Common English sentences with Bengali meaning


Spoken English part - 10

1. You have ten cows
তোমাদের দশটি গরু আছে।

2. He has a nice flower

তাহার একটি সুন্দর ফুল আছে।


3. They have a bus

তাহাদের একটি বাস‌‌ গাড়ি আছে।


4. Have you a pen

তোমার কি একটি কলম আছে ?


5. No,I have a book

না, আমার একটি বই আছে


6. I had a house
আমার একটি ঘর ছিল।

7. You had a bag

তোমার একটা ব্যাগ ছিল।


8. He had a cycle.

তাহার একটি সাইকেল ছিল।


9. Anil had a dog

অনিলের একটি কুকুর ছিল।


10. Gopal had a toy-train

গোপালের একটি খেলনা রেলগাড়ি ছিল।


11. We had books

আমাদের বই ছিল।


12. You had a garden

তোমার একটি বাগান ছিল


13. They had a monkey

  তাহাদের একটি বানর ছিল।


14. Ashok had a deer

অশোকের একটি হরিণ ছিল


15. I shall have a house

আমার একটি ঘর থাকবে।


16. We shall have a garden

আমাদের একটি বাগান থাকবে।


17. You will have a bird

তোমার একটি পাখি থাকবে।


18. You will have cows.

তোমাদের গরুগুলি থাকবে।


19. He will have a taxi

তাহার একটি ট্যাক্সি গাড়ি থাকবে।


20. They will have a shop

তাহাদের একটি দোকান থাকবে।


21. Asim will have a building

অসীমের একটি পাকা বাড়ি থাকবে।


22. Mina will have a ship

মীনার একটি জাহাজ থাকবে।


23. Praneet went to school

প্রণীত বিদ্যালয়ে গিয়েছিল।


24. Praneet goes to school

প্রণীত বিদ্যালয়ে যায়


25. Praneet will go to school

প্রণীত বিদ্যালয় যাবে।


26. The sun rises in the east

সূর্য পূর্ব দিকে উদিত হয়।


27. We eat rice

আমরা ভাত খাই।


28. The boats sail on the river

নদীতে নৌকা চলে।


29. The ships sail on the seas

সমুদ্রে জাহাজ চলে।


30. Lila reads a book

লীলা বই পড়ে।


31. Birds fly in the sky

পাখিরা আকাশে উড়ে।


32. I read book

আমি বই পড়ি।


33. You read book

তুমি বই পড়।


34. He reads book

সে বই পড়ে।


35. We read books

আমরা বইগুলি পড়ি।


36. You read books

তোমরা বইগুলি পড়।


37. They read books

তাহারা বইগুলি পড়ে।


38. I am reading

আমি পড়িতেছি।


39. You are reading

তুমি পড়িতেছ।


40. He is reading

সে পড়িতেছে।


41. We are reading

আমরা পড়িতেছি।


42. You are reading

তোমরা পড়িতেছ।


43. They are reading

তাহারা পড়িতেছে।


44. The police has caught the thief

পুলিশ চোর ধরিয়াছে।


45. He has come here today

সে আজ এখানে আসিয়াছে।


46. Anil has killed a snake

অনিল একটি সাপ মারিয়াছে।


47. I have just taken tea

আমি এইমাত্র চা পান করিয়াছি।


48. I have read

আমি পড়িয়াছি।


49. You have read

তুমি পড়িয়াছ।


50. He has read

সে পড়িয়াছে।


Thanks for visiting our website !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন