25 short sentences of Spoken English in Bangla

Daily use English sentences with Bangla
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি বাক্য এবং তার সঙ্গে কিছু কিছু শব্দের অর্থ গুলি দেওয়া হল। এই বাক্য গুলি আপনাদের কথা বলার দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। নিচে দেওয়া sentences গুলিকে মনে রাখবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন। 

Spoken English (part - 3)

1. May god bless your Son - ঈশ্বর তোমার পুত্ৰকেআশীর্বাদ করুন ৷
(Bless - আশীর্বাদ করা) (Son - পুত্ৰ)

2. Oh ! what a beautiful garden is this - আহা কি সুন্দর উদ্যান !
(Oh ! - আহা) (beautiful - সুন্দর) (garden - উদ্যান/বাগান)

3. Hurrah ! we have won the game - কি মজা! আমরা খেলায় জিতেছি ৷
(Hurrah ! - কি মজা!) (we - আমরা) (game - খেলা) (won - যেতা/জয়লাভ করা)

4. Alas ! He has lost his Father - হায় ! সে তার বাবাকে হারিয়েছি ৷
(Alas ! - হায় !) (lost - হারিয়েছে) (He - সে) (his - তার) (Father - বাবা)

5. fie ! you are a thief - ধিক ! তুমি চোর ৷
(fie ! - ধিক !) (thief - চোর)

6. How happy we are here - আমরা এখানে কতই সুখী !
(How - কত) (here - এখানে) (happy - সুখী)

7. What a beautiful house is this - এই বাড়িটি কি সুন্দর !
(What - কি) (house - বাড়ি) (this - এই)

8. He can do this work - সে এই কাজটি করতে পারে।
(can - পারা) (work - কাজ)

9. Ram will play foot-ball - রাম ফুটবল খেলবে ৷
(play - খেলা)

10. Are you happy now - এখন তুমি কি সুখী ?
(Are you - তুমি কি) (now - এখন)

11. Is he a player - সে কি একজন খেলোয়াড় ?
(Is he -  সে কি) (player - খেলোয়াড়)

12. You will not play foot-ball - তুমি ফুটবল খেলবে না ৷
(You - তুমি) (will not play - খেলবে না)

13. Do not go there - সেখানে যেও না ৷
(Do not - না) (go - যাওয়া) (there - সেখানে)

14. open the window - জানালা খোল ৷
(open - খোলা) (window - জানালা)

15. God might bless him - ঈশ্বর তাঁকে আশীর্বাদ করবেন ৷
(might bless - আশীর্বাদ করবেন) (him - তাঁকে)

16. May his soul rest in Peace - তাঁর আত্মার শান্তি হোক ৷
(soul - আত্মা) (Peace - শান্তি)

17. Do not open the window - জানালা খোল না ৷
(Do not open - খোল না)

18. Hurrah ! I have passed the examination - কি আনন্দ ! আমি পরীক্ষায় পাশ করেছি ৷
(Hurrah ! - কি আনন্দ) (I - আমি) (examination - পরীক্ষা)

19. Hurrah ! India has won the match - কি আনন্দ ! ভারত ম্যাচ জিতেছে ৷
(India - ভারত) (won - যেতা)

20. India is great - ভারত মহান।
(great - মহান)

21. Health is wealth - স্বাস্থ্যই সম্পদ।
(Health - স্বাস্থ্য) (wealth - সম্পদ)

22. Kindness is the best virtue - দয়াই শ্রেষ্ঠ গুন।
(Kind - দয়া) (best virtue - শ্রেষ্ঠ গুন)

23. The cow eats grass - গরু ঘাস খায়।
(cow - গরু) (eat - খাওয়া) (grass - ঘাস)

24. The tiger eats meat - বাঘ মাংস খায়।
(tiger - বাঘ) (meat - মাংস)

25. Roma likes the toy - রমা খেলনা ভালোবাসে।
(like - পছন্দ করা) (toy - খেলনা)


Daily use sentences for Practice.
নিচে দেওয়া বাক্য গুলিকে ইংরেজিতে বলার চেষ্টা করুন।
1. ঈশ্বর তোমার পুত্ৰকেআশীর্বাদ করুন ৷
2. আহা কি সুন্দর উদ্যান !
3. কি মজা ! আমরা খেলায় জিতেছি ৷
4. হায় ! সে তার বাবাকে হারিয়েছি ৷
5. ধিক ! তুমি চোর ৷
6. আমরা এখানে কতই সুখী !
7. এই বাড়িটি কি সুন্দর !
8. সে এই কাজটি করতে পারে
9. রাম ফুটবল খেলবে ৷
10. এখন তুমি কি সুখী ?
11. সে কি একজন খেলোয়াড় ?
12. তুমি ফুটবল খেলবে না ৷
13. সেখানে যেও না ৷
14. জানালা খোল ৷
15. ঈশ্বর তাঁকে আশীর্বাদ করবেন ৷
16. তাঁর আত্মার শান্তি হোক ৷
17. জানালা খোল না ৷
18. কি আনন্দ ! আমি পরীক্ষায় পাশ করেছি ৷
19. কি আনন্দ ! ভারত ম্যাচ জিতেছে ৷
20. ভারত মহান।
21. স্বাস্থ্যই সম্পদ।
22. দয়াই শ্রেষ্ঠ গুন।
23. গরু ঘাস খায়।
24. বাঘ মাংস খায়।
25. রমা খেলনা ভালোবাসে।

Thanks for visiting our website !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন