Pronoun of english grammar in Bengali


Pronoun in Bangla প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা the noun gender সম্পর্কে আলোচনা করেছি, আজ আমার Pronoun এর বিষযে বিস্তারিত ভাবে আলোচনা করবো এবং মনে রাখবো।

Pronoun কাকে বলে ?

A pronoun is a word which is used instead of a noun or in relation to a noun.
তোমরা জেনেছ যে noun এর পরিবর্তে অথবা noun এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যে word বাক্যে ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে। আমরা বাংলা ব্যাকরণে যাকে সর্বনাম বলি তাকেই ইংরেজিতে pronoun বলা হয়।

Pronoun কয় প্রকার ও কী কী ?/ Pronoun এর প্রকারভেদ ?

Pronoun সাধারণত আট ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন -
1. Personal pronoun
2. Reflexive and Emphatic pronoun
3. Demonstrative Pronoun
4. Interrogative Pronoun
5. Relative Pronoun
6. Distributive Pronoun
7. Indefinite Pronoun
8. Reciprocal Pronoun

✍️ Personal Pronoun :
যে Pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে personal Pronoun বলে। I, we, us, you, he, she, him, her, it, thay, them প্রভৃতি personal pronoun.
এই প্রসঙ্গে person বা পুরুষ কয় প্রকার ও কি কি সে বিষয়ে জানা যাক।
Person বা পুরুষ তিন প্রকার। যেমন -

1. First person বা উত্তম পুরুষ। বক্তা হল উত্তম পুরুষ বা first person। I, we, me, us, ইত্যাদি।
The first person is the person speaking. I, we, me, us, ours etc are pronouns of the first person.

2. Second person বা মধ্যম পুরুষ। শ্রোতা হল মধ্যম পুরুষ। You, your, yours ইত্যাদি।
The second person is the person spoken to. You, your, yours, etc. are pronouns of the second person.

3. Third person বা প্রথম পুরুষ। যাঁর বিষয়ে বক্তব্য রাখা হয়, তিনি হলেন প্রথম পুরুষ। He, him, she, her, it, thay, them, their ইত্যাদি।
The third person is the person spoken about. he, him, his, she, her, it, thay, them, their etc. are pronouns of the third person.
Personal pronoun  এর বিভিন্ন আকার এবং তার কিভাবে ব্যবহৃত হয় তার একটি ছক নিচে দেওয়া হল :

    Case

  Person

          Number



  Singular

    Plural

Nominative

Objective

Possessive


     1st

      I

      Me

 My, Mine

      We

       Us

 Our, Ours

Nominative

Objective

Possessive


    2nd

    You

     You

Your, yours

      You

       Your

Your/yours

Nominative

Objective

Possessive


     3rd

He/She, It

Him/Her, It

His/Her, It

        Thay

        Them

 Their, Theirs


Uses of it
ছাত্র-ছাত্রীরা প্রায়ই it এর সঠিক ব্যবহার করতে পারে না। সাধারণত : third person, singular number এবং neuter gender এ 'it' এর ব্যবহৃত হয়। It এর ভিন্ন ব্যবহার জেনে নাও।

1. কোন বস্তুর পরিবর্তে it এই pronoun টি ব্যবহৃত হয়। The pen is very costly. I got it from my aunt.

2. প্রাণীর পরিবর্তে it ব্যবহৃত হয়, যদি সেইটি স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ তা অজানা থাকে। যেমন - Hush! The baby is sleeping. Don't disturb it.

3. নিম্ন শ্রেণীর প্রাণী ও কীটপতঙ্গের পরিবর্তে it ব্যবহার করা হয়। যেমন - the dog wags its tail to show that it is happy.

4. Impersonal বা নৈর্ব্যক্তিক ক্রিয়ার কর্তা হিসেবে it ব্যবহৃত হয়। যেমন - 
It may rain to day.
It is snowing.

5. সময়, আবহাওয়া ইত্যাদি নির্দেশ করতে Be - verb এর subject রূপে it ব্যবহৃত হয়। যেমন -
It is autumn now.
It is a fine day.
It is half past ten.

✍️ Reflexive pronoun :
Personal pronoun এর সঙ্গে 'self' যোগ করে Reflexive pronoun গঠন করা হয়। ক্রিয়ার কাজকে Reflexive pronoun, subject বা কর্তার উপরে প্রতিফলিত করে।
Read the following sentences :
1. The girl washes the clothes herself.
    মেয়েটি তার জামাকাপড় নিজেই ধোয়।
2. We do our homework ourselves.
    আমরা নিজেরাই আমাদের বাড়ির কাজ করি।
3. Ananda blamed himself for the accident.
    আনন্দ দুর্ঘটনার জন্য নিজেকে দোষী করল।
4. They gave me the news themselves.
    তারা নিজেরাই আমাকে সংবাদটির দিয়েছিল।
উপরের sentence গুলিতে herself, ourselves, himself, এবং themselves. এই pronoun গুলি object এবং প্রত্যেকটি sentence এ subject ও object একই ব্যক্তিকে বা ব্যক্তিদের বোঝায় এই ধরনের Pronoun গুলি Reflexive pronoun।

Reflexive pronoun এর সংজ্ঞা আমরা এই ভাবে দিতে পারি যে - 
যে self-pronoun ক্রিয়ার কাজকে কর্তার উপর প্রতিফলিত করে তাকে Reflexive pronoun বলে।
(Self-pronoun used as the receiver of an action are called Reflexive pronoun.)
নীচে Reflexive pronoun এর একটি তালিকা দেওয়া হল :
I - myself
We - ourselves
You - yourself (singular)
You - yourselves (plural)
He - himself
She - herself
It - itself
They - themselves

Emphatic pronoun :
কখনও কখনও self-pronoun কোন বক্তব্যকে জোর দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের self-pronoun কে Emphatic pronoun বলে। নীচের sentence গুলি লক্ষ্য কর :
1. She herself opened the door.
    সে নিজেই দরজাটি খুলে দিয়েছিল।
2. You yourself can do it.
    তুমি নিজেই এটা করতে পার।
3. I myself informed the police of the theft.
    আমি নিজেই পুলিশকে চুরির খবরটি জানিয়েছিলাম।
উপরের sentence গুলিতে herself, yourself, এবং myself. এই self-pronoun গুলি জোর দিয়ে বলবার জন্য noun বা pronoun এর ঠিক পরেই বসেছে। এরা সব Emphatic pronoun.

✍️ Demonstrative pronoun :
Demonstrate কথাটির অর্থ হল স্পষ্ট করা বা নির্দেশ করা। যেহেতু এই জাতীয় pronoun গুলি পূর্বে উল্লিখিত শব্দ, বাক্য বা ধারনাকে নির্দেশ করে সেইজন্য এদের Demonstrative pronoun বলা হয়।
কোন word কে জোরের সঙ্গে উপস্থাপিত বা অবতারণা করার জন্যও এই ধরনের pronoun ব্যবহার করা হয়। যেমন - this, that, these ও those. এই গুলি Demonstrative pronoun. নীচের sentence গুলি পড়।
1. This is a paper mill.
    এইটি একটি কাগজ কল।
2. These are my books.
    এইগুলি আমার বই।
3. That is our school.
    ঐটি আমাদের স্কুল।
4. Those are new books.
    ঐগুলি নতুন বই।
উপরের sentence গুলিতে this, these, that, ও those এই word গুলি Pronoun রুপে ব্যবহৃত হয়েছে। 1 নং sentence এ 'this' এই Word টি paper mill কে নির্দেশ করছে। 2 নং sentence এ 'these' এই word টি books কে নির্দেশ করছে। 3 নং sentence এ 'that' school কে এবং 4 নং sentence এ 'those' word টি books কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই Pronoun গুলি যে সকল noun এর পরিবর্তে বসেছে তাদের নির্দেশ করছে এই জাতীয় Pronoun গুলি demonstrative Pronoun.
 [A pronoun that is used to point out the object to which it refers is called a demonstrative Pronoun.]

মনে রাখবে
This, that, these, ও those এই word গুলি যখন sentence এ একা বসে, তখন সেগুলি demonstrative Pronoun. আর যদি এই word গুলি noun এর সঙ্গে বসে তখন সেগুলি demonstrative adjective. যেমন - 
👉 This is my pencil box. (demonstrative Pronoun)
👉 That pencil box is mine. (demonstrative adjective)
👉 These are your marbles. (demonstrative Pronoun)
👉 Those marbles are his. (demonstrative adjective)

✍️ Interrogative Pronoun.
Read the following sentences :
i) Why did he come to you ?
    সে তোমার কাছে এসেছিলো কেন ?
ii) Who is there ?
     ওখানে কে ?
iii) What is a mystery ?
      রহস্য কি ?
iv) Whom did she speak to ?
      কার সঙ্গে সে কথা বলেছিল ?
v) What is the news ?
     খবর কি ?
উপরের sentence গুলিতে why, who, what, ও whom এই Pronoun গুলি এক একটি প্রশ্ন জিজ্ঞাস করার জন্য ব্যবহৃত হয়েছে। প্রশ্নবোধক বাক্যের প্রথমে যে Pronoun ব্যবহৃত হয়, তাকে Interrogative Pronoun বলে।
'Who' এই Interrogative Pronoun টি  কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য।
'What' এই Interrogative Pronoun টি ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তবে 'What' ব্যাক্তির ক্ষেত্রে ব্যবহৃত হলে তা ব্যক্তির পেশা, কাজ, চরিত্র, ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করে। যেমন -
What is it ? - (এটা কি) বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
What is your father ? - (তোমার পিতা কি করেন ?) ব্যক্তির পেশা বা কাজ সম্পর্কে প্রশ্ন করছে।
'Whose' হল possessive Interrogative Pronoun. কোন বস্তুর মালিক বা অধিকারী কে সেই প্রশ্ন করার জন্য whose ব্যবহার করা হয়। অর্থাৎ কোন noun বা pronoun এর অধিকার সমন্ধে whose এই interrogative Pronoun টি প্রশ্ন করে।
'Whom' এর অর্থ কার উদ্দেশ্যে বা কাকে। এই Interrogative Pronoun টি objective case বা কর্মকারকে ব্যবহৃত হয়। Whom সাধারণত : preposition এর সঙ্গে ব্যবহৃত হয়। Preposition টি অনেক সময় sentence এর শেষে ব্যবহৃত হয়। যেমন -
To whom did you give it ?
With whom did he go there ?
From whom have you bought this umbrella ?
Whom did she speak to ?
মনে রাখবে :
'who' এই Interrogative Pronoun টি কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
'whom' ও ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
'whose' এই Interrogative Pronoun টি ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়।
'what' ও 'which' ব্যক্তিও বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়।
'what' ব্যক্তির পেশা, চরিত্র, সামাজিক অবস্থান ইত্যাদি সম্বন্ধে প্রশ্ন করে এবং বস্তুর ক্ষেত্রে বস্তুর স্বরূপ জিজ্ঞাসা করে।

✍️ Relative Pronoun :
যে Pronoun পূর্ববর্তী কোন noun এর পরিবর্তে বসে দুইটি sentence-কে যুক্ত করে এবং তাদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে relative Pronoun বলে। Relative Pronoun এর ঠিক আগের noun বা pronoun কে antecedent বলা হয়।
[A relative Pronoun relates to some noun going before it and joins two sentences like a conjunction.]
নিচের উদাহরণ গুলি লক্ষ করলে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে।
i) The man who dined with us last night was taken to hospital this morning.
যে লোকটি গতকাল আমাদের সঙ্গে খেয়েছিলেন, আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ii) It is I who should be blamed.
আমাকে দোষী করা উচিত।
iii) The dog that barks, seldom bites.
যে কুকুর ঘেউ ঘেউ করে সে কদাচিৎ কামড়ায়।
iv) The boy whom you saw at Howrah station is my cousin.
যে ছেলেটিকে তুমি হাওড়া স্টেশনে দেখেছিলে সে আমার খুড়তুতো ভাই।
v) The woman whose umbrella you took was very angry with you.
যে মহিলার ছাতা তুমি নিয়েছিলে তিনি তোমার উপর খুব রাগ করেছেন।
vi) The book which I bought from the book fair was written by Bibhuti Bhusan Bandyopadhyay.
যে বইটি আমি বই মেলা থেকে কিনেছিলাম সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
উপরে দেওয়া sentences গুলিতে Who, whom, that, whose, which ইত্যাদি পূর্ববর্তী কোন না কোন noun বা pronoun-এর পরিবর্তে বসে দুইটি sentence-কে যুক্ত করেছে এবং তাদের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে।
প্রথম sentence টি ধরা যাক। ঐ sentence এ 'man' এই noun এর পরিবর্তে 'who' এই pronoun টি ব্যবহৃত হয়েছে এবং তার সঙ্গে সম্পর্কিত হয়ে দুটি sentence-কে যুক্ত করেছে।

✍️ Distributive pronoun :
যে pronoun ব্যক্তি বা বস্তু বিশেষকে পৃথক ভাবে বোঝায় বা এক এক করে নির্দেশ করে, তাকে Distributive pronoun বলে।
নিচে sentence গুলি ভালো করে লক্ষ্য কর :
1. Two boys entered. Each was carrying anag.
দুইটি বালক প্রবেশ করল। প্রত্যেকেই একটি ব্যাগ বহন করেছিল।
2. Each of the windows of the room are broken.
ঘরের প্রত্যেকটি জানালাই ভাঙ্গা।
3. Either of them may attend the meeting.
তাদের মধ্যে যে কেউ সভায় উপস্থিত হতে পারে।
4. Neither of us went to school yesterday.
গতকাল আমরা কেউই স্কুল যাইনি।
উপরের sentence গুলিতে each, either, এবং neither এই pronoun গুলি ব্যক্তি বা বস্তু বিশেষেকে পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে এই pronoun গুলি Distributive pronoun.
মনে রাখবে :
1. Each, either, ও neither. সর্বদাই singular বা একবচন সুতরাং এদের verb সর্বদা singular হবে।
2. Either অর্থাৎ যেকোন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি। তবে দুই এর মধ্যে প্রত্যেকটি এই অর্থে ও either ব্যবহৃত হয়।
We can follow either route. (দুই এর মধ্যে একটি)
There were beggars on either side of the lanes. (দুই এর মধ্যে প্রত্যেকটি)।
3. Neither এই Distributive pronoun টি negative অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এর verb টি affirmative হবে।
Neither of them can do any good.
তাদের মধ্যে কেউই ভালো কিছু করতে পারবে না।
[A Distributive pronoun refers to person or things one at a time.]

✍️ Indefinite pronoun :
Read the following sentences :
1. Few escaped unhurt.
খুব অল্প লোকই অক্ষত অবস্থায় পালিয়েছিল।
2. The boat capsized and all were drowned.
নৌকাটি উল্টে গেল এবং সবাই ডুবে গেল।
3. One can not please all.
কেউই সকলকে খুশি করতে পারে না।
4. Many are of the opinion that afgan war will continue for a long time.
অনেকেই মনে করেন যে আফগান যুদ্ধ অনেক দিন চলবে।
5. Some are born great.
কেউ কেউ মহৎ হয়েই জন্মান।
উপরের sentence গুলিতে few, one, all, many ও some. সাধারণভাবে ও অস্পষ্ট ভাবে কোন ব্যক্তিকে নির্দেশ করছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কে উল্লেখ করছে না। এই জাতীয় pronoun কে Indefinite pronoun বলা হয়।
প্রথম sentence টিতে few দ্বারা অল্প সংখ্যক ব্যক্তিকে, দ্বিতীয় sentence টিতে all বলতে সকলকে, তৃতীয় sentence এ one বলতে সাধারণভাবে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কে উল্লেখ করছে না। এই জন্য এই ধরনের pronoun কে Indefinite pronoun বলা হয়।

✍️ Reciprocal pronoun :
দুই এর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে এবং দুই এর বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে যথাক্রমে 'each other' এবং 'one another' ব্যবহার করা হয়। এদের Reciprocal pronoun বলে। একে অপরকে এই অর্থে each other  এমন দুই এর বেশি বোঝাতে one another ব্যবহৃত হয়।
i) The two friends help each other in their need.
দুই বন্ধু তাদের প্রয়োজনে একে অপরকে সাহায্য করে।
= The two friends help, each helps the other.

ii) The girls began to quarrel with one another.
বালিকারা পরস্পর পরস্পরের সঙ্গে ঝগড়া শুরু করল।
= The girls began to quarrel, one quarrelled with another.
উপরের sentence দইটিকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে each ও one বাক্যের subject এবং other ও another বাক্যের object।
কিন্তূ each other ও one another অবিচ্ছেদ্যভাবে একে অপরের সঙ্গে জড়িত। এই ধরনের pronoun কে Reciprocal pronoun বলা হয়। কারণ Reciprocal শব্দটির অর্থ হলো পারস্পরিক প্রতিক্রিয়াশীল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন