50 Sentences of Spoken English (English to Bangla)


English sentences for daily use প্রত্যেকদিন ব্যবহৃত ইংরেজি বাক্য। এই বাক্য গুলিকে সর্বদা ব্যবহার করে আপনাদের কথা বলার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন।

Spoken English Part - 8

1. Alas ! I have lost all.
    হায় ! আমার সব হারিয়ে গেছে।

2. Hurrah ! We have won the match.
    কি আনন্দ ! আমরা খেলায় জিতেছি।

3. Fie ! You are a thief.
    ছিঃ ছিঃ ! তুমি চোর।

4. Bravo ! You have also played well.
    সাবাস ! তুমি অবশ্যই ভালো খেলেছ।

5. Good bye ! Mrs. Sen, come again.
    বিদায় শ্রীমতি সেন ! আবার আসবেন।

6. Welcome, Mr. Das ! Please come here.
    স্বাগতম শ্রী দাস ! অনুগ্রহ করে এখানে আসবেন।

7. O! It is very sad news.
     ওহো ! খুব খারাপ খবর।

8. Oh ! It is very hot.
    ওহো ! কি গরম।

9. Hai ! Are you not prof. Roy ?
    এই যে ! আপনি কি অধ্যাপক রায় নন ?

10. Dalia's toy is this.
      এইটি হয় ডালিয়ার খেলনা।

11. Bina's pen is red.
      বীণার কলমটি লাল।

12. Sima's father is a doctor.
       সীমার বাবা একজন ডাক্তার।

13. Ruma's mother is a teacher.
       রুমার মা একজন শিক্ষিকা।

14. Boys' school.
      ছেলেদের বিদ্যালয়।

15. Girls' college.
      মেয়েদের মহাবিদ্যালয়।

16. Students' hostel.
      ছাত্রাবাস।

17. Rahul, Rabin and Pritam's house is this.
      এই বাড়িটি রাহুল, রবিন ও প্রীতমের।

18. Bimal and Bijan's garden is there.
      বিমল ও বিজনের বাগান সেখানে।

19. My son-in-law's school is this.
      এই হয় আমার জামাইয়ের বিদ্যালয়।

20. Father-in-law's house.
      শ্বশুরের ঘর।

21. Ram, come here.
       রাম, এখানে এসো।

22. Oh god ! save this patient !
      হে ভগবান ! রোগীর জীবন বাঁচান।

23. Haren, stand up.
       হরেন, দাঁড়াও।

24. Father, give me a hundred rupees note.
      বাবা, আমাকে একটি একশ টাকার নোট দিন।

25. My teacher, Ganesh Babu, is ill.
      আমার শিক্ষক গণেশ বাবু অসুস্থ।

English Sentences - ইংরেজি বাক্য (English to Bangla)

26. My daughter, Pritha is a teacher.
      আমার কন্যা, পৃথা একজন শিক্ষিকা।

27. My friend, Ashok is a police man.
      আমার বন্ধু, অশোক একজন পুলিশ।

28. I was an infant.
      আমি শিশু ছিলাম।

29. He made a house.
      সে বাড়ি তৈরি করেছিল।

30. Sushil went to Delhi.
      সুশীল দিল্লী গিয়েছিল।

31. I wrote a letter.
      আমি চিঠি লিখেছিলাম।

32. Hena will be a nurse.
      হেনা একজন সেবিকা হবে।

33. I shall be a doctor.
       আমি ডক্টর হব।

34. I will go to Kolkata on coming Monday.
      আমি আগামী সোমবার কলকাতা যাবো।

35. You shall sleep at night.
       তুমি অবশ্যই রাত্রে ঘুমাবে।

36. He shall come in the invitation tomorrow
      সে অবশ্যই নিমন্ত্রনে আগামীকাল আসবে।

37. He has a nice flower.
      তাহার একটি সুন্দর ফুল আছে।

38. The clock was not correct.
       ঘড়িটি ঠিক ছিল না।

39. You will be a good workers.
      তোমরা ভাল কর্মী হবে।

40. My father's name is Biren Roy.
       আমার বাবার নাম বীরেন রায়।

41. No, I have a book.
      না, আমার একটি বই আছে।

42. Praveen will go to school.
      প্রবীণ বিদ্যালয় যাবে।

43. Now it is neither summer nor winter.
      এখন গ্রীষ্ম নয় শীত ও নয়।

44. Lata is neither short nor tall but she is very beautiful.
লতা বেঁটে নয় লম্বাও নয় কিন্তু সে খুব সুন্দরী।

45. Neither you nor I go.
      তুমিও যাবে না আমিও যাব না।

46. The girl is absent because she is ill.
      বালিকাটি অনুপস্থিত কারণ সে অসুস্থ।

47. Tumpa cannot jump because she is lame.
      টুম্পা লাফাতে পারে না কারণ সে খোঁড়া।

48. Barun is strong because he eats complan
      বরুণ শক্ত কারণ সে কমপ্লান খায়।

49. Hello ! Look at me.
      ওহে ! আমার দিকে তাকাও।

50. Hush ! The teacher is coming.
      চুপ ! শিক্ষক মহাশয় আসছেন।

Thanks for visiting our website !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন