What is adjective (English Grammar) বাংলায় শেখো।


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা pronoun সম্পর্কে আলোচনা করেছি, আজ আমরা adjective বিষয় সম্পর্কে আলোচনা করব।

Adjective শব্দের অর্থ কী? Adjective কাকে বলে? Adjective এর প্রকারভেদ?

Adjective শব্দের অর্থ কী ?
Adjective শব্দের অর্থ হল (বিশেষণ।)

Adjective বা নাম বিশেষণ কাকে বলে ?
যে সকল শব্দ বা word, noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদের adjective বা নাম বিশেষণ বলে।
[An Adjective is a describing word.] যেমন -
  1. Hari is a brave boy - হরি সাহসী বালক।
  2. Lalita is a beautiful girl - ললিতা সুন্দরী বালিকা।
  3. A blind man is begging - একজন অন্ধ লোক ভিক্ষা করছে।
  4. A lame man is singing - ঘোড়া মানুষ গান গাইছে।
  5. A small bird is flying - একটি ছোট্ট পাখি উড়ছে।
  6. He is a fat man - সে মোটা মানুষ।
উপরের গুলিতে brave, beautiful, blind man, lame, small, fat এই শব্দগুলি noun এর গুন প্রকাশ করছে। এই শব্দগুলি হলো adjective.
মনে রাখবে :
1. Noun এর পূর্বে adjective বসে।
2. Adjective এর ব্যবহার দু'রকমের। (a) Attributively (b) Predicatively.

(a) Attributively
Adjective গুলি Noun এর পূর্বে বসে subject এর অংশ হয়।
  1. The brave soldier is going - সাহসী সৈনিক যাচ্ছে।
  2. A big tree gives us shadow - একটি বড় গাছ আমাদের ছায়া দেয়।
  3. The blind man is singing - অন্ধ লোকটি গান গাইছে।
  4. A small bird is flying in the sky - একটি ছোট পাখি আকাশে উড়ছে।
(b) Predicatively
Adjective গুলি noun, pronoun ও verb এর পরে বসে predicate এর অংশ হয়।
  1. The peacock is a beautiful bird - ময়ূর একটি সুন্দর পাখি।
  2. Tapas is a happy man - তাপস সুখী মানুষ।
  3. Banaras is a holy city - বানারাস একটি পবিত্র নগর।
  4. Niva has seven pencils - নিভার সাতটি পেন্সিল আছে।
Adjective কয় প্রকার ও কী কী ?
Adjective গুলি আটটি শ্রেণীতে বিভক্ত। যথা -
  1. Proper adjective - নামবাচক বিশেষণ।
  2. Descriptive/quality adjective - বর্ণনামূলক বিশেষণ।
  3. Quantitative adjective - পরিমাণগত বিশেষণ।
  4. Numeral/number adjective - সংখ্যাবিষয়ক বিশেষণ।
  5. Demonstrative adjective - নির্দেশক বিশেষণ।
  6. Distributive adjective - বিভাজক বিশেষণ।
  7. Interrogative adjective - প্রশ্নবোধক বিশেষণ।
  8. Possessive adjective - অধিকারবোধক বিশেষণ।
Proper adjective - নামবাচক বিশেষণ।
Proper noun থেকে যে সকল adjective গুলি গঠিত হয় সেই সকল adjective হল proper adjective. যেমন -
  • I like the Indian food - আমি ভারতীয় খাবার পছন্দ করি।
  • He hates the European habit - সে ইউরোপীয় প্রথাকে ঘৃণা করে।
  • Pakistan is a Islamic country - পাকিস্তান একটা ইসলামিক দেশ।
  • John Keats was an English poet - জন কিটস ইংরেজ কবি ছিলেন।
মনে রাখবে : 
Proper adjective এর প্রথম অক্ষর Capital letter হয়।

Descriptive বা quality adjective - বর্ণনামূলক বিশেষণ।
যে adjective, noun এর বিশেষ গুণ, দোষ, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদিকে প্রকাশ করে সেই adjective গুলিকে descriptive adjective বলে।
  • Vivekananda was a great monk - বিবেকানন্দ একজন মহান সন্ন্যাসী ছিলেন।
  • Kolkata is a large city - কোলকাতা বড় নগর।
  • He is an honest man - সে সৎ লোক।
  • A sick dog is coming - একটি অসুস্থ কুকুর আসছে।
  • The thieves like dark night - চোরেরা অন্ধকার রাত্রি পছন্দ করে।
  • Lila has a good book - লীলার একটি ভালো বই আছে।
  • I have a large garden - আমার একটি বড় বাগান আছে।
Quantitative adjective - পরিমাণগত বিশেষণ।
যে adjective দ্বারা noun এর পরিমাণ কতটা বোঝায় সেই সকল adjective হল quantitative adjective.
  • There is much water in the pond - পুকুরেতে অনেক জল আছে.
  • He has enough money - তাহার যথেষ্ট পরিমাণ টাকা আছে।
  • Give me a little soup - আমাকে কিছু ঝোল দাও।
  • He ate little bread - সে কিছু রুটি খেয়ে ছিল।
  • There is some milk in the pot - পাত্রটিতে সামান্য দুধ আছে।
  • There is enough food - যথেষ্ট খাবার আছে।
আরও কিছু quantitative adjective হল - half, whole, all, sufficient ইত্যাদি।

Numeral বা number adjective - সংখ্যাবিষয়ক বিশেষণ।
Numeral adjective দ্বারা প্রাণী ও বস্তুর সংখ্যা বোঝা যায়। যেমন -
  • I have five oranges - আমার পাঁচটি কমলালেবু আছে
  • He has two pens - তাহার দুটি কলম আছে।
  • She stood first in English - সে ইংরেজিতে প্রথম হয়েছিল।
  • There are many books - সেখানে অনেক বই আছে।
  • Give her some papers - তাকে কিছু কাগজ দাও।
Demonstrative adjective - নির্দেশক বিশেষণ।
Demonstrative adjective কোন প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করে চিহ্নিত করে। যেমন -
  • This table is long - এই টেবিলটির লম্বা।
  • That chair is high - ওই চেয়ারটি উঁচু।
  • These books are old - এইগুলি পুরানো বই।
  • Those pens are valuable - ওই পেনগুলি মূল্যবান।
  • This cat and that dog are dangerous - এই বিড়ালটি ও ওই কুকুরটি মারাত্মক।
Distributive adjective - বিভাজক বিশেষণ।
যে adjective, noun গুলির এক একটি প্রাণী বা বস্তুকে পৃথকভাবে বা সমগ্রভাবে গ্রহণ করতে নির্দেশ দেয় তাকে distributive adjective বলে। যেমন -
  • Each boy got an orange in the class - এই শ্রেনীর প্রত্যেকটি বালক একটি করে কমলালেবু পেয়েছিল।
  • Every girl got an apple - প্রত্যেক বালিকা একটি করে আপেল পেয়েছিল।
  • He has lost all his wealth - সে তার সব টাকা হারিয়েছিল।
  • Either road goes to the school - একটাই রাস্তা স্কুলের দিকে গেছে।
  • Neither story is true - কোন গল্প সত্যি নয়।
Interrogative adjective - প্রশ্নবোধক বিশেষণ।
What, which, whose প্রভৃতি word গুলি যখন কোন noun এর সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তখন তাকে Interrogative adjective বলে।
  • What book do you read - কোন বই তুমি পড়ো ?
  • Which boy did this work - কোন বালক এই কাজ করেছিল?
  • Whose book is this - এটা কার বই ?
Possessive adjective - অধিকারবোধক বিশেষণ।
Noun এর আগে বসে যে সকল personal pronoun অধিকার নির্দেশ করে adjective এর মত কাজ করে তাদের possessive adjective বলে। যেমন -
  • This is my pen - এই হয় আমার কলম।
  • That is your umbrella - ওই হয় তোমার ছাতা।
  • These are their pencils - এইগুলি তাদের পেনসিল।
  • Those are their books - ওই গুলি তাদের বই।
  • That is her toy - ওই হয় তার খেলনা।
  • This is his car - এইটি তার গাড়ি।
Thanks for visiting our website !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন