Spoken English part - 12
1. He shall go home
সে অবশ্যই বাড়ি যাবে
2. I shall see a bird
আমি একটি পাখি দেখব
3. You will see a bird
তুমি একটি পাখি দেখবে
4. He will see a bird
সে একটি পাখি দেখবে
5. We shall see birds
আমরা পাখিদের দেখব
6. You will see birds
তোমরা পাখিদের দেখবে
7. They will see birds
তাহারা পাখিদের দেখবে
8. I shall be playing then
আমি তখন খেলতে থাকব
9. Lekha will be dancing
লেখা নাচিতে থাকিবে
10. The train will be running
ট্রেন চলিতে থাকিবে
11. I shall be seeing a bird
আমি পাখি দেখিতে থাকিব
12. You will be seeing a bird
তুমি পাখি দেখতে থাকবে
13. He will be seeing a bird
সে পাখি দেখতে থাকবে
14. We shall be seeing birds
আমরা পাখিদের দেখিতে থাকিব
15. You will be seeing birds
তোমরা পাখিদের দেখতে থাকবে
16. They will be seeing birds
তাহারা পাখিদের দেখতে থাকবে
17. I shall have reached the school before the rain will come
বৃষ্টি আসিবার পূর্বে আমি বিদ্যালয়ে পৌছাইয়া যাইব
18. Rima will have reached the station before the train will come
ট্রেন আসিবার পূর্বে রিমা স্টেশনে পৌঁছাইয়া যাইবে
19. You will have finished the work before Ram will come
রাম আসিবার পূর্বে তুমি কাজটি শেষ করিয়া ফেলিবে
20. You will have sung
তোমরা গান গাহিয়া থাকিবে
21. I shall have eaten rice
আমি ভাত খাইয়া থাকিব
22. You will have eaten rice
তুমি ভাত খাইয়া থাকিবে
23. He will have eaten rice
সে ভাত খাইয়া থাকিবে
24. We shall have eaten rice
আমরা ভাত খাইয়া থাকিব
25. You will have eaten rice
তোমরা ভাত খাইয়া থাকিবে
26. They will have eaten rice
তাহারা ভাত খাইয়া থাকিবে
27. You will have been reading for three hours before you go to school
বিদ্যালয়ে যাইবার পূর্বে তুমি তিন ঘন্টা যাবৎ পড়তে থাকবে
28. I shall have been making a toy for two hours before I go to school
বিদ্যালয়ের যাইবার পূর্বে আমি দুই ঘন্টা ধরে একটি খেলনা তৈরি করতে থাকব
29. We shall have been talking before the teacher comes
শিক্ষক মহাশয় আসার পূর্ব পর্যন্ত আমরা কথা বলতে থাকব
30. I shall have been playing before you come
তুমি আসিবার পূর্বে আমি খেলিতে থাকিব
31. I shall have been eating rice
আমি ভাত খাইতে থাকিব
32. You will have been eating rice
তুমি ভাত খাইতে থাকিবে
33. He will have been eating rice
সে ভাত খাইতে থাকিবে
34. We shall have been eating rice
আমরা ভাত খাইতে থাকিব
35. You will have been eating rice
তোমরা ভাত খাইতে থাকিবে
36. They will have been eating rice
তাহারা ভাত খাইতে থাকিবে
37. I am a boy
আমি হই একজন বালক
38. she is a girl
সে হয় একজন বালিকা
39. She has a watch
তাহার একটি ঘড়ি আছে
40. You have a pen
তোমার একটি কলম আছে
41. We are idle
আমরা হইয়া অলস
42. Am I a boy
আমি কি একজন বালক
43. Namita saw a good scene
নমিতা একটি সুন্দর দৃশ্য দেখেছিল
44. He ran
সে দৌড়াতো
45. Mrinmoy was a gentleman
মৃন্ময় ভদ্রলোক ছিলেন
46. I saw
আমি দেখেছিলাম
47. You saw
তুমি দেখেছিলে
48. He saw
সে দেখেছিল
49. We saw
আমরা দেখেছিলাম
50. You saw
তোমরা দেখেছিলে
51. They saw
তাহারা দেখেছিল
সে অবশ্যই বাড়ি যাবে
2. I shall see a bird
আমি একটি পাখি দেখব
3. You will see a bird
তুমি একটি পাখি দেখবে
4. He will see a bird
সে একটি পাখি দেখবে
5. We shall see birds
আমরা পাখিদের দেখব
6. You will see birds
তোমরা পাখিদের দেখবে
7. They will see birds
তাহারা পাখিদের দেখবে
8. I shall be playing then
আমি তখন খেলতে থাকব
9. Lekha will be dancing
লেখা নাচিতে থাকিবে
10. The train will be running
ট্রেন চলিতে থাকিবে
11. I shall be seeing a bird
আমি পাখি দেখিতে থাকিব
12. You will be seeing a bird
তুমি পাখি দেখতে থাকবে
13. He will be seeing a bird
সে পাখি দেখতে থাকবে
14. We shall be seeing birds
আমরা পাখিদের দেখিতে থাকিব
15. You will be seeing birds
তোমরা পাখিদের দেখতে থাকবে
16. They will be seeing birds
তাহারা পাখিদের দেখতে থাকবে
17. I shall have reached the school before the rain will come
বৃষ্টি আসিবার পূর্বে আমি বিদ্যালয়ে পৌছাইয়া যাইব
18. Rima will have reached the station before the train will come
ট্রেন আসিবার পূর্বে রিমা স্টেশনে পৌঁছাইয়া যাইবে
19. You will have finished the work before Ram will come
রাম আসিবার পূর্বে তুমি কাজটি শেষ করিয়া ফেলিবে
20. You will have sung
তোমরা গান গাহিয়া থাকিবে
21. I shall have eaten rice
আমি ভাত খাইয়া থাকিব
22. You will have eaten rice
তুমি ভাত খাইয়া থাকিবে
23. He will have eaten rice
সে ভাত খাইয়া থাকিবে
24. We shall have eaten rice
আমরা ভাত খাইয়া থাকিব
25. You will have eaten rice
তোমরা ভাত খাইয়া থাকিবে
26. They will have eaten rice
তাহারা ভাত খাইয়া থাকিবে
27. You will have been reading for three hours before you go to school
বিদ্যালয়ে যাইবার পূর্বে তুমি তিন ঘন্টা যাবৎ পড়তে থাকবে
28. I shall have been making a toy for two hours before I go to school
বিদ্যালয়ের যাইবার পূর্বে আমি দুই ঘন্টা ধরে একটি খেলনা তৈরি করতে থাকব
29. We shall have been talking before the teacher comes
শিক্ষক মহাশয় আসার পূর্ব পর্যন্ত আমরা কথা বলতে থাকব
30. I shall have been playing before you come
তুমি আসিবার পূর্বে আমি খেলিতে থাকিব
31. I shall have been eating rice
আমি ভাত খাইতে থাকিব
32. You will have been eating rice
তুমি ভাত খাইতে থাকিবে
33. He will have been eating rice
সে ভাত খাইতে থাকিবে
34. We shall have been eating rice
আমরা ভাত খাইতে থাকিব
35. You will have been eating rice
তোমরা ভাত খাইতে থাকিবে
36. They will have been eating rice
তাহারা ভাত খাইতে থাকিবে
37. I am a boy
আমি হই একজন বালক
38. she is a girl
সে হয় একজন বালিকা
39. She has a watch
তাহার একটি ঘড়ি আছে
40. You have a pen
তোমার একটি কলম আছে
41. We are idle
আমরা হইয়া অলস
42. Am I a boy
আমি কি একজন বালক
43. Namita saw a good scene
নমিতা একটি সুন্দর দৃশ্য দেখেছিল
44. He ran
সে দৌড়াতো
45. Mrinmoy was a gentleman
মৃন্ময় ভদ্রলোক ছিলেন
46. I saw
আমি দেখেছিলাম
47. You saw
তুমি দেখেছিলে
48. He saw
সে দেখেছিল
49. We saw
আমরা দেখেছিলাম
50. You saw
তোমরা দেখেছিলে
51. They saw
তাহারা দেখেছিল
Thanks for visiting our website !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন