের গাড়ি
Sister-in-law's house - শ্যালিকার বাড়ি
Father-in-law's taxi - শ্বশুরের ট্যাক্সি
Man-servant's bag - পরিচারকের ব্যাগ
Uses - 5. অচেতন বা প্রাণহীন Noun-এর শেষে ('s) বা (') ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে মালিক Noun-এর আগে of যোগ করে possessive করা হয়।
Examples -
Village's road [×]
-the road of the village [✓]
Room's floor [×]
-the floor of the room [✓]
Room's window [×]
-the window of the room [✓]
Table's legs [×]
-the legs of the table [✓]
Uses - 6. কিছু কিছু অপ্রাণীবাচক Noun-এর শেষে ('s) যোগ করে possessive করা হয়।
Examples -
Today's news - আজকের খবর
A week's leave - এক সপ্তাহের ছুটি
Nature's call - প্রকৃতির ডাক
Death's door - মৃত্যুর দরজা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন