Number of Noun in Bengali


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমার the noun number সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

number কাকে বলে ? এবং number কয় প্রকার ও কী কী ?

(Number - বচন) কাকে বলে ?
বাংলার মতো ইংরেজিতেও এক বা একাধিক ব্যক্তি, বস্তু, বা প্রানী কে বোঝাতে number অর্থাৎ বচন এর ব্যবহার করা হয়ে থাকে। সেই ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে বচন বা number বলা হয়। যেমন -
A book - একটি বই।       
An Apple - একটি আপেল।
Ten Apples - দশটি আপেল।
Six books - ছয়টি বই।

Number কয় প্রকার ও কি কি ?
Number কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন -

1. Singular number
2. Plural number

Singular number - এক বচন।
বাংলায় যেমন একবচন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে একটি, এটি, এই, ওই, এটা, ওটা, বলা হয়ে থাকে, ঠিক সেই রকম ইংরেজিতে singular number এ A, An, This, That ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন-
A pen,           A book.
An Apple,     An Orange.
This girl,       this boy.
That bag,      that table.

Plural number - বহু বচন।
ইংরেজিতে কোন ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে একের অধিক বোঝাতে plural number অর্থাৎ বহু বচন এর ব্যবহার করা হয়। যেমন -
Bat - Bats.         Friend - Friends
Six eggs.           Five bats
These girls.      Those boys

Regular plural - নিয়মিত বহুবচন।
Singular number কে plural number এ রূপান্তরিত করার নিয়ম।
1. অধিকাংশ noun এর শেষে (s) যোগ হয়। যেমন-
Orange - oranges             dog - dogs
egg - eggs                           friend - friends
bat - bats                            cock - cocks
son - sons.                          king - kings
bed - beds                          room - rooms

2. যদি কোন Singular noun এর শেষে s, ss, sh, ch চ এর মত উচ্চারণ, x ও z থাকলে (es) যোগ করে plural করা হয়। যেমন-
Bus - Buses                     Gas - Gases
Class - Classes                dish - dishes
bench - benches            box - boxes
Fox - foxes                      fish - fishes
Match - matches.
Exceptions - ব্যতিক্রম
যদি Ch এর উচ্চারণ 'ক' (k) এর মত হলে plural এ 'es' যোগ না হয়ে শুধু 's' যোগ হয়। যেমন -
Stomach (স্টম্যাক) - stomachs
Monarch (মনার্ক) - monarchs
Conch (কঙ্ক) - conchs

3. Noun এর শেষে 'o' এবং তার ঠিক আগের অক্ষর বা (letter) টি consonant হলে, plural করতে 'es' যোগ হয়। যেমন-
Potato - potatoes         negro - negroes
Hero - heroes               Echo - echoes
Exceptions - ব্যতিক্রম 
Noun এর শেষে 'o' এবং তার ঠিক পূর্বের অক্ষর বা letter টি vowel হলে শুধু (s) যোগ হয়। যেমন-
Studio - studios            
bamboo - bamboos
Cuckoo - cuckoos
Photo - photos-(exceptions)

4. Noun এর শেষে 'y' এবং তার ঠিক পূর্বের অক্ষর টি consonant হলে (y) টি (i) হয় এবং তার সঙ্গে  (es) যোগ হয়। যেমন -
Story - stories                
Baby - babies
Fly -flies
Exceptions - ব্যতিক্রম
Singular noun এর শেষে 'y' এবং তার ঠিক পূর্বের অক্ষর টি vowel হলে শুধু (s) যোগ হয়। যেমন -
Play - plays                   toy - toys
Boy - boys                     day - days

5. Noun এর শেষে f বা fe থাকলে এই f বা fe এর স্থানে ves হয়। যেমন -
Knife - knives 
Leaf - leaves
Thief - thieves
Exception - ব্যতিক্রম
Singular noun এর শেষে f বা fe থাকলেও শুধু (s) যোগ করা হয়। যেমন -
Gulf - gulfs
Proof - proofs
Safe - safes

Irregular plural - অনিয়মিত বহুবচন 
1. এমন কিছু noun গুলির plural করার বিশেষ কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এই কারণে এদের Irregular plural  বলা হয়।
সাধারণত এই সকল singular noun এর মধ্যেকার বা শেষের vowel পরিবর্তন করে plural করা হয়। যেমন -
Man - men             woman - women
Foot - feet               tooth - teeth
Mouse - mice         ox - oxen
Child - children

2. The same form in plural - বহুবচনে একইরূপ থাকে 
News - news               sheep - sheep
Pair - pair                   dozen - dozen

3. Always plural - সর্বদাই বহুবচন হয়
নিচের noun গুলি শুধুই plural এ ব্যবহৃত হয়।
Cattle, alms, Ashes, wages, thanks, police, clothes, scissors.

Plural of pronouns - সর্বনামের বহুবচন 
1. নিচের pronoun গুলির নিম্নলিখিত নিজস্ব plural form আছে।
I - WE                        HE/ SHE/ IT - THEY
Me - us                     his/ her/ its - their, theirs
My - our
Mine - ours             this - these
You - you                 that - those
Your - your

2. যে সকল pronoun এর শেষে self থাকে, তাদের plural এ selves হয়। যেমন -
Myself - ourselves 
Yourself - yourselves
Himself/ herself /itself - themselves
এসব pronoun এর দুটো অংশ pronoun এর অংশ যেমন (myself এর my) এবং noun এর অংশ যেমন (self) plural করতে গেলে দুটো অংশেরই plural করতে হয়।

Thanks for visiting our Post !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন